সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
Independent Television
 

সোনালি রাজকন্যাতেই সর্বনাশ বাংলাদেশের

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছিলেন সিরিজ জেতার চিন্তাই থাকবে তাঁর। দল অন্যরকম এক ছন্দে আছে বলেও মন্তব্য করেন তিনি। বাস্তবতা ভিন্ন, এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হেরে গেছে বাংলাদেশ নারী দল।

আইরিশদের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৭ রান করতেই গুটিয়ে যায় বাংলাদেশ। ৪৭ রানের হারে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে নিগার সুলতানারা। অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওরলা প্রেন্ডারগাস্ট।

আইরিশ শব্দ ‘ওরলা’র অর্থ সোনালি রাজকন্যা। আজ আয়ারল্যান্ডকে বলতে গেলে প্রায় একাই টেনেছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে কঠিন উইকেটেও ২৫ বলে ৩২ রানের পর পাওয়ার প্লেতেই দুই উইকেট নিয়ে বাংলাদেশকে শুরুতেই থমকে দিয়েছেন। বাংলাদেশের শেষ উইকেটটিও নিয়েছেন ওরলা।  

সিলেটে বোলাররা নিজেদের কাজটা করে দিয়েছিল প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে মাত্র ১৩৪ রানে আটকে। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার দিলারা আক্তার ও সুবহানা মুস্তারি থেকে প্রথম টি-টোয়েন্টির রেকর্ড জুটির ছিটেফোঁটাও এবার দেখা যায়নি।

আগের ম্যাচে ১০৩ রানের জুটি গড়া বাংলাদেশের ওপেনাররা আজ মাত্র ৬ রান এনে দিতে পেরেছেন প্রথম উইকেটে। ইনিংসের দ্বিতীয় ওভারেই সুবহানা মুস্তারি মাত্র ১ রান করে আইরিশ পেসার প্রেন্ডারগাস্টের বলে বোল্ড হয়ে ফেরেন।

মুস্তারির বিদায়ের পর পাওয়ার প্লেতে কোনো জুটিই গড়তে পারেনি বাংলাদেশ। ম্যাচের হাল ধরার বদলে একের পর উইকেট বিলিয়ে দিয়েছে নিগাররা। পাওয়ার প্লেতে ২২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

এরপর পঞ্চম উইকেট স্বর্ণা আক্তার ও শারমিন আক্তার ৪৮ রানের জুটি গড়ে খানিকটা আশা দেখালেও তা বেশি দূর এগিয়ে যায়নি। ১৩তম ওভারে দলকে ৭০ রানে রেখে স্বর্ণা (২০) ফিরে গেলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের শেষ দিকের ব্যাটিং। ইনিংসে আরও ১৭ বল বাকি থাকতেই ৮৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৪৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে আয়ারল্যান্ড।

এর আগে ব্যাট করতে নেমে ওরলার ৩২ ও লরা ডেলানির ৩৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন নাহিদা আক্তার।

সিরিজের শেষ ম্যাচ আগামী ৯ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। যেখানে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামবে নিগার সুলতানার দল।  

সিলেট টেস্টের প্রথম দিনটা একদমই সুখকর ছিল না বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে গেছেন নাজমুল হোসেন শান্তরা। জবাবে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে...
এমন দিনের শেষে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরের ধরনে আর নতুনত্ব থাকবে কীভাবে! বাংলাদেশের ব্যাটিংয়ের দুর্দশা নিয়েই বেশিরভাগ প্রশ্ন হলো। বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ...
এমন দিনে ব্যাটিংয়ের আর কী বিশ্লেষণ করা যায়, কী-ইবা আর ইতিবাচক দিক বের করবেন! একটাই হতে পারে, দুই সেশনে কড়া রোদে জিম্বাবুয়েকে ফিল্ডিং করিয়ে বাংলাদেশ এখন ফিল্ডিংটা করছে শেষ বিকেলের আলতো রোদে।
প্রথমে সেশনে বাংলাদেশ খুব ভালো খেলেছে বলা যায় না। ১ রানের ব্যবধানে ২ ওপেনার বিদায় নিয়ে প্রথম ঘণ্টায় স্বাগতিকদের বিপাকে ফেলে দিয়েছিলেন। অধিনায়ক নাজমুল হোস্নে শান্ত ও মুমিনুল হক সে ধাক্কা সামলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তি উপেক্ষা করেই ইরানে হামলার পরিকল্পনায় অনড় ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রাম্প সমর্থন না দিলেও, আগামী কয়েক মাসের মধ্যে সীমিত পরিসরে হামলার...
ঢাকা-চট্টগ্রামসহ দেশের ১৪ জেলায় সকালেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর বেশি হতে পারে। আজ সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের...
আগামী বছরের বই ছাপানোর দরপত্র শুরু হচ্ছে চলতি মাসেই। নভেম্বরের মধ্যেই বই ছাপানো শেষ করার লক্ষ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)। সেই সঙ্গে দরপত্র প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনা...
আফ্রিকায় যুক্তরাষ্ট্রের কার্যক্রম গুটিয়ে নেওয়া এবং বেশিরভাগ দূতাবাস ও কনস্যুলেট বন্ধের কথা বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক খসড়া নির্বাহী আদেশে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.