সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
Independent Television
 

পাকিস্তান জেতার তো কথাই ছিল না, আরও বড় হার এড়ানোই তাদের প্রাপ্তি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১১:২৮ পিএম

দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে নামানো গেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দারুণ পাল্টা লড়াইয়ে নিজেরা ৪৭৮ রান করেছে, দক্ষিণ আফ্রিকার বোলারদের ১২২ ওভারেরও বেশি খাটিয়েছে।

এই তো, কেপটাউন টেস্টে পাকিস্তানের প্রাপ্তি এতটুকুই। শেষ পর্যন্ত আজ চতুর্থ দিনের শেষ বিকেলে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামাতে পারলেও পাকিস্তান লক্ষ্য দিতে পেরেছে মাত্র ৫৮ রানে, তা মাত্র ৪৩ বলেই ১০ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে প্রোটিয়ারা।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের পাহাড়ের জবাবে পাকিস্তান যখন ১৯৪ রানের ‘উইয়ের ঢিবি’ গড়েই শেষ, কেপটাউন টেস্টের সম্ভাব্য ফল থেকে ‘পাকিস্তানের জয়’ তো মুছে গেছে তখনই। দেখার ছিল, ফলো অনে পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে কিছু করতে পারে কি না, ইনিংস ব্যবধানে হার এড়াতে পারে কি না।

সেটা এড়িয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে শান মাসুদ আর বাবর আজমের ২০৫ রানের উদ্বোধনী জুটিতে গতকাল তৃতীয় দিনেই দারুণ পাল্টা জবাব দেওয়ার কাজ অর্ধেকটা সেরে ফেলেছিল।

বাবর তো গতকাল শেষ বিকেলেই আউট হয়ে গিয়েছিলেন, ১০২ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করেছিলেন শান মাসুদ। লাঞ্চের আগে-পরে আরও তিন ব্যাটসম্যানের বিদায় দেখা পাকিস্তান অধিনায়ক আজ দ্বিতীয় সেশনের মাঝামাঝিতেই আউট হয়ে গেছেন, শেষ পর্যন্ত এই টেস্টেই অভিষিক্ত মাফাকার ক্যারিয়ারের তৃতীয় উইকেট হয়ে বিদায় নিয়েছেন ১৪৫ রান করে। তবে এরপর ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগার জুটি দক্ষিণ আফ্রিকাকে ভুগিয়েছে বেশ।

কিন্তু চা বিরতির পরের সপ্তম ওভারে রিজওয়ান আউট হয়ে গেলেন ৪১ রান করে, এর ওভার সাতেকের মধ্যে সালমানও বিদায় নিলেন ৪৮ রান করে, পাকিস্তানের বড় হারের সম্ভাবনা আবার জোরাল হলো তাতে। আমের জামালের ৩৪ রানের ইনিংসটা পাকিস্তানকে ৪৮০-র কাছে নিয়ে গেছে। কিন্তু নবম ব্যাটসম্যান হিসেবে জামাল আউট হওয়ার পর স্কোরবোর্ডে রান ৪৭৮-এ রেখেই চার বল পর অলআউট পাকিস্তান। প্রথম দিনেই চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে যাওয়া সায়েম আইয়ুব না থাকায় দশ ব্যাটসম্যান নিয়েও যে এই লড়াই করেছে পাকিস্তান, সেটাও কম কীসে!  

তবে দক্ষিণ আফ্রিকার জন্য যে লক্ষ্য দাঁড় করাতে পেরেছে তারা শেষ পর্যন্ত, সেটা নেহাতই কম! মাত্র ৫৮ রানের। পাকিস্তানের ইনিংসের প্রায় পুরোটাই মাঠের বাইরে কাটানোয় প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান রায়ান রিকেলটন ওপেনিংয়ে নামার সুযোগ ছিল না। তবে তাঁর বদলে ওপেনিংয়ে সুযোগ পাওয়া ডেভিড বেডিংহ্যাম এমন কম লক্ষ্যে আর রিকেলটনের অভাব বোধ করার সুযোগই দিলেন না।

আজ চতুর্থ দিনের মধ্যেই সব হিসেবনিকেশ চুকিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ বেডিংহ্যাম (৩০ বলে ৪৭) আর এইডেন মার্করামের (১৩ বলে ১৪) দুই ১০০ ছাড়ানো স্ট্রাইকরেটের ইনিংস পাকিস্তানকে কোনো উইকেট উদ্‌যাপনেরও সুযোগ দিল না।

   

পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিয়েছেন, ২০২৫ আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাচ্ছেন না তাঁরা। গতকাল বাছাইপর্ব শেষ হয়েছে ওয়ানডে...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ইনিংসের ১০ম ওভারের দ্বিতীয় দফা বোলিংয়ে এসে আব্বাস আফ্রিদির উইকেট শিকার করেন রিশাদ। বাংলাদেশি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে পয়েন্ট অঞ্চলে ক্যাচ দেন আব্বাস (১)। ওই ওভারে রিশাদ দেন ৩ রান। তাতে দুই...
পিএসএলে সাহিবজাদার এটি প্রথম সেঞ্চুরি হলেও গত এক মাসে টি-টোয়েন্টিতে চারবার তিন অঙ্ক ছুঁলেন ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যান। তাতেই রেকর্ডে উঠেছে সাহিবজাদার নাম। স্বীকৃত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এক...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তি উপেক্ষা করেই ইরানে হামলার পরিকল্পনায় অনড় ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রাম্প সমর্থন না দিলেও, আগামী কয়েক মাসের মধ্যে সীমিত পরিসরে হামলার...
ঢাকা-চট্টগ্রামসহ দেশের ১৪ জেলায় সকালেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর বেশি হতে পারে। আজ সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের...
আগামী বছরের বই ছাপানোর দরপত্র শুরু হচ্ছে চলতি মাসেই। নভেম্বরের মধ্যেই বই ছাপানো শেষ করার লক্ষ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)। সেই সঙ্গে দরপত্র প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনা...
আফ্রিকায় যুক্তরাষ্ট্রের কার্যক্রম গুটিয়ে নেওয়া এবং বেশিরভাগ দূতাবাস ও কনস্যুলেট বন্ধের কথা বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক খসড়া নির্বাহী আদেশে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.