সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
Independent Television
 

অপমানের ব্যাখ্যা পেয়েছে, তাতেও আপত্তি পাকিস্তানের

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৯:৫৫ এএম

টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্ক ডালপালা মেলেছিল। চ্যাম্পিয়নস ট্রফি চলাকালেও হয়েছে বিস্তর সমালোচনা। গত রোববার ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল দিয়ে টুর্নামেন্টের ইতি ঘটেছে বটে, কিন্তু বিতর্ক থামার যেন নামগন্ধ নেই!

এবারের বিতর্কটা পুরস্কার বিতরণ নিয়ে। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও শিরোপা ও অন্যান্য পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন না পাকিস্তানের কেউ। এ নিয়ে শোয়েব আখতার, রশিদ লতিফের মতো দেশটির সাবেক ক্রিকেটারদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও অসন্তোষ জানানো হয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে আইসিসির পক্ষ থেকে পুরস্কার বিতরণে পাকিস্তানের কেউ না থাকার বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আর বরাবরের মতোই এবারও আইসিসির ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে পিসিবি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

বিতর্কের সূত্রপাত ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইসিসি চেয়ারম্যান জয় শাহ ছাড়াও উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব দেবজিৎ সাইকিয়া এবং ক্রিকেট নিউজিল্যান্ডের নির্বাহী (সিইও) রজার টুজ। যার অর্থ দাঁড়ায়, আইসিসি চেয়ারম্যানসহ পোডিয়ামে উপস্থিত প্রধান অতিথিদের তিনজনই ভারতীয়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববারের ফাইনালে দুবাইয়ে উপস্থিত হতে পারেননি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তাঁর পরিবর্তে পিসিবির সিইও সুমাইর আহমেদ উপস্থিত ছিলেন দুবাইয়ে। তিনি শুধু পিসিবি কর্মকর্তা নন, সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফির ডিরেক্টরও ছিলেন তিনি। কিন্তু তাঁর জায়গা হয়নি পুরস্কার বিতরণের মঞ্চে। এ নিয়ে ক্ষোভ ঝাড়তে থাকেন পাকিস্তানিরা।

এনডিটিভির সূত্রের খবর, ‘আইসিসি স্পষ্ট করেছে, তারা মহসিন নাকভিকে মঞ্চে রাখার প্রস্তুতি নিয়েছিল। যেহেতু নাকভি ফাইনালে উপস্থিত হননি, তখন তারা নিজেদের পরিকল্পনা পরিবর্তন করেন।’

কিন্তু আইসিসির এমন ব্যাখ্যায় মোটেও সন্তুষ্ট হতে পারেনি পিসিবি। সূত্রের বরাত দিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির অসন্তোষের খবর দিয়েছে এনডিটিভি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির ব্যাখ্যা প্রত্যাখ্যান করে পিসিবি উল্লেখ করেছে, টুর্নামেন্ট চলাকালেও আয়োজক হিসেবে পাকিস্তানকে মর্যাদা দিতেও বেশ কিছু ভুল করেছিল আইসিসি।

সেখানে ভারত-বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচে ব্রডকাস্টে চ্যাম্পিয়নস ট্রফির লোগের সঙ্গে আয়োজক পাকিস্তানের নাম না থাকার বিষয়টিও উল্লেখ করেছে পিসিবি। এছাড়া লাহোরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজানোর সময় ভারতের জাতীয় সঙ্গীত বেজে ওঠার কথাও বলেছে পাকিস্তানের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

কাশ্মীরের পেহেলগামে জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনা কাঁপিয়ে দিয়েছে ভারতকে। ২৬ পর্যটকের প্রাণহানির এই ঘটনার শোক ছুঁয়ে গেছে সবাইকেই। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন...
কাশ্মীরের পাহেলগামের সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্তটা আবার জোরালোভাবে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০১২-১৩ মৌসুমের পর থেকেই দুই দেশের...
অভিজ্ঞতা বিবেচনায় তাঁদের শীর্ষ ক্যাটাগরিতে থাকা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন রোহিত-কোহলি-জাদেজা। শুধু ওয়ানডে আর টেস্ট খেলা চালিয়ে গেলেও লাল...
রোহিত শর্মার নামে খুব শিগগিরই ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ হতে যাচ্ছে। এমন খবরে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, যে স্টেডিয়ামে একসময় ঢুকতে পারতেন না সে স্টেডিয়ামের চিরস্থায়ী অংশ...
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় আলিমুল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আবদুর রহমান নামের আরও একজন আহত হয়েছেন।
বায়ুদূষণের কারণে তীব্র হচ্ছে বজ্রপাত। দেশের বাতাসে ধুলা, সমুদ্রের লবণ, সালফেট ও কার্বন-কণা বাড়ছে। বাতাসে দুই দশমিক দুই পাঁচ আকারের বস্তুকণার মাত্রাও বেশি জমছে। সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার কারণেও ঘনঘন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের প্রতি সদয় হতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার এয়ার ফোর্স...
প্রেস উইং জানিয়েছে, প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তাঁর কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.