ইনিংসে ৪০০ রান করতে চাও? আয়ারল্যান্ডের মেয়েদের ম্যাচকে পাখির চোখ করো!
মেয়েদের ওয়ানডেতে চাইলে এটাকে অলিখিত নিয়মই বানিয়ে ফেলা যায়। আজকের আগে মেয়েদের ওয়ানডেতে ৪০০ পেরোনো ইনিংস দেখা গিয়েছিল পাঁচটি, এর মধ্যে নিউজিল্যান্ডই করেছিল ৪ বার, অন্যটি অস্ট্রেলিয়ার মেয়েদের কীর্তি। এই পাঁচ ইনিংসে তিনবারই বোলিং করা দলের নাম ছিল আয়ারল্যান্ড, তাদের তিনবারই ভুগিয়েছিল নিউজিল্যান্ড। বাকি দুই ইনিংসে ভুগতে হওয়া দল দুটির নাম পাকিস্তান আর ডেনমার্ক – নিউজিল্যান্ডের কাছে ভুগেছিল পাকিস্তান, ডেনমার্ককে পেয়ে ৪০০+ ইনিংসের রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া।
আরও একটা মজার ব্যাপার, ইনিংস পাঁচটিও হয়েছিল ২১ বছর আগে-পরের দুই ভিন্ন পঞ্জিকাবর্ষে – ১৯৯৭ সালে জানুয়ারিতে নিউজিল্যান্ড প্রথমবার করেছিল ৪০০ পেরোনোর কীর্তি – পাকিস্তানের বিপক্ষে, ডিসেম্বরে ডেনার্কের বিপক্ষে ৪০০ পেরোনো স্কোর অস্ট্রেলিয়ার। এরপ ২০১৮ সালের জুনে একই সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে ৪০০+ ইনিংস গড়েছিল নিউজিল্যান্ড।
আয়ারল্যান্ডের ছয় বছরের পুরোনো সেই ক্ষতে আজ আবার খোঁচা দিয়েছে ভারত। রাজকোটে আজ মেয়েদের ওয়ানডেতে ষষ্ঠ ও নিজেদের ইতিহাসে প্রথমবার ইনিংসে ৪০০ রানের মাইলফলক পেরিয়ে গেলেন ভারতের মেয়েরা। আগের দুই ম্যাচেই জিতে সিরিজ নিশ্চিত করে ফেলা ভারত আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে ৫০ ওভারে তুলেছে ৫ উইকেটে ৪৩৫ রান।
মেয়েদের ওয়ানডেতে এর চেয়ে বড় স্কোর আছে তিনটি, তিনটিই নিউজিল্যান্ডের। সর্বোচ্চ ইনিংসটি ৪৯১ রানের, যা আয়ারল্যান্ডের বিপক্ষেই ২০১৮ সালের জুনে সিরিজের প্রথম ম্যাচে করেছিল নিউজিল্যান্ড।
রাজকোটে আজ ভারতের এমন দাপটের কারণ দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও প্রাতিকা রাওয়াল। দুজনই সেঞ্চুরি করেছেন, তুলনামূলক বেশি আগ্রাসী মান্ধানা ৮০ বলে ১২ চার ৭ ছক্কায় ১৩৫ রান করে ২৭তম ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগেই উদ্বোধনী জুটিতে ২৩৩ রান তুলে ফেলে ভারত। প্রাতিকা শেষ পর্যন্ত ১২৯ বলে ২০ চার ১ ছক্কায় ১৫৪ রান করেছেন, আউট হয়েছেন ৪৪তম ওভারে। ততক্ষণেই ভারত ৪০০ ছোঁয়ার ১৩ রান দূরত্বে। তিনে নামা রিচা ঘোষ ৪২ বলে ১০ চার ১ ছক্কায় করেছেন ৫৯ রান।