ওমেনস প্রিমিয়ার লিগ বা মেয়েদের আইপিএল মাত্রই শেষ হলো। তৃতীয় সংস্করণে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। শিরোপা জয়ে যেমন পরিচিত দলকে দেখা যাচ্ছে, পারফরম্যান্সেও মুখদেরই খোঁজ মিলছে। এবারও সেরা তিন ব্যাটার বা বোলারের মধ্যে কোনো ভারতীয়র জায়গা হয়নি।
এবার অন্যবারের তুলনায় বেশ উত্তেজনা ছড়িয়েছে ওমেনস প্রিমিয়ার লিগ। দর্শক আগ্রহও দিনদিন বাড়ছে। কিন্তু একটি অস্বস্তি কোনোভাবেই কাটছে না। সভারতের উইকেট ও কন্ডিশনে প্রতিটি দলে ৭ জন ভারতীয় নেমেছেন। তবু, লিগের সেরাদের তালিকায় ভারতীয়দের খুঁজতে আতশ কাচ নিয়ে নামতে হচ্ছে।
সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষ তিনে কোনো ভারতীয় নেই। ইংল্যান্ডের ন্যাট শিভার-ব্রান্ট ৫২৩ রান করেছেন, দুইয়ে আছেন তাঁর মতোই আরেক অলরাউন্ডার অস্ট্রেলিয়ার এলিস পেরি (৩৭২)। ৩০৭ রান করে তিনে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস। এরপর চার ও পাঁচে জায়গা হয়েছে দুই ভারতীয় ব্যাটারের। কদিন আগেই দল থেকে বাদ পড়া শেফালি ভার্মা ৯ ম্যাচে ৩০৪ রান করেছেন।
ব্যাটারদের শীর্ষ পাঁচে তবু শেফালি ও হারমানপ্রীত কৌর আছেন। বোলারদের তালিকায় যে কেউ নেই! নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের নিয়েছেন ১৮ উইকেট। ব্যাটারদের তালিকায় তিনে থাকা ম্যাথুস এখানে আছেন দুইয়ে, যদিও কেরের সমান ১৮ উইকেট তাঁরও। আর ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ১১ উইকেট পেয়েছে এখনো জাতীয় দলে না খেলা কাশভি গৌতম। তাঁর সমান ১১ উইকেট পেয়েছেন পেসার শিখা পান্ডেও।
এবারই যে শুধু এমন কিছু ঘটেছে, তা কিন্তু না। এ নিয়ে তিন মৌসুমে মাত্র একবারই কোনো ভারতীয় সেরাদের মধ্যে ছিলেন। গত আইপিএলে শ্রেয়াঙ্কা পাতিল বোলারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন। এর বাইরে কোনো ভারতীয়র পক্ষে শীর্ষে ওঠা সম্ভব হয়নি।