বাবর আজম না বিরাট কোহলি, কে এগিয়ে - এ নিয়ে বিতর্ক ভারত ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রায়ই দেখা যায়। তবে এবার ওয়ানডেতে একটি রেকর্ডে ভারতের বিরাট কোহলিকে ছাড়িয়ে শীর্ষে চলে গেছেন পাকিস্তানের বাবর আজম। ওয়ানডে ক্রিকেটে যৌথভাবে দ্রুততম ৬০০০ রানের রেকর্ডের মালিক বনে গেছেন বাবর।
আজ করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ২৯ রানের ইনিংস খেলার পথে ওয়ানডেতে ৬ হাজার রানের ক্লাবে পৌঁছে গেছেন বাবর। মাইলফলকটা থেকে ১০ রান দূরে থেকে ম্যাচটা খেলতে নেমেছিলেন বাবর।
দ্রুততম ৬০০০ রানের রেকর্ডবুকে নিজের নাম লেখানোর পথে বাবর খেলেছেন ১২৩টি ইনিংস। এখন পর্যন্ত এই রেকর্ড গড়ার পথে বাবরের ব্যাট থেকে এসেছে ৩৪টি ফিফটি ও ১৯টি সেঞ্চুরি। সাউথ আফ্রিকার হাশিম আমলাও বাবরের সমান সংখ্যক ১২৩টি ইনিংস খেলেছিলেন।
ওয়ানডেতে দ্রুততম ৬ হাজার রানের ক্লাবে বিরাট কোহলি আছেন দ্বিতীয় স্থানে। এই মাইলফলক ছুঁতে কোহলি খেলেছেন ১৩৬টি ইনিংস। তৃতীয় স্থানে যৌথভাবে আছেন কেইন উইলিয়ামসন ও ডেভিড ওয়ার্নার। এ দুজনেরই লেগেছিল ১৩৯টি ইনিংস।
বাবর আজমের এই মাইলফলক পৌঁছানোর দিনে পাকিস্তানের ব্যাটসম্যানরা দর্শকদের হতাশ করেছেন। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কিউইদের সামনে মাত্র ২৪৩ রানের লক্ষ্য দিতে পেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল। পাকিস্তানের মিডল অর্ডারে অধিনায়ক রিজওয়ান করেছেন ৪৬ রান, সালমান আঘা করেছেন ৪৫ আর তৈয়ব তাহির করেছেন ৩৮ রান।