আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজ এরই মধ্যে হাতছাড়া হয়েছে বাংলাদেশ নারী দলের। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই হেরেছে স্বাগতিকরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ১২ রানে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ রানে হারেন নিগার সুলতানা জ্যোতিরা।
আজ একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে আয়ারল্যান্ড-বাংলাদেশ। ধবল ধোলাই এড়াতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
ওদিকে জমে উঠেছে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। পোর্ট এলিজাবেথে প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৩৫৮ রানের বিপরীতে শ্রীলঙ্কা করেছিল ৩২৮ রান। ৩০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ৩১৭ রান করলে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ৩৪৮ রানের। রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২০৫ রানে চতুর্থ দিন শেষ করেছে লঙ্কানরা। টেস্টের শেষ দিনে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ১৪৩ রান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার দরকার ৫ উইকেট।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
বাংলাদেশ-আয়ারল্যান্ড
৩য় নারী টি-টোয়েন্টি
সকাল ১০টা, টি স্পোর্টস
দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা
পোর্ট এলিজাবেথ টেস্ট-৫ম দিন
বেলা ২টা, স্পোর্টস ১৮-১
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ওয়েস্ট হাম-উলভারহ্যাম্পটন
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১