গতকাল বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল পাকিস্তানের উদ্দেশ্যে আগামী ৩ এপ্রিল দেশ ছাড়া কথা। আজ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের এই বাছাইপর্বের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি।
পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া বাছাইপর্বের পর্দা উঠবে আগামী ৯ এপ্রিল। প্রথম দিনেই থাকছে দুই ম্যাচ, পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের বাছাইপর্ব।
বাংলাদেশ টুর্নামেন্টের দ্বিতীয় দিন মাঠে নামবে থাইল্যান্ডের বিপক্ষে। ছয় দলের বাছাইপর্বে নিগার সুলতানা জ্যোতিরা ১০ দিনে খেলবেন মোট ৫টি ম্যাচ।
টুর্নামেন্টের সবকটি ম্যাচ লাহোরে গাদ্দাফি স্টেডিয়াম ও লাহোরে সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৬ দলের টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ম্যাচ। শীর্ষ দুই দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ সময় সকাল ১০ টা ৩০ মিনিটে শুরু হবে ডে ম্যাচ। দিবারাত্রির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
এক নজরে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সূচি:
তারিখ | প্রতিপক্ষ | সময় |
১০ এপ্রিল | থাইল্যান্ড | সকাল ১০.৩০ |
১৩ এপ্রিল | আয়ারল্যান্ড | বিকেল ৩টা |
১৫ এপ্রিল | স্কটল্যান্ড | বিকেল ৩টা |
১৭ এপ্রিল | ওয়েস্ট ইন্ডিজ | সকাল ১০.৩০ |
১৯ এপ্রিল | পাকিস্তান | সকাল ১০.৩০ |