দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে নামানো গেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দারুণ পাল্টা লড়াইয়ে নিজেরা ৪৭৮ রান করেছে, দক্ষিণ আফ্রিকার বোলারদের ১২২ ওভারেরও বেশি খাটিয়েছে।
এই তো, কেপটাউন টেস্টে পাকিস্তানের প্রাপ্তি এতটুকুই। শেষ পর্যন্ত আজ চতুর্থ দিনের শেষ বিকেলে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামাতে পারলেও পাকিস্তান লক্ষ্য দিতে পেরেছে মাত্র ৫৮ রানে, তা মাত্র ৪৩ বলেই ১০ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের পাহাড়ের জবাবে পাকিস্তান যখন ১৯৪ রানের ‘উইয়ের ঢিবি’ গড়েই শেষ, কেপটাউন টেস্টের সম্ভাব্য ফল থেকে ‘পাকিস্তানের জয়’ তো মুছে গেছে তখনই। দেখার ছিল, ফলো অনে পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে কিছু করতে পারে কি না, ইনিংস ব্যবধানে হার এড়াতে পারে কি না।
সেটা এড়িয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে শান মাসুদ আর বাবর আজমের ২০৫ রানের উদ্বোধনী জুটিতে গতকাল তৃতীয় দিনেই দারুণ পাল্টা জবাব দেওয়ার কাজ অর্ধেকটা সেরে ফেলেছিল।
বাবর তো গতকাল শেষ বিকেলেই আউট হয়ে গিয়েছিলেন, ১০২ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করেছিলেন শান মাসুদ। লাঞ্চের আগে-পরে আরও তিন ব্যাটসম্যানের বিদায় দেখা পাকিস্তান অধিনায়ক আজ দ্বিতীয় সেশনের মাঝামাঝিতেই আউট হয়ে গেছেন, শেষ পর্যন্ত এই টেস্টেই অভিষিক্ত মাফাকার ক্যারিয়ারের তৃতীয় উইকেট হয়ে বিদায় নিয়েছেন ১৪৫ রান করে। তবে এরপর ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগার জুটি দক্ষিণ আফ্রিকাকে ভুগিয়েছে বেশ।
কিন্তু চা বিরতির পরের সপ্তম ওভারে রিজওয়ান আউট হয়ে গেলেন ৪১ রান করে, এর ওভার সাতেকের মধ্যে সালমানও বিদায় নিলেন ৪৮ রান করে, পাকিস্তানের বড় হারের সম্ভাবনা আবার জোরাল হলো তাতে। আমের জামালের ৩৪ রানের ইনিংসটা পাকিস্তানকে ৪৮০-র কাছে নিয়ে গেছে। কিন্তু নবম ব্যাটসম্যান হিসেবে জামাল আউট হওয়ার পর স্কোরবোর্ডে রান ৪৭৮-এ রেখেই চার বল পর অলআউট পাকিস্তান। প্রথম দিনেই চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে যাওয়া সায়েম আইয়ুব না থাকায় দশ ব্যাটসম্যান নিয়েও যে এই লড়াই করেছে পাকিস্তান, সেটাও কম কীসে!
তবে দক্ষিণ আফ্রিকার জন্য যে লক্ষ্য দাঁড় করাতে পেরেছে তারা শেষ পর্যন্ত, সেটা নেহাতই কম! মাত্র ৫৮ রানের। পাকিস্তানের ইনিংসের প্রায় পুরোটাই মাঠের বাইরে কাটানোয় প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান রায়ান রিকেলটন ওপেনিংয়ে নামার সুযোগ ছিল না। তবে তাঁর বদলে ওপেনিংয়ে সুযোগ পাওয়া ডেভিড বেডিংহ্যাম এমন কম লক্ষ্যে আর রিকেলটনের অভাব বোধ করার সুযোগই দিলেন না।
আজ চতুর্থ দিনের মধ্যেই সব হিসেবনিকেশ চুকিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ বেডিংহ্যাম (৩০ বলে ৪৭) আর এইডেন মার্করামের (১৩ বলে ১৪) দুই ১০০ ছাড়ানো স্ট্রাইকরেটের ইনিংস পাকিস্তানকে কোনো উইকেট উদ্যাপনেরও সুযোগ দিল না।