সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

শিরোপা ধরে রাখতে ভারতকে ১৯৭ রানের মধ্যে আটকাতে হবে বাংলাদেশকে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম

ফিফটি থেকে ৩ রানে দূরে থাকতে রিজান হোসেন (৬৫ বলে ৪৭ রান) যখন আউট হলেন, তখন বাংলাদেশের স্কোরবোর্ডে ১৫৫ রানে ৬ উইকেট। সেখান থেকে মুহূর্তেই স্কোরবোর্ড হয়ে যায় ১৬৭/৮। ইনিংসের তখনো ৮ ওভার বাকি থাকলেও বাংলাদেশ কতক্ষণ টিকে থাকতে পারে, সেটাই ছিল দেখার।

নবম উইকেট জুটিতে ফরিদ হাসান ফয়সাল ও মারুফ মৃধার ৩০ রানের সুবাদে ভারতের অপেক্ষার পালাটা দীর্ঘ হয়। ইনিংসের ৪৯তম ওভারে ফয়সালকে (৪৯ বলে ৩৯ রান) ফিরিয়ে জুটি ভাঙেন চেতন শর্মা। পরের ওভারের প্রথম বলে ইকবাল হোসেন ইমন আউট হতেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ততক্ষণে ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিয়ে ফেলেছে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে আজ টস হেরে আগে ব্যাটিংয়ে এই ছিল বাংলাদেশের ইনিংসের হালচাল। অথচ ৩ উইকেটেই ১২৮ রান করে ফেলেছিল বাংলাদেশের যুবারা।রিজানের ৪৭ ও ফয়সালের ৩৯ রানের দিনে মোহাম্মদ শিহাব জেমসের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুটা ভালো ছিল না বাংলাদেশর। ইনিংসে সপ্তম ওভারের প্রথম বলে ওপেনার কালাম সিদ্দিকী এলিন (১) যখন আউট হলেন, তখন দলের রান ১৭। দলকে ৪১ রানে রেখে বিদায় নেন আরেক ওপেনার জাওয়াদও (২০)। পুরো টুর্নামেন্টে দলের ব্যাটিং অর্ডারের ঢাল হয়ে থাকা আজিজুল হাকিম তামিম আজ ১৬ রান করেই ড্রেসিং রুমের পথ ধরেছেন।

৬৬ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ঘুরে দাঁড়ায় জেমস-রিজানেরর চতুর্থ উইকেট জুটিতে। দুজনে মিলে স্কোর বোর্ডে যোগ করেন ৬২ রান। ইনিংসের ৩২তম ওভারের শেষ বলে জেমস আউট হন। ৩৪তম ওভারে বিদায় নেন দেবাশীষও। এরপর ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রিজানের আউটের পর বাংলাদেশকে দুই শ ছুঁই ছুঁই সংগ্রহ এনে দেন ফয়সাল। মারুফ মৃধা শেষ পর্যন্ত ১১ রানে অপরাজিত ছিলেন।

২০১৭ সালে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে। এরপর ৮ বছর কেটে গেলেও থ্রি লায়ন্স জার্সিতে খেলেননি। তবে এবার ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের দলে ডাক পেয়েছেন লিয়াম ডসন। লর্ডস টেস্টের...
দিনের প্রথম সেশন শেষ করতেই ১১২ রানে ৮ উইকেট নেই, ম্যাচ ছিটকেই গিয়েছিল ভারত। কিন্তু শেষ দুই উইকেটেও ভারতের জয়ের আশা জিইয়ে রেখেছিলেন জাদেজা, সঙ্গী হিসেবে পেয়েছিলেন জাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে।...
লর্ডস টেস্টের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছে গতকাল থেকেই। রিভিউ নেওয়ার পরেও ইংল্যান্ডের পক্ষে আম্পায়ারের একাধিক সিদ্ধান্ত গিয়েছে। বিশেষ করে জো রুটের বিপক্ষে এলবিডাব্লিউর সিদ্ধান্ত আম্পায়ারস কল হওয়ায়...
লর্ডসে প্রথম ইনিংসে দুদলই ৩৮৭ রান করার পর গতকাল দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছে ভারত। ম্যাচের ফল নির্ধারণী পঞ্চম দিনে...
বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পেশাদারিত্বের সাথে তারযুক্ত ও তারহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক (এলএএন) অবকাঠামো সেবা দেয়ার জন্য গার্টনার ম্যাজিক কোয়াড্রান্টের ২০২৫ সালের প্রতিবেদনে ‘লিডার’ গ্রুপে জায়গা করে...
৮০ বছর পার করল রোলেক্স ডেটজাস্ট। সময়ের কাঁটা গড়িয়েছে বহু দূর, বদলেছে ট্রেন্ড, বদলেছে রুচি। তবে বদলায়নি রোলেক্সের এই চিরায়ত ঘড়িটির কদর। যুদ্ধ, ফ্যাশনের পরিবর্তন, প্রযুক্তির বিপ্লব, সবকিছুকে ছাপিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.