একদিনের ব্যবধানে কি উইকেট বদলে ফেলা হলো কি না, সে সংশয় জাগতেই পারে পাকিস্তানের কোনো ক্রিকেটপ্রেমীর। যে উইকেটে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা অনায়াসে রান তুলে গেলেন, ১৪০ ওভারের বেশি সময় ধরে পাকিস্তানের বোলাররা যে উইকেটে মাথা কুটে মরেছেন, সে উইকেটই কিনা একদিনের ব্যবধানে পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য হয়ে গেল বধ্যভূমি!
কেপটাউনে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৪১.৩ ওভার ব্যাট করে ৬১৫ রান তুলে অলআউট হয়েছে, সে পথে তাদের তিন ব্যাটসম্যান রায়ান রিকেলন, টেম্বা বাভুমা আর কাইল ভেরেইনা পেয়েছেন সেঞ্চুরি। সেঞ্চুরি কী, রিকেলটন তো ২৫৯ রানই তুলে ফেলেছেন।
এরপর পাকিস্তান কেমন জবাব দেয়, সেটি দেখার অপেক্ষায় যাঁরা ছিলেন, তাঁদের গতকাল দ্বিতীয় দিনেই হতাশ হতে হয়েছিল। দিন শেষের আগেই যে পাকিস্তান ৬৪ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলে! কিন্তু পাকিস্তানপ্রেমীদের জন্য আরও বড় হতাশা যে অপেক্ষায়, তা কে জানত!
আজ দ্বিতীয় সেশনের প্রথম ভাগেই পাকিস্তান অলআউট হয়ে গেছে। তাদের ইনিংসের স্থায়ীত্ব ছিল মাত্র ৫৪.২ ওভার! তার চেয়েও পাকিস্তানের জন্য বেশি হতাশার ব্যাপার হলো, দুই দলের প্রথম ইনিংস মিলিয়ে মোট ১৯৫.৫ ওভার দেখেছে ম্যাচটা, অথচ প্রথম ইনিংসে পাকিস্তানের রানই তত হলো না! ১৯৪ রানে অলআউট হয়ে গেছেন বাবর-রিজওয়ানরা। দক্ষিণ আফ্রিকার রানের তিন ভাগের এক ভাগও নয়! ৪২১ রানের লিড পাওয়া দক্ষিণ আফ্রিকা স্বাভাবিকভাবেই পাকিস্তানকে ফলো অন করিয়েছে!
গতকাল যে দুজন দিন শেষে ব্যাটিং করছিলেন পাকিস্তানের হয়ে, সেই দুজন – বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানই যা কিছু রান পেয়েছেন। সায়েম আইয়ুব প্রথম দিনেই অ্যাঙ্কেলে চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন, তাঁর জায়গায় গতকাল ওপেনিংয়ে নামা বাবর দিন শেষ করেছিলেন ৩১ রান নিয়ে, তিন উইকেট যাওয়ার পর ক্রিজে নামা রিজওয়ানের দিন শেষে রান ছিল ৯।
আজ বাবর আগের দিনের সঙ্গে আর যোগ করতে পেরেছেন ২৭ রান, রিজওয়ান ৩৭ রান। কিন্তু দুজনই আউট হয়েছেন বাজে শট খেলে, তার চেয়েও বড় কথা, দলকে একেবারে বিপদে ফেলে দিয়ে। ১৮ বছর বয়সী মাফাকাকে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট উপহার দিয়ে বাবর আউট হয়েছেন লেগ গ্লান্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। এতটুকু নিশ্চিত বলা যায়, দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষেকের নতুন রেকর্ড গড়া মাফাকা এর চেয়ে ভালো বল এই ইনিংসেও আরও করেছেন, ক্যারিয়ারেও এর চেয়ে ভালো অনেক বলে আরও উইকেট পাবেন।
বাবর তবু গ্লান্স করার চেষ্টায় আউট হয়েছেন, রিজওয়ান কী করতে চেয়েছিলেন তা তিনিও জানেন কি না সন্দেহ! দলকে ১১৮ রানে রেখে বাবরের বিদায়ের পর সালমান আলী আগাকে সঙ্গে নিয়ে ওভার পাঁচেক কিছুটা গুছিয়েই খেলছিলেন রিজওয়ান। গুছিয়ে খেলা বলতে, আর বিপদ হতে দেননি আর কী! দলের রানও ১৫০-র কাছাকাছি চলে গিয়েছিল। রিজওয়ান চলে গিয়েছিলেন ব্যক্তিগত ফিফটি থেকে একটা চারের দূরত্বে। এরপর…চোখ কচলে দেখেও বিশ্বাস হতে না চাওয়ার মতো এক শট খেলতে গেলেন পাকিস্তান উইকেটকিপার-ব্যাটসম্যান!
মুল্ডারের বলে এগিয়ে গিয়ে যেভাবে মিডউইকেটে আছড়ে ফেলতে চাওয়ার মতো শট খেললেন রিজওয়ান, দেখে ভ্রম হচ্ছিল, পাকিস্তান কি একটা টেস্টে ৪৭১ রানে পিছিয়ে, নাকি কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টিতে ১ বলে ৬ রান দরকার তাঁদের! গ্রামেগঞ্জে সন্ধ্যা বেলায় শেষ মুহূর্তে চোখ বন্ধ করে ছক্কা মারতে চাওয়ার ঢঙের সেই শটে রিজওয়ান বল আর ব্যাটে এক করতে পারলেন না, স্টাম্প হলো ছত্রখান! আউট হওয়ার পরের ছবিটা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, স্কোরকার্ডের সঙ্গে মিলিয়ে সেই ছবিটা দেখলে রিজওয়ানের নিজেরও উত্তর খোঁজার কথা।
বাবর-রিজওয়ানের পর সালমান, আমের, খুররম, হামজারা দুই অঙ্কে গেলেও ২০ পর্যন্ত আর কারও যাওয়া হয়নি। লাঞ্চের আগেই ৬ উইকেট হারিয়ে কোনোরকমে দেড় শ পেরোনো পাকিস্তানের আর দুই শ পেরোনো হবে কীভাবে!