সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
Independent Television
 

বলছেন শোয়েব আখতার

নেপালের বিপক্ষে শেষ সেঞ্চুরি করা বাবর শুরু থেকেই প্রতারক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২০ পিএম

সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমকে প্রতারক বলেছেন। এটাও বলেছেন, ক্যারিয়ারের শুরু থেকেই প্রতারণা করে যাচ্ছেন বাবর।

২০২৩ সালে এশিয়া কাপে নেপালের বিপক্ষে সেঞ্চুরির পর থেকেই ওয়ানডেতে তিন অঙ্কের দেখা নেই বাবর আজমের। ২৩ ইনিংসে ৭টি ফিফটি করলেও গড় মাত্র ৩৭, আর স্ট্রাইকরেট ৮০-এর নিচে (৭৮.৬৮)।  পঞ্চাশোর্ধ মাত্র এক ইনিংসে স্ট্রাইকরেট ১০০-এর বেশি বাবরের। বাকি আর মাত্র দুই ইনিংসেই বলের চেয়ে রান বেশি ছিল।

শক্তিশালী প্রতিপক্ষ ও বড় উপলক্ষ্যে বারবার ব্যর্থ হলেও সমর্থকেরা বাবরকে বরাবরই বিরাট কোহলির সঙ্গে তুলনা করতে পছন্দ করেন। এমনকি অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটারও বাবরের রানবন্যা দেখে আবেগি হয়ে কোহলির চেয়েও মাঝে মাঝে এগিয়ে রাখতেন বাবরকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ৩২০ রান ছাড়ানো লক্ষ্যে নেমে বাবরের ৯০ বলে ৬৪ রান পাকিস্তানকে উলটো ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। ভারতের বিপক্ষে ভালো পারফরম্যান্সে সে সমালোচনা ভুলিয়ে দিতে পারতেন। কিন্তু গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে ফর্মে না থাকা কোহলি সেঞ্চুরি করেছেন, ওদিকে বাবর আউট হয়েছেন ২৩ রানে।

টিভি শো গেম অন হে-তে এসে বাবরকে ধুয়ে দিয়েছেন শোয়েব আখতার। সাবেক ফাস্ট বোলার বলেছেন, ‘আমরা সবসময় বাবর আজমকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করি। এখন আমাকে বলুন তো বিরাট কোহলির আদর্শ কে? শচীন টেন্ডুলকার। আর তিনি ১০০ সেঞ্চুরি করেছে এবং বিরাট সে পথ অনুসরণ করছে।’

তারপরই খোঁচা দিয়েছেন বাবরকে, ‘বাবর আজমের আদর্শ কে? টুকটুক (কারও নাম বলেননি)।’ নাম না বললেও কারও বুঝতে বাকি নেই কার কথা বলছেন শোয়েব। বিশ্ব ক্রিকেটেই টুকটুক নামে পরিচিত একজন, মিসবাহ-উল-হক। সাদা বলেও অতিরিক্ত রক্ষণাত্মক মানসিকতার জন্য টুকটুক (রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার সময় ব্যাটে বল লাগার শব্দ) নামে পরিচিত ছিলেন মিসবাহ। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে রান করার জন্য বাবরের অতিরিক্ত রক্ষণাত্মক খেলাও সমালোচিত হচ্ছে বহুদিন ধরে।

শোয়েবের দাবি দলের জন্য না খেলে শুধু রান বাড়িয়ে নিজেকে সেরা দেখানোর চেষ্টা করছেন বাবর, ‘ভুল লোককে আদর্শ মানছে ওরা। চিন্তাতেই ভুল ওদের। শুরু থেকেই প্রতারক ছিলে তুমি। আমি পাকিস্তান ক্রিকেট দল নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমাকে টাকা দেওয়া হচ্ছে বলেই বলছি। এটা সময়ের অপচয়। ২০০১ সাল থেকেই অধঃপতন চলছে। আমি এমন অধিনায়কের সঙ্গে কাজ করেছি, যাদের ব্যক্তিত্ব দিনে তিনবার বদলাত।’

এরপর দলের ম্যানেজমেন্টকে ধুয়ে দিয়েছেন শোয়েব আখতার, ‘এই হারে আমি হতাশ না কারণ আমি জানতাম এটাই হবে। মাত্র পাঁচ বোলার নিয়ে নামতে পারেন না, পুরো বিশ্ব ছয় বোলার নিয়ে নামছে… আপনি দুজন অলরাউন্ডার নিয়ে নামছেন, কিন্তু এটা বুদ্ধিহীন ও বিভ্রান্ত চিন্তা। আমি খুবই হতাশ।’

কাশ্মীরের পেহেলগামে জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনা কাঁপিয়ে দিয়েছে ভারতকে। ২৬ পর্যটকের প্রাণহানির এই ঘটনার শোক ছুঁয়ে গেছে সবাইকেই। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন...
কাশ্মীরের পাহেলগামের সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্তটা আবার জোরালোভাবে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০১২-১৩ মৌসুমের পর থেকেই দুই দেশের...
অভিজ্ঞতা বিবেচনায় তাঁদের শীর্ষ ক্যাটাগরিতে থাকা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন রোহিত-কোহলি-জাদেজা। শুধু ওয়ানডে আর টেস্ট খেলা চালিয়ে গেলেও লাল...
রোহিত শর্মার নামে খুব শিগগিরই ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ হতে যাচ্ছে। এমন খবরে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, যে স্টেডিয়ামে একসময় ঢুকতে পারতেন না সে স্টেডিয়ামের চিরস্থায়ী অংশ...
ম্যালেরিয়া হচ্ছে মশাবাহিত রোগ। মূলত স্ত্রী জাতীয় অ্যানোফিলিস নামক এক ধরনের মশার কামড়ের মাধ্যমে এ রোগ হয়ে থাকে। এ ক্ষেত্রে সংক্রমিত মশা যখন কোনো ব্যক্তিকে কামড়ায়, তখন ওই ব্যক্তির রক্তে ম্যালেরিয়ার...
গ্রীষ্মের পাহাড়ে বাহারি ফুল। কৃষ্ণচূড়া, লাল সোনাইল, জারুল, সোনালু, কুরচিসহ বিভিন্ন প্রজাতির ফুল ফুটেছে। বসন্তের শেষে প্রকৃতির শূন্যতা পূরণ করে লাল, হলুদ, বেগুনি রঙ ছড়ানো বুনো ফুল। বিবর্ণ পাহাড়ে...
ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ঘিরে দর্শকের কৌতূহলের শেষ নেই—চলচ্চিত্রের পর্দার বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে নানা গুঞ্জন। স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও...
পেহেলগামকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আর তাতে সব সহযোগিতার আশ্বাস দেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.