সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
Independent Television
 

খরগোশদের হারিয়ে প্রথম, কিন্তু কাজের বেলায় কচ্ছপ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম

সেঞ্চুরিয়নে গতকাল শুক্রবারের রাতটা পাকিস্তানের জন্য সুখকর ছিল না। সিরিজে টিকে থাকার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও শেষ রক্ষা হয়নি। রিজা হেনড্রিসকসের দারুণ এক সেঞ্চুরিতে ৩ বল আর ৭ উইকেট হাতে রেখেই ম্যাচটা জিতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। একইসঙ্গে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

দিনটা পাকিস্তানের না হলেও এদিন বেশ কিছু কীর্তিতে উঠেছে বাবর আজমের নাম। মোহাম্মদ রিজওয়ান আউট হওয়ার পর ইনিংসের চতুর্থ ওভারে ব্যাটিংয়ে নামেন সাবেক পাকিস্তান অধিনায়ক। মাঠে নেমেই আগ্রাসী ব্যাটিংয়ের আভাস দিলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ইনিংসের ১২তম ওভারে জর্জ লিন্ডের বলে আউট হওয়ার আগে ২০ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রানের ইনিংস খেলেন বাবর। আর তাতেই পাকিস্তানি ব্যাটসম্যানের নামের পাশে যোগ হয় একাধিক রেকর্ড।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ১১তম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন বাবর। এ সংস্করণে ২৯৮ ইনিংসে বাবরের রান ১১০২০। এর আগে আরও ১০ জন এ কীর্তি গড়লেও বাবর একটা জায়গায় সবাইকে ছাড়িয়ে গেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুত ১১ হাজারের ক্লাবে প্রবেশ করেছেন বাবর। এর আগে রেকর্ডটা ছিল ক্রিস গেইলের দখলে। সাবেক ক্যারিবিয়ান কিংবদন্তির টি-টোয়েন্টিতে ১১ হাজার রান ছুঁতে লেগেছিল ৩১৪ ইনিংস।

শোয়েব মালিকের পর দ্বিতীয় পাকিস্তানি হিসেবে বাবর গতকাল এই এলিট ক্লাবে প্রবেশ করলেন। সাবেক পাকিস্তানি অলরাউন্ডার মালিক ৫০৫ ইনিংসে ১৩ হাজার ৪১৫ রান করছেন টি-টোয়েন্টিতে। যা এ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ। ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান নিয়ে এ তালিকায় সবার ওপরে আছেন ক্রিস গেইল। এ তিনজনের বাইরে টি-টোয়েন্টিতে ১১ হাজার ছোঁয়া অন্যরা হলেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, জস বাটলার, রোহিত শর্মা, অ্যারন ফিঞ্চ ও জেমস ভিনস। 

ইনিংসের হিসেবে সবার আগে হলেও রান তোলায় বাবর আজম শম্বুকগতির! ১১ হাজারের ক্লাবে থাকা ১১ জনের মধ্যে শুধু শোয়েব মালিকই (১২৭.৪৭ স্ট্রাইকরেট) ধীর গতিতে রান তুলেছেন বাবরের (১২৯.৩৫ স্ট্রাইকরেট) চেয়ে।

গতকাল মাঠে নেমে মুখোমুখি প্রথম বলে বার্টম্যানকে বাউন্ডারি মেরে আরেকটা মাইলফলক পেরিয়েছেন বাবর। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৪৯তম ও পঞ্চম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান। গতকালের ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের রান ছিল ১৩ হাজার ৯৯৮। গতকালের ৩১ রান নিয়ে ৩৩৮তম ইনিংস শেষে বাবরের রান ১৪০২৯।

পাকিস্তানিদের মধ্যে রানের হিসেবে বাবরের ওপরে আছেন ইনজামাম উল হক (৫৫১ ইনিংসে ২০৫৮০ রান), ইউনিস খান (৪৯১ ইনিংসে ১৭৭৯০ রান), মোহাম্মদ ইউসুফ (৪৩২ ইনিংসে ১৭৩০০ রান) ও জাভেদ মিয়াঁদাদ (৪০৭ ইনিংসে ১৬২১৩ রান)।

গতকাল ১ ছক্কা মেরে ছক্কার একটা রেকর্ডেও নিজের নাম ওপরের দিকে তুলেছেন বাবর আজম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের ছক্কা এখন ৭২টি, যা পাকিস্তানের হয়ে পঞ্চম সর্বোচ্চ। ১ ছক্কা বেশি নিয়ে বাবরের ঠিক ওপরেই আছেন শহীদ আফ্রিদি। আর এ তালিকায় ৯৫ ছক্কা নিয়ে পাকিস্তানিদের মধ্যে সবার ওপরে বাবরের বন্ধু মোহাম্মদ রিজওয়ান।

বাবরের এমন কীর্তির দিনে পাকিস্তানকে হার উপহার দিতে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন রিজা হেনড্রিকস। গতকাল ৬৩ বলে ৭ চার ও ১০ ছক্কায় ১১৭ রানের ইনিংস খেলা হেনড্রিকসও মাইলফলকে তুলেছেন নিজের নাম। প্রোটিয়াদের হয়ে টি-টোয়েন্টিতে এটি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। সর্বোচ্চ ১১৯ রানের ইনিংসটি খেলেছেল ফাফ ডু প্লেসিস।

তবে আরেকটা জায়গায় রেকর্ডে নিজেকে সবার ওপরে তুলেছেন হেনড্রিকস। ডি কককে (১৭টি) ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সবেচয়ে বেশি (১৮টি) ৫০ ছোঁয়া ইনিংস এখন হেনড্রিকসের দখলে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিয়েছেন, ২০২৫ আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাচ্ছেন না তাঁরা। গতকাল বাছাইপর্ব শেষ হয়েছে ওয়ানডে...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ইনিংসের ১০ম ওভারের দ্বিতীয় দফা বোলিংয়ে এসে আব্বাস আফ্রিদির উইকেট শিকার করেন রিশাদ। বাংলাদেশি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে পয়েন্ট অঞ্চলে ক্যাচ দেন আব্বাস (১)। ওই ওভারে রিশাদ দেন ৩ রান। তাতে দুই...
পিএসএলে সাহিবজাদার এটি প্রথম সেঞ্চুরি হলেও গত এক মাসে টি-টোয়েন্টিতে চারবার তিন অঙ্ক ছুঁলেন ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যান। তাতেই রেকর্ডে উঠেছে সাহিবজাদার নাম। স্বীকৃত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এক...
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের...
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
ভারত বাংলাদেশে রেল সংযোগ উদ্যোগের প্রায় পাঁচ হাজার কোটি রুপির তহবিল এবং অন্যান্য নির্মাণ-সম্পর্কিত কাজ স্থগিত করেছে। চলমান রাজনৈতিক অস্থিরতা এবং শ্রম সুরক্ষার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া...
হাথুরুসিংহের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ে তিনি নাসুম আহমেদকে চড় মেরেছিলেন, যদিও সে অভিযোগ জোরের সঙ্গেই অস্বীকার করেছেন হাথুরুসিংহে। ওদিকে বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.