সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
Independent Television
 

পাকিস্তানের কোন শাহিনসকে পাবে বাংলাদেশ?

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। আগামীকাল থেকেই মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচ।

১৪-১৭ ফেব্রুয়ারি মোট চারটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ১৭ ফেব্রুয়ারি হতে যাওয়া সেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস।

চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয়া মাত্র ৪টি দল প্রস্তুতি ম্যাচ খেলছে। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কোনো প্রস্তুতি ম্যাচ থাকছে না।

বাংলাদেশের পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলতে দেখা যাবে আফগানিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে। পাকিস্তান শাহিনস (মূলত পাকিস্তানের ‘এ’ দল) ৪ দিনে মোট ৩টি ম্যাচ খেলবে। যেখানে ১৭ ফেব্রুয়ারি একই সময়ে দুই মাঠে পাকিস্তান শাহিনসের দুইটি দল খেলতে দেখা যাবে।

তিনটি প্রস্তুতি ম্যাচের জন্য পাকিস্তান শাহিনসের তিনটি স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শাহিনসের নেতৃত্ব দিবেন কদিন আগে দুর্বার রাজশাহীর হয়ে খেলা যাওয়া মোহাম্মদ হারিস। আগামীকাল লাহোরে শাদাব খানের নেতৃত্বে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান। 

বাংলাদেশ দল আজ দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়নস ট্রফি খেলার জন্য দেশ ছাড়বে।

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচের সূচি: 

১৪ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস  বনাম আফগানিস্তান, লাহোর

১৬ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, করাচি

১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি

১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ, দুবাই 

(*সব ম্যাচ দিবারাত্রীর)

তিন ম্যাচের জন্য পাকিস্তান শাহিনস স্কোয়াডঃ

আফগানিস্তানের বিপক্ষে –

শাদাব খান (অধিনায়ক), আবদুল ফাসিহ, আরাফাত মিনহাস, হুসেন তালাত, জাহান্দাদ খান, কাশিফ আলী, মহসিন রিয়াজ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির খান, মুহাম্মদ আখলাক, মুহাম্মদ ইমরান রনধাওয়া এবং মুহাম্মদ ইরফান খান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে-

মোহাম্মদ হুরায়রা (অধিনায়ক), আমাদ বাট, ফয়সাল আকরাম, হাসান নওয়াজ, ইমাম-উল হক, খুররম শাহজাদ, মাজ সাদাকাত, মেহরান মুমতাজ, মুহাম্মদ গাজী ঘোরি, নিয়াজ খান, কাসিম আকরাম এবং সাদ খান

বাংলাদেশের বিপক্ষে-

মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমির জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, মুসা খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মোকিম এবং উসামা মীর

ইংল্যান্ডে প্রথম পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর চ্যাম্পিয়নস ট্রফির আগেই নিষেধাজ্ঞা কাটাতে চেয়েছিলেন সাকিব। সেক্ষেত্রে দ্বিতীয় পরীক্ষায় নামার আগে দীর্ঘদিনের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে এক সপ্তাহ...
চ্যাম্পিয়নস ট্রফি জয়ের আনন্দে ৫৮ কোটি রুপি (প্রায় ৮১ কোটি ৫৮ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  মজার ব্যাপার, এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে সবগুলো ম্যাচ জেতায় ২৪ লাখ ৬৭...
যেকোনো পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে বাধা নেই সাকিব আল হাসানের। এর আগে দুবার পরীক্ষা দিয়ে পাশ না করা সাকিব তৃতীয়বারে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেয়েছেন। গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে...
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের ব্যাটে ১০০ অহরহই দেখা যায়। লিস্ট ‘এ’তে সৌম্য ২০০ রানও করেছেন। চারদিনের ক্রিকেটে ৩০০ রানও পেয়েছেন দুজন। কিন্তু ৪০০ রানের ইনিংসের দেখা আজকের আগে কোনো ধরনের...
চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার দুপুরের বড়স্টেশন কয়লাঘাট এলাকায় গোসলে নেমে নিরব কাজী নামের (৯) তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ হয়। সে ওই এলাকার...
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরে দেশটির সঙ্গে কোনো চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তোহিদ হোসেন। তিনি জানান, এই সফরে দেশটির সাথে কয়েকটি সমঝোতা স্মারকে সই...
খাবার হজমের পর, সেই খাবারকে শরীরের কোষের জন্য প্রস্তুত করা, খাবারের বাড়তি অংশ শরীরের প্রয়োজনে ব্যবহারের জন্য জমা রাখতে লিভারের ভূমিকা অনেক বেশি। লিভারে চর্বি জমার ফলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.