বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাক আহমেদের অধ্যায় আরও দুই বছর বাড়তে যাচ্ছে। চুক্তির মেয়াদ বাড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও মুশতাক আহমেদের আলোচনা শেষ পর্যায়ে। ছোটখাটো কিছু বিষয় চূড়ান্ত হলেই চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে যুক্ত হন মুশতাক আহমেদ। মেহেদী হাসান মিরাজ-রিশাদ হোসেন-সাকিব আল হাসানদের সঙ্গে মাত্র দুমাস কাজ করেই বিসিবির সুনজরে আসেন পাকিস্তানের কিংবদন্তি এ সাবেক লেগ স্পিনার।
তৎকালীন নাজমুল হাসান পাপনের বোর্ড মুশতাক আহমেদের সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তি করতে চেয়েছিলেন। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ছাড়াও আরও বেশ কিছু চুক্তিতে থাকায় সে সময় বিসিবির সঙ্গে পাকাপাকিভাবে চুক্তিবদ্ধ হতে পারেননি পাকিস্তানের এ কোচ। তবে অন্যান্য দায়িত্বের সঙ্গে সমন্বয় করে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতেও বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে থেকেছেন মুশতাক। এবার এ দায়িত্বটাই পাকাপাকি হতে যাচ্ছে আরও দুই বছরের জন্য।
ক্রিকবাজের সঙ্গে আলাপকালে বিসিবির ওই কর্মকর্তা জানিয়েছেন, বিসিবির সঙ্গে বিভিন্ন ভূমিকায় বছরে ১৩০ দিন কাজ করবেন মুশতাক আহমেদ। বিসিবি কর্মকর্তা বলেছেন, ‘তিনি (মুশতাক) বোর্ডের স্পিন পরামর্শক হিসেবে কাজ করবেন। শুধু জাতীয় দলের সঙ্গেই নয়, এর বাইরে অন্যান্য ক্ষেত্রেও তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। যেমন হাই পারফরম্যান্স ইউনিট এবং অন্যান্য প্রোগ্রামে স্পিনারদের উন্নতি করতে কাজ করবেন তিনি।’