সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
Independent Television
 

দুই দল মিলে যত ওভার খেলেছে, পাকিস্তান তত রানও করতে পারল না

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪ পিএম

একদিনের ব্যবধানে কি উইকেট বদলে ফেলা হলো কি না, সে সংশয় জাগতেই পারে পাকিস্তানের কোনো ক্রিকেটপ্রেমীর। যে উইকেটে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা অনায়াসে রান তুলে গেলেন, ১৪০ ওভারের বেশি সময় ধরে পাকিস্তানের বোলাররা যে উইকেটে মাথা কুটে মরেছেন, সে উইকেটই কিনা একদিনের ব্যবধানে পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য হয়ে গেল বধ্যভূমি!

কেপটাউনে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৪১.৩ ওভার ব্যাট করে ৬১৫ রান তুলে অলআউট হয়েছে, সে পথে তাদের তিন ব্যাটসম্যান রায়ান রিকেলন, টেম্বা বাভুমা আর কাইল ভেরেইনা পেয়েছেন সেঞ্চুরি। সেঞ্চুরি কী, রিকেলটন তো ২৫৯ রানই তুলে ফেলেছেন।

এরপর পাকিস্তান কেমন জবাব দেয়, সেটি দেখার অপেক্ষায় যাঁরা ছিলেন, তাঁদের গতকাল দ্বিতীয় দিনেই হতাশ হতে হয়েছিল। দিন শেষের আগেই যে পাকিস্তান ৬৪ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলে! কিন্তু পাকিস্তানপ্রেমীদের জন্য আরও বড় হতাশা যে অপেক্ষায়, তা কে জানত!

আজ দ্বিতীয় সেশনের প্রথম ভাগেই পাকিস্তান অলআউট হয়ে গেছে। তাদের ইনিংসের স্থায়ীত্ব ছিল মাত্র ৫৪.২ ওভার! তার চেয়েও পাকিস্তানের জন্য বেশি হতাশার ব্যাপার হলো, দুই দলের প্রথম ইনিংস মিলিয়ে মোট ১৯৫.৫ ওভার দেখেছে ম্যাচটা, অথচ প্রথম ইনিংসে পাকিস্তানের রানই তত হলো না! ১৯৪ রানে অলআউট হয়ে গেছেন বাবর-রিজওয়ানরা। দক্ষিণ আফ্রিকার রানের তিন ভাগের এক ভাগও নয়! ৪২১ রানের লিড পাওয়া দক্ষিণ আফ্রিকা স্বাভাবিকভাবেই পাকিস্তানকে ফলো অন করিয়েছে!

গতকাল যে দুজন দিন শেষে ব্যাটিং করছিলেন পাকিস্তানের হয়ে, সেই দুজন – বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানই যা কিছু রান পেয়েছেন। সায়েম আইয়ুব প্রথম দিনেই অ্যাঙ্কেলে চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন, তাঁর জায়গায় গতকাল ওপেনিংয়ে নামা বাবর দিন শেষ করেছিলেন ৩১ রান নিয়ে, তিন উইকেট যাওয়ার পর ক্রিজে নামা রিজওয়ানের দিন শেষে রান ছিল ৯।

আজ বাবর আগের দিনের সঙ্গে আর যোগ করতে পেরেছেন ২৭ রান, রিজওয়ান ৩৭ রান। কিন্তু দুজনই আউট হয়েছেন বাজে শট খেলে, তার চেয়েও বড় কথা, দলকে একেবারে বিপদে ফেলে দিয়ে। ১৮ বছর বয়সী মাফাকাকে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট উপহার দিয়ে বাবর আউট হয়েছেন লেগ গ্লান্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। এতটুকু নিশ্চিত বলা যায়, দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষেকের নতুন রেকর্ড গড়া মাফাকা এর চেয়ে ভালো বল এই ইনিংসেও আরও করেছেন, ক্যারিয়ারেও এর চেয়ে ভালো অনেক বলে আরও উইকেট পাবেন।

বাবর তবু গ্লান্স করার চেষ্টায় আউট হয়েছেন, রিজওয়ান কী করতে চেয়েছিলেন তা তিনিও জানেন কি না সন্দেহ! দলকে ১১৮ রানে রেখে বাবরের বিদায়ের পর সালমান আলী আগাকে সঙ্গে নিয়ে ওভার পাঁচেক কিছুটা গুছিয়েই খেলছিলেন রিজওয়ান। গুছিয়ে খেলা বলতে, আর বিপদ হতে দেননি আর কী! দলের রানও ১৫০-র কাছাকাছি চলে গিয়েছিল। রিজওয়ান চলে গিয়েছিলেন ব্যক্তিগত ফিফটি থেকে একটা চারের দূরত্বে। এরপর…চোখ কচলে দেখেও বিশ্বাস হতে না চাওয়ার মতো এক শট খেলতে গেলেন পাকিস্তান উইকেটকিপার-ব্যাটসম্যান!

মুল্ডারের বলে এগিয়ে গিয়ে যেভাবে মিডউইকেটে আছড়ে ফেলতে চাওয়ার মতো শট খেললেন রিজওয়ান, দেখে ভ্রম হচ্ছিল, পাকিস্তান কি একটা টেস্টে ৪৭১ রানে পিছিয়ে, নাকি কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টিতে ১ বলে ৬ রান দরকার তাঁদের! গ্রামেগঞ্জে সন্ধ্যা বেলায় শেষ মুহূর্তে চোখ বন্ধ করে ছক্কা মারতে চাওয়ার ঢঙের সেই শটে রিজওয়ান বল আর ব্যাটে এক করতে পারলেন না, স্টাম্প হলো ছত্রখান! আউট হওয়ার পরের ছবিটা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, স্কোরকার্ডের সঙ্গে মিলিয়ে সেই ছবিটা দেখলে রিজওয়ানের নিজেরও উত্তর খোঁজার কথা।

বাবর-রিজওয়ানের পর সালমান, আমের, খুররম, হামজারা দুই অঙ্কে গেলেও ২০ পর্যন্ত আর কারও যাওয়া হয়নি। লাঞ্চের আগেই ৬ উইকেট হারিয়ে কোনোরকমে দেড় শ পেরোনো পাকিস্তানের আর দুই শ পেরোনো হবে কীভাবে!

পাকিস্তানের সাবেকের দাবি 
চলতি আইপিএলে সমালোচনার সূত্রপাত রাজস্থান রয়্যালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচ ঘিরে। গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত সেই ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ তোলেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটির...
পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিয়েছেন, ২০২৫ আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাচ্ছেন না তাঁরা। গতকাল বাছাইপর্ব শেষ হয়েছে ওয়ানডে...
পাকিস্তানকে হারালেই বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের মেয়েদের। কিন্তু নিজেদের প্রথম তিন ম্যাচে টানা তিন জয়ের পর পথ হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় আলিমুল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আবদুর রহমান নামের আরও একজন আহত হয়েছেন।
বায়ুদূষণের কারণে তীব্র হচ্ছে বজ্রপাত। দেশের বাতাসে ধুলা, সমুদ্রের লবণ, সালফেট ও কার্বন-কণা বাড়ছে। বাতাসে দুই দশমিক দুই পাঁচ আকারের বস্তুকণার মাত্রাও বেশি জমছে। সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার কারণেও ঘনঘন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের প্রতি সদয় হতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার এয়ার ফোর্স...
প্রেস উইং জানিয়েছে, প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তাঁর কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.