ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এ বাংলাদেশের ক্রিকেটাররা আগের কোনো মৌসুমেই দল পাননি। সেই ধারাবাহিকতা এবারও অব্যাহত আছে। গতকাল অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে আগ্রহ দেখায়নি হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশের সঙ্গে এবার পাকিস্তানের কেউই দল পাননি। হান্ড্রেডের ড্রাফটে পাকিস্তান থেকে মোট ৫০ জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। যার মধ্যে মেয়েদের হান্ড্রেডের জন্য ছিলেন ৫ জন। ৪৫ জন ক্রিকেটার ছিলেন ছেলেদের দ্য হান্ড্রেডের ড্রাফটে।
গত মৌসুমে পাকিস্তানের ইমাদ ওয়াসিম, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফের মতো ক্রিকেটাররা দল পেলেও এবার তাঁদের কেউই দল পাননি।
পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি ১ লাখ ২০ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ছিল পেসার নাসিম শাহর। গেল মৌসুমে ট্রেন্ট রকেটসের হয়ে খেলা ইমাদ ওয়াসিমও এবার দল পাননি।
বাংলাদেশ থেকে ২৯ জন ক্রিকেটার প্লেয়ার্স ড্রাফটে নাম নিবন্ধন করেছিলেন। সাকিব আল হাসান, লিটন দাস, রিশাদ হোসেনদের মতো ক্রিকেটাররাও ছিলেন সেই তালিকায়। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ১ লাখ ২০ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ছিল সাকিবের।
এছাড়াও বাংলাদেশের তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলামদের নাম থাকলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।
প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, আফগানিস্তানের স্পিনার নূর আহমদ, সাউথ আফ্রিকার হেনরিখ ক্লাসেন, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও কেন উইলিয়ামসনের মতো তারকা ক্রিকেটাররা।