মালয়েশিয়াতে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৯ উইকেটের জয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। ভারতের কাছে ৮ উইকেটের ব্যবধানে হারলেও আজ দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় সুমাইয়া আক্তারের দল।
সুপার ফোরের শেষ ম্যাচে নেপালকে একপেশে লড়াইয়ে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১১ ওভারে। আগে ব্যাট করা নেপাল বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি। নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৫৪ রান তোলে নেপালের মেয়েরা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৭ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয়ে ফাইনাল নিশ্চিত করে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন ফাহমিদা ছোয়া।
প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে আগামী ২২ ডিসেম্বর।