গত কয়েক বছরে ভিরাট কোহলি নিজেও ঠিক ছন্দে নেই, তবু বড় মঞ্চে তাঁর কয়েকটি দারুণ ইনিংস ভারতের ব্যাটসম্যানকে আলোচনায় রেখেছে। সে তুলনায় বাবর আজমের বড় মঞ্চে তেমন পারফরম্যান্সই নেই। মাঝে বেশ আওয়াজ পেলেও ‘বাবর আজম বনাম ভিরাট কোহলি’ তুলনাটা গত কয়েক বছরে তাই অনেকটাই মিইয়ে এসেছে।
তবে পাকিস্তানের সাবেক খেলোয়াড়, কোচ ও নির্বাচক মহসিন খান আবার সম্ভবত বিতর্কটাকে জাগিয়ে দিতে চাইছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে কোহলি এরই মধ্যে একটা সেঞ্চুরি করেছেন – পাকিস্তানের বিপক্ষেই, তাঁর দল ভারতও সেমিফাইনালে উঠে গেছে। অন্যদিকে আয়োজক পাকিস্তান কোনো ম্যাচ না জিতেই গ্রুপ পর্বে বাদ পড়ার পেছনে বড় দায় ব্যাট হাতে ব্যর্থ বাবর আজমের। তবে মহসিন খানের চোখে, বাবর আজমের তুলনায় ভিরাট কোহলি কিছুই না! কোহলি তাঁর চোখে স্রেফ একটা ‘জিরো!’
ক্রিকেট পাকিস্তান লিখেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে মহসিন খানকে প্রশ্ন করা হয় বাবর ও কোহলির তুলনা নিয়ে। বিশেষ করে ব্যাট হাতে সম্প্রতি বাবরের একের পর এক ব্যর্থতার পর তুলনাটাকে কীভাবে দেখছেন মহসিন – এ নিয়েই প্রশ্নটা করা হয়। জবাবে মহসিন বলেছেন, ‘বাবর আজমের সামনে তো ভিরাট কোহলি কিছুই না, ও (কোহলি) একটা জিরো!’
দুজনের মধ্যে তুলনার চেয়ে বরং পাকিস্তানের ক্রিকেটের বেহাল দশাকেই সামনে এনেছেন মহসিন, ‘আমরা এখানে কে বেশি ভালো সে আলোচনা করতে বসিনি। পাকিস্তানের ক্রিকেট নিয়ে কথা বলতে এসেছি। সেখানে মূল ঝামেলাটা হলো পাকিস্তানের ক্রিকেট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখানে কোনো পরিকল্পনা নেই, কৌশল নেই, মেধা নেই, দায়বদ্ধতা নেই।’
গত কয়েক বছরে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্টে পাকিস্তানের ব্যর্থতার পেছনে দলের চেয়ে ব্যক্তির সুবিধাকেই বড় করে দেখা হয়েছে বলে মনে করেন মহসিন, ‘খুবই লজ্জার ব্যাপার যে এসবের (স্বজনপ্রীতি, ব্যক্তির স্বার্থকে অগ্রাধিকার) কারণে আমাদের ক্রিকেট কতটা পিছিয়ে গেছে! বিভিন্ন জায়গা থেকে যতদিন (কোনো খেলোয়াড়কে দলে নিতে) এমন আবদার আসতে থাকবে, ততদিন যে কেউই দলে জায়গা পেয়ে যেতে পারে।’ তিনি নিজে নির্বাচক থাকার সময়ে অবশ্য সম্ভাব্য সেরা দলটিই নির্বাচন করেছেন বলে দাবি করেছেন মহসিন।