২০২০ অনূর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী দলের ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল মাত্র ২১ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে এই খবর।
২০২৪ সালের মার্চের পর থেকেই ঘরোয়া ক্রিকেটে নেই নাবিল। ২০২৩ বিপিএল খেললেও সর্বশেষ বিপিএলে দেখা যায়নি এই ওপেনারকে। অবসর নেওয়ার পেছনে এই তরুণ ক্রিকেটার ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন। ডেইলি সান দাবি করছে, শারীরিক সমস্যা বিশেষ করে হাঁপানি ও ডাস্ট অ্যালার্জিই এত দ্রুত অবসর নেওয়ার কারণ।
নাবিল নিজেও সংবাদমাধ্যমের কাছে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। বলেছেন, স্থানীয় ও আন্তর্জাতিক চিকিৎসকেরা শ্বাসপ্রশ্বাসের এই সমস্যা থেকে নিরাপদ থাকতে ক্রিকেট ক্যারিয়ারে যবনিকা টানতে বলেছেন। বিসিবিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন নাবিল।
২০২০ বিশ্বকাপে কোনো ম্যাচ না খেললেও মিডিয়ায় তাঁর সপ্রতিভ কথা নজর কেড়েছিল। পরের বিশ্বকাপেও বাংলাদেশ দলে ছিলেন নাবিল।
শারীরিক অসুস্থতার কারণেই পেশাদার ক্যারিয়ার মাত্র ৩৫ ম্যাচে থেমে গেছে নাবিলের। প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে ৯৩৮ রান করা নাবিল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত।