সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

বলছেন দীনেশ কার্তিক

‘ভারত চাইলে যেকোনো সময় তিনটি দলকে নামিয়ে দিতে পারে’

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১০:৫৯ পিএম

আইপিএল শুরু হতে আর সপ্তাহখানেকেরই অপেক্ষা। এই সময়ে ভারতের সংবাদমাধ্যমজুড়ে যে আইপিএল নিয়ে মাতামাতি চলবে, সেটা অনুমান করে নিতে কষ্ট হয় না। ভারতের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিকও আইপিএলের প্রশংসাই করেছেন।

তবে প্রশংসায় যা বলেছেন, তা নিয়ে দ্বিমত করার মানুষও সম্ভবত খুব বেশি পাওয়া যাবে না। আইপিএলের কারণেই তো ভারতের ক্রিকেটের খোলনলচে বদলে গেছে। সেটা মাঠের ক্রিকেটের মানে ও দেশটার ক্রিকেটে মানসম্পন্ন খেলোয়াড়ের পাইপলাইন তৈরিতে যেমন, তেমনি বিশ্ব ক্রিকেটে অর্থনৈতিক দিক থেকে ভারতের দাদাগিরিতেও। কার্তিক শুধু মাঠের ক্রিকেট নিয়েই কথা বলেছেন। তাঁর চোখে, আইপিএলের কারণে ভারতের জাতীয় দলের জন্য তৈরি এত এত ক্রিকেটার উঠে এসেছে যে, ভারত চাইলে যে কোনো সময় তিনটা দলকে নামিয়ে দিতে পারে।

আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডিরেক্টর অব ক্রিকেট মো বোবাত ও ইংল্যান্ডের মেয়েদের দলের সাবেক ক্রিকেটার ইশা গুহর সঙ্গে আলাপে দীনেশ কার্তিক বলেন, ‘ভারত চাইলে একই দিনে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টিতে তিন ভিন্ন প্রতিপক্ষের সামনে তিনটা দল নামিয়ে দিতে পারবে।’

আইপিএলের কারণে খেলোয়াড়দের মধ্যে জেতার অদম্য মানসিকতাও তৈরি হয়ে গেছে বলে জানিয়েছেন কার্তিক। আইপিএল কীভাবে ভারতে মানসম্পন্ন ক্রিকেটারদের একটা পাইপলাইন তৈরি করেছে, সেটাও সবিস্তার ব্যাখ্যা করেছেন তিনি, ‘এটা বলতেই পারি যে, আইপিএল যেহেতু ভারতের ক্রিকেটের কাঠামোর অংশ হয়ে গেছে, ভারত এখন চাইলে আন্তর্জাতিক ক্রিকেটে একইসঙ্গে দুই থেকে তিনটা দলকে নামিয়ে দিতে পারবে, এবং ওই প্রত্যেকটা দলই প্রতিদ্বন্দ্বীতা গড়ে তোলার মতো হবে। এই মুহূর্তে ভারত এমন একটা অসাধারণ একটা অবস্থানে আছে যেখানে ভিন্ন ভিন্ন ধরনের স্কিলসেটের অনেক খেলোয়াড় পাওয়া যাবে।’

গম্ভীরকে হুমকি দেওয়া ছাত্র গ্রেপ্তার
ভারত জাতীয় ক্রিকেট দলের কোচ ও বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। সে অভিযোগে গুজরাটের ২১ বছর বয়সী এক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে গত...
আইপিএল দলের সঙ্গে রিকি পন্টিং জড়িত থাকা মানেই সে দলে অস্ট্রেলিয়ানদের ভিড়। কলকাতা, মুম্বাই ও দিল্লির পর এখন পাঞ্জাবেও তাই অস্ট্রেলিয়ানদের জয়জয়কার। আর ফর্মে না থাকা বিদেশি ক্রিকেটারদের জন্য ভারতীয়দের...
চেন্নাই সুপার কিংসের সময়টা ভালো যাচ্ছে না। ২০২২ আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করার পর ভরাডুবি হয়েছিল দলটির। এ মৌসুমেও রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক করেছিল চেন্নাই। চোটের...
কোপা দেল রে-র ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী উত্তাপ ছড়ানো ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এ ম্যাচ ঘিরে আলোচনা তুঙ্গে। বিশেষ করে ফাইনালের রেফারি বদল করা নিয়ে রীতিমতো...
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘জয়া আর শারমিন’। ২০২০ সালে গোটা পৃথিবী যখন করোনা মহামারির প্রকোপে রীতিমতো থমকে গিয়েছিল, তখন সিনেমাটির কাজ শুরু হয়েছিল। গভীর আবেগ নিয়ে সিনেমাটি নির্মাণ করেন...
সাজিদা ফাউন্ডেশন সম্প্রতি লে কাউন্সিলর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.