টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছিলেন সিরিজ জেতার চিন্তাই থাকবে তাঁর। দল অন্যরকম এক ছন্দে আছে বলেও মন্তব্য করেন তিনি। বাস্তবতা ভিন্ন, এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হেরে গেছে বাংলাদেশ নারী দল।
আইরিশদের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৭ রান করতেই গুটিয়ে যায় বাংলাদেশ। ৪৭ রানের হারে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে নিগার সুলতানারা। অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওরলা প্রেন্ডারগাস্ট।
আইরিশ শব্দ ‘ওরলা’র অর্থ সোনালি রাজকন্যা। আজ আয়ারল্যান্ডকে বলতে গেলে প্রায় একাই টেনেছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে কঠিন উইকেটেও ২৫ বলে ৩২ রানের পর পাওয়ার প্লেতেই দুই উইকেট নিয়ে বাংলাদেশকে শুরুতেই থমকে দিয়েছেন। বাংলাদেশের শেষ উইকেটটিও নিয়েছেন ওরলা।
সিলেটে বোলাররা নিজেদের কাজটা করে দিয়েছিল প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে মাত্র ১৩৪ রানে আটকে। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার দিলারা আক্তার ও সুবহানা মুস্তারি থেকে প্রথম টি-টোয়েন্টির রেকর্ড জুটির ছিটেফোঁটাও এবার দেখা যায়নি।
আগের ম্যাচে ১০৩ রানের জুটি গড়া বাংলাদেশের ওপেনাররা আজ মাত্র ৬ রান এনে দিতে পেরেছেন প্রথম উইকেটে। ইনিংসের দ্বিতীয় ওভারেই সুবহানা মুস্তারি মাত্র ১ রান করে আইরিশ পেসার প্রেন্ডারগাস্টের বলে বোল্ড হয়ে ফেরেন।
মুস্তারির বিদায়ের পর পাওয়ার প্লেতে কোনো জুটিই গড়তে পারেনি বাংলাদেশ। ম্যাচের হাল ধরার বদলে একের পর উইকেট বিলিয়ে দিয়েছে নিগাররা। পাওয়ার প্লেতে ২২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
এরপর পঞ্চম উইকেট স্বর্ণা আক্তার ও শারমিন আক্তার ৪৮ রানের জুটি গড়ে খানিকটা আশা দেখালেও তা বেশি দূর এগিয়ে যায়নি। ১৩তম ওভারে দলকে ৭০ রানে রেখে স্বর্ণা (২০) ফিরে গেলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের শেষ দিকের ব্যাটিং। ইনিংসে আরও ১৭ বল বাকি থাকতেই ৮৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৪৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে আয়ারল্যান্ড।
এর আগে ব্যাট করতে নেমে ওরলার ৩২ ও লরা ডেলানির ৩৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন নাহিদা আক্তার।
সিরিজের শেষ ম্যাচ আগামী ৯ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। যেখানে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামবে নিগার সুলতানার দল।