আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। আগামীকাল থেকেই মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচ।
১৪-১৭ ফেব্রুয়ারি মোট চারটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ১৭ ফেব্রুয়ারি হতে যাওয়া সেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস।
চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয়া মাত্র ৪টি দল প্রস্তুতি ম্যাচ খেলছে। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কোনো প্রস্তুতি ম্যাচ থাকছে না।
বাংলাদেশের পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলতে দেখা যাবে আফগানিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে। পাকিস্তান শাহিনস (মূলত পাকিস্তানের ‘এ’ দল) ৪ দিনে মোট ৩টি ম্যাচ খেলবে। যেখানে ১৭ ফেব্রুয়ারি একই সময়ে দুই মাঠে পাকিস্তান শাহিনসের দুইটি দল খেলতে দেখা যাবে।
তিনটি প্রস্তুতি ম্যাচের জন্য পাকিস্তান শাহিনসের তিনটি স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শাহিনসের নেতৃত্ব দিবেন কদিন আগে দুর্বার রাজশাহীর হয়ে খেলা যাওয়া মোহাম্মদ হারিস। আগামীকাল লাহোরে শাদাব খানের নেতৃত্বে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান।
বাংলাদেশ দল আজ দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়নস ট্রফি খেলার জন্য দেশ ছাড়বে।
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচের সূচি:
১৪ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস বনাম আফগানিস্তান, লাহোর
১৬ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, করাচি
১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি
১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ, দুবাই
(*সব ম্যাচ দিবারাত্রীর)
তিন ম্যাচের জন্য পাকিস্তান শাহিনস স্কোয়াডঃ
আফগানিস্তানের বিপক্ষে –
শাদাব খান (অধিনায়ক), আবদুল ফাসিহ, আরাফাত মিনহাস, হুসেন তালাত, জাহান্দাদ খান, কাশিফ আলী, মহসিন রিয়াজ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির খান, মুহাম্মদ আখলাক, মুহাম্মদ ইমরান রনধাওয়া এবং মুহাম্মদ ইরফান খান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে-
মোহাম্মদ হুরায়রা (অধিনায়ক), আমাদ বাট, ফয়সাল আকরাম, হাসান নওয়াজ, ইমাম-উল হক, খুররম শাহজাদ, মাজ সাদাকাত, মেহরান মুমতাজ, মুহাম্মদ গাজী ঘোরি, নিয়াজ খান, কাসিম আকরাম এবং সাদ খান
বাংলাদেশের বিপক্ষে-
মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমির জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, মুসা খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মোকিম এবং উসামা মীর