সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে রেকর্ড লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। ১৭০ রানের লক্ষ্যে আইরিশ ফিল্ডারদের একের পর এক ক্যাচ ফেলা ও দুই ওপেনারের ১০৩ রানের জুটি বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয়ের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু শেষ দিকে তালগোল পাকিয়ে হেরে বসে বাংলাদেশ।
এত বড় তাড়া করার অভ্যাস না থাকাই কাল হয়েছিল বাংলাদেশের। আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অন্তত এমন কোনো মানসিক বাঁধা নেই। ৫ উইকেটে ১৩৪ রান করেছে সফরকারীরা। সিরিজ হার এড়াতে ১৩৫ রান দরকার বাংলাদেশের।
আয়ারল্যান্ডের ইনিংস প্রথম টি-টোয়েন্টির মতোই এগোচ্ছিল। ১ উইকেট হারিয়ে ৩৪ রান তোলে সফরকারী। পাওয়ার প্লের পরই দ্বিতীয় উইকেট হারায় তারা। কিন্তু প্রথম ম্যাচে এ অবস্থা থেকে আগ্রাসনে ম্যাচের রূপ বদলে ফেলেছিলেন গ্যাবি লুইস ও লিয়াহ পল।
আজ তেমনটা আর হয়নি। প্রথম ম্যাচে বল ব্যাটে আসছিল, আজ রান পেতে কষ্ট করতে হয়েছে। ওরলা প্রেন্ডেরগাস্ট তবু ২৫ বলে ৩২ রান করে রানরেট ৬ এর উপরে রেখেছেন।
আজ পল ছিলেন খোলস-বন্দী। জাহানারার বলে শর্ট ফাইন লেগে ক্যাচ দেওয়ার আগে ১৯ বলে মাত্র ১৬ রান করেছেন। লরা ডেলানি ২৫ বলে ৩৫ রান করায় আইরিশদের রান ১২০ পার হয়। ফাহিমার বলে তিনিও বোল্ড হয়ে যান ১৯তম ওভারে। রেবেকা স্টোকেল ৪ বলে ৯ রান করলে ১৩৪ রানের স্কোর পায় সফরকারীরা।
টি-টোয়েন্টিতে ১৩৪ বা এর বেশি লক্ষ্যে তিনবার জিতেছে বাংলাদেশ। এর মধ্যে ২০১৮ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের মাটিতেও ১৩৫ রানের লক্ষ্য পেয়ে শেষ বলে জয় পেয়েছিলেন জ্যোতিরা।