সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
Independent Television
 

সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

বাকি সবার সঙ্গে ঠিকঠাক, শুধু আফগানিস্তানই বাদ?

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৩:৫৯ পিএম

আগামী গ্রীষ্মে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে ১ টেস্ট, ৩ ওয়ানডে আর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করার কথা ছিল আয়ারল্যান্ডের। কিন্তু বার্ষিক ক্রীড়া সূচি থেকে আফগানদের বিপক্ষে তিন সংস্করণেরই সিরিজ বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সিরিজ বাতিলের এ সিদ্ধান্ত অর্থনৈতিক কারণে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির বোর্ডের প্রধান নির্বাহী সভাপতি ওয়ারেন ডিউট্রম।

আফগানদের বিপক্ষে সিরিজ বাতিল করলেও ঘরের মাঠে আগামী মে ও জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে আয়ারল্যান্ড। এছাড়া আগামী সেপ্টেম্বরে প্রথমবারের মতো আইরিশদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে ইংল্যান্ড।

আফগানিস্তানের কাছে সিরিজ বাতিলের খবরটি মোটেও সুখকর হওয়ার কথা নয়। দেশটির ক্ষমতা তালেবানদের হাতে যাওয়ার পর থেকেই আফগানিস্তানে মেয়েদের খেলা নিষিদ্ধ। এছাড়া মেয়েরা কলেজেও যেতে পারে না বলে অভিযোগ আছে। এমনকি মেয়েদের উচ্চস্বরে কথা বলাও বন্ধ করেছে দেশটির সরকার। মেয়েদের অধিকার হরণের এমন ঘটনায় আন্তর্জাতিকভাবে চাপে আছে দেশটি।

তালেবানের অধীনে নারী নিপীড়নের প্রতিবাদে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো ক্রিকেটে প্রভাবশালী দল আফগানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতেও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক এসেছিল ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা থেকে।

সেখানেই শেষ নয়, চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক প্রতিষ্ঠান হিউম্যান রাইটস আন্তর্জাতিক ক্রিকেট আফগানিস্তানকে নিষিদ্ধের দাবি তোলে। একইসঙ্গে তাদের আইসিসি সদস্যপদ বাতিলেরও আহ্বানও জানায় হিউম্যান রাইটস। এমন পরিস্থিতিতে আয়ারল্যান্ডের সিরিজ বাতিলের সিদ্ধান্ত আফগানদের জন্য বড় ধাক্কা হয়েই আসবে। 

আফগানিস্তান মূল দলের বিপক্ষে সিরিজ আয়োজন না করলেও আয়ারল্যান্ডের যুবদল আয়ারল্যান্ড উলভস আগামী মাসে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে চার দিনের এবং ওয়ানডে ম্যাচ খেলবে। মূলত আফগানিস্তান ‘এ’ এবং শ্রীলঙ্কা ‘এ’ দলকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে আফগানিস্তান উলভস। সিরিজটি অনুষ্ঠিত হবে আবুধাবিতে। এছাড়া মধ্য জুলাই থেকে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে অংশ নেবে আয়ারল্যান্ড।

শুধু ছেলেদের সূচি নয়, মেয়েদের বার্ষিক সূচিও প্রকাশ করেছে ক্রিকেট আফগানিস্তান। মেয়েদের বার্ষিক সূচি অনুযায়ী, আগামী ৯ থেকে ১৮ এপ্রিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মেয়েদের সঙ্গে ৫ ও ৭ এপ্রিল দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা আছে আফগান মেয়েদের।

এরপর জুলাইয়ে আয়ারল্যান্ডের ছেলেদের দল যখন ইউরোপিয়ান প্রিমিয়ার লিগ খেলবে, একই সময় ২০২৫-২৯ চক্রের অংশ হিসেবে জিম্বাবুয়ের মেয়েদের আতিথ্য দেবে আইরিশ মেয়েরা। জিম্বাবুয়ের মেয়েদের বিপক্ষে দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইরিশরা।

এরপরের মাসে (আগস্টে)তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে পাকিস্তানের মেয়েরা। এশিয়ার দেশটির বিপক্ষে সিরিজ খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে অংশ নেবে আইরিশ মেয়েরা।

বোঝাই যাচ্ছে, ব্যস্ততায় ঠাসা সূচি করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। যেখানে সবকিছুই ঠিকঠাক আছে, শুধু বাদ পড়েছে রশীদ-নবীদের বিপক্ষে সিরিজ!

আজকের জয়ে ৬ দলের বাছাইপর্ব থেকে সেরা দুইয়ে থেকে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার দৌড়েও ভালোভাবে টিকে থাকল বাংলাদেশ। বাছাইপর্বে এ নিয়ে দুই ম্যাচের দুটিই...
এই তো, আর মাস তিনেক পর ৪ জুন এলেই নিজের মেয়ের তৃতীয় জন্মদিন পালন করে হয়তো ইনস্টাগ্রামে পোস্ট করতেন হযরতউল্লাহ জাজাই। তাঁর ইনস্টাগ্রাম জুড়ে তো তাঁর ক্রিকেটের জীবনের বাইরে যা ছবি মূলত ছোট্ট মেয়েটির...
শুরুতে কয়েকদফা স্থগিত হলেও নতুন করে আলোচনায় এসেছে দুদলের টি-টোয়েন্টি সিরিজ। আগামী অক্টোবরে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে বাংলাদেশকে আতিথ্য দিতে চায় আফগানিস্তান। ৩ ম্যাচের ওই প্রস্তাবিত টি-টোয়েন্টি...
চ্যাম্পিয়নস ট্রফিটা স্বপ্নের মতো কাটিয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। আইসিসির এই টুর্নামেন্ট থেকে তাঁর দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও সকলের প্রশংসা কুড়িয়েছেন এই অলরাউন্ডার। দারুণ...
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের...
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
ভারত বাংলাদেশে রেল সংযোগ উদ্যোগের প্রায় পাঁচ হাজার কোটি রুপির তহবিল এবং অন্যান্য নির্মাণ-সম্পর্কিত কাজ স্থগিত করেছে। চলমান রাজনৈতিক অস্থিরতা এবং শ্রম সুরক্ষার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া...
হাথুরুসিংহের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ে তিনি নাসুম আহমেদকে চড় মেরেছিলেন, যদিও সে অভিযোগ জোরের সঙ্গেই অস্বীকার করেছেন হাথুরুসিংহে। ওদিকে বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.