সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
Independent Television
 

সকালে অসহায় পাকিস্তান বিকালেই দাপুটে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

পাকিস্তানের প্রথম ইনিংসের পর প্রশ্নটা জেগেছিল পিচ নিয়ে – পিচ একই আছে তো? না হলে যে পিচে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৬১৫ রান করেছিল, সে পিচে পাকিস্তান ১৯৪ রানেই কীভাবে অলআউট হয়!

সেটা ছিল কেপটাউন টেস্টে আজ তৃতীয় দিনে দ্বিতীয় সেশনের প্রথম ভাগের কথা।

কিন্তু ফলো অনে পড়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৯ ওভার দেখে যখন দ্বিতীয় দিনের খেলা শেষ হলো, তখন প্রশ্নটা পাল্টে হয়ে গেল – পাকিস্তান দলটা একই আছে তো?

প্রশ্ন জাগবে না-ইবা কেন! যে পাকিস্তান আজ দিনের প্রথম ভাগে ছিল একেবারে অসহায়, প্রথম ইনিংসে ৪২১ রান পিছিয়ে পড়েছিল, সেই পাকিস্তানই যে দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্যরকম দাপুটে! ওপেনিং জুটিতেই প্রথম ইনিংসের মোট রানের চেয়ে ১১ রান বেশি তুলে ফেলল – যা দক্ষিণ আফ্রিকার মাটিতে পাকিস্তানের রেকর্ড ওপেনিং জুটি। দিনের শেষ বেলায় বাবর আজম আউট না হলে ১০ উইকেট অক্ষত রেখেই কাল চতুর্থ দিনে নামতে পারত।

হাতে উইকেট একটা কম নিয়ে নামলেও কাল চতুর্থ দিনে নামার আগে পাকিস্তান আজকের দিনের দ্বিতীয় ভাগে তাকিয়ে গর্ব না করে পারে না! এক ইনিংস দেরি হয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে যে যথাযথ পাল্টা জবাব দেওয়ার পথে অনেকটা এগিয়ে গেছে তারা! দিন শেষ করেছে ১ উইকেটে ২১৩ রান নিয়ে। বাবর ৮১ রান করে আউট হয়ে গেলেও ওপেনিংয়ে তাঁর সঙ্গী অধিনায়ক শান মাসুদ অপরাজিত ১০২ রান করে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম ইনিংস শেষের ব্যবধানটাকেও অর্ধেকের বেশি কমিয়ে ফেলেছে তারা, দক্ষিণ আফ্রিকার লিড এখন ২০৮ রানের।

দক্ষিণ আফ্রিকা কি পাকিস্তানকে ফলো-অন না করিয়ে নিজেরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা উচিত ছিল? প্রশ্নটা এখন উঠছে বটে, যদিও সেটিকে পাকিস্তানের ইনিংসের গতিপথ দেখার পরের হঠাৎ জেগে ওঠা প্রশ্ন বলে ধরে নেওয়াই সম্ভবত যুক্তিসঙ্গত। ঘটনা ঘটার পর তো অনেক বিশ্লেষণই করা যায়! তবে যাঁরা প্রশ্নটা করছেন, তাঁদের মনে প্রশ্নটা সম্ভবত জাগছে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার বোলিং দেখে।

কাগিসো রাবাদা যা কিছুটা ভালো বোলিং করেছেন বলা যায়, বাকি পেসারদের যেন ক্লান্তি পেয়ে বসেছে। অনেক বেশিই মারের মতো বল দিয়েছেন, লেংথেও নিয়ন্ত্রণ ছিল না। স্পিনার কেশব মহারাজ রান কম দিলেও ভয়ংকর হয়ে ওঠার মতো ঘূর্ণি পিচ থেকে আদায় করে নিতে ব্যর্থ। বাবর-মাসুদ সেটার সুবিধা নিয়েছেন দুহাতে। ইনিংসজুড়ে ওভারপ্রতি ৪-এর ওপরে রান নিয়েছেন দুজন।

লাঞ্চের কিছুক্ষণ পর পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছিল, ইনিংস বিরতিতে গেছে মিনিট দশেক। এরপর দ্বিতীয় ইনিংসে নামা পাকিস্তান চা বিরতির আগে ১৭ ওভারেই তুলে ফেলে ৮১ রান। দলীয় ১০০ রান হয়ে যায় ইনিংসের ২২তম ওভারেই, ১৫০ হলো ৩৫তম ওভারে, ৪৫ ওভারে ২০০…যেন এ শতকের শুরুর সময়ের কোনো ওয়ানডে ম্যাচ!

দলের রান ১০০ পেরোনোর কিছুক্ষণ পর শান মাসুদ ফিফটিতে পৌঁছান ৭০ বলে (৮ চারে), এর কিছুক্ষণ পর বাবর (৭৩ বলে ৬ চারে)। দিনের যখন আর ওভার কয়েক বাকি, তখন তো মনে হচ্ছিল, দুজনই সেঞ্চুরি পেয়ে যাবেন। মাসুদ তা করে ফেলেছেন ৪৫তম ওভারের শেষ বলে। মার্কো ইয়ানসেনকে চার মেরে দলের ২০০ আর নিজের ১০০ (১৫৯ বলে ১৪ চারে) পূরণ করেন।

কিন্তু ইয়ানসেনের এর পরের ওভারেই ড্রাইভ করতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর। আজই প্রথম ইনিংসে ফিফটি পাওয়া বাবর দিনে দ্বিতীয় ফিফটি নিয়ে আউট ৮১ রানে (১২৪ বলে ১০ চারে)।

দিন শেষে ক্রিজে মাসুদের সঙ্গী ছিলেন খুররম শেহজাদ (৮*)।

পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিয়েছেন, ২০২৫ আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাচ্ছেন না তাঁরা। গতকাল বাছাইপর্ব শেষ হয়েছে ওয়ানডে...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ইনিংসের ১০ম ওভারের দ্বিতীয় দফা বোলিংয়ে এসে আব্বাস আফ্রিদির উইকেট শিকার করেন রিশাদ। বাংলাদেশি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে পয়েন্ট অঞ্চলে ক্যাচ দেন আব্বাস (১)। ওই ওভারে রিশাদ দেন ৩ রান। তাতে দুই...
পিএসএলে সাহিবজাদার এটি প্রথম সেঞ্চুরি হলেও গত এক মাসে টি-টোয়েন্টিতে চারবার তিন অঙ্ক ছুঁলেন ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যান। তাতেই রেকর্ডে উঠেছে সাহিবজাদার নাম। স্বীকৃত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এক...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তি উপেক্ষা করেই ইরানে হামলার পরিকল্পনায় অনড় ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রাম্প সমর্থন না দিলেও, আগামী কয়েক মাসের মধ্যে সীমিত পরিসরে হামলার...
ঢাকা-চট্টগ্রামসহ দেশের ১৪ জেলায় সকালেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর বেশি হতে পারে। আজ সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের...
আগামী বছরের বই ছাপানোর দরপত্র শুরু হচ্ছে চলতি মাসেই। নভেম্বরের মধ্যেই বই ছাপানো শেষ করার লক্ষ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)। সেই সঙ্গে দরপত্র প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনা...
আফ্রিকায় যুক্তরাষ্ট্রের কার্যক্রম গুটিয়ে নেওয়া এবং বেশিরভাগ দূতাবাস ও কনস্যুলেট বন্ধের কথা বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক খসড়া নির্বাহী আদেশে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.