আইপিএল শুরু হতে আর সপ্তাহখানেকেরই অপেক্ষা। এই সময়ে ভারতের সংবাদমাধ্যমজুড়ে যে আইপিএল নিয়ে মাতামাতি চলবে, সেটা অনুমান করে নিতে কষ্ট হয় না। ভারতের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিকও আইপিএলের প্রশংসাই করেছেন।
তবে প্রশংসায় যা বলেছেন, তা নিয়ে দ্বিমত করার মানুষও সম্ভবত খুব বেশি পাওয়া যাবে না। আইপিএলের কারণেই তো ভারতের ক্রিকেটের খোলনলচে বদলে গেছে। সেটা মাঠের ক্রিকেটের মানে ও দেশটার ক্রিকেটে মানসম্পন্ন খেলোয়াড়ের পাইপলাইন তৈরিতে যেমন, তেমনি বিশ্ব ক্রিকেটে অর্থনৈতিক দিক থেকে ভারতের দাদাগিরিতেও। কার্তিক শুধু মাঠের ক্রিকেট নিয়েই কথা বলেছেন। তাঁর চোখে, আইপিএলের কারণে ভারতের জাতীয় দলের জন্য তৈরি এত এত ক্রিকেটার উঠে এসেছে যে, ভারত চাইলে যে কোনো সময় তিনটা দলকে নামিয়ে দিতে পারে।
আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডিরেক্টর অব ক্রিকেট মো বোবাত ও ইংল্যান্ডের মেয়েদের দলের সাবেক ক্রিকেটার ইশা গুহর সঙ্গে আলাপে দীনেশ কার্তিক বলেন, ‘ভারত চাইলে একই দিনে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টিতে তিন ভিন্ন প্রতিপক্ষের সামনে তিনটা দল নামিয়ে দিতে পারবে।’
আইপিএলের কারণে খেলোয়াড়দের মধ্যে জেতার অদম্য মানসিকতাও তৈরি হয়ে গেছে বলে জানিয়েছেন কার্তিক। আইপিএল কীভাবে ভারতে মানসম্পন্ন ক্রিকেটারদের একটা পাইপলাইন তৈরি করেছে, সেটাও সবিস্তার ব্যাখ্যা করেছেন তিনি, ‘এটা বলতেই পারি যে, আইপিএল যেহেতু ভারতের ক্রিকেটের কাঠামোর অংশ হয়ে গেছে, ভারত এখন চাইলে আন্তর্জাতিক ক্রিকেটে একইসঙ্গে দুই থেকে তিনটা দলকে নামিয়ে দিতে পারবে, এবং ওই প্রত্যেকটা দলই প্রতিদ্বন্দ্বীতা গড়ে তোলার মতো হবে। এই মুহূর্তে ভারত এমন একটা অসাধারণ একটা অবস্থানে আছে যেখানে ভিন্ন ভিন্ন ধরনের স্কিলসেটের অনেক খেলোয়াড় পাওয়া যাবে।’