সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ভারতকে সঙ্গে নিয়ে সৌদি আরব গোপনে যে পরিকল্পনা আঁটছে

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৩:৪০ পিএম

গোপনে একটি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা করছে সৌদি আরব। সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে জানা গেছে, এক বছর ধরে এই লিগ সৃষ্টির কাজ চলছে এবং এই লিগের মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করছেন প্যাট কামিন্সের বর্তমান ম্যানেজার নিল ম্যাক্সওয়েল।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, এখনো পর্যন্ত নাম ঠিক না হওয়া এই লিগের জন্য ৫০ কোটি ডলারের বন্দোবস্ত করেছে সৌদি আরবের এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস। এটাও বলা হয়েছে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসির) সঙ্গে আলোচনা করেছে সৌদি আরব। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব ও বর্তমান আইসিসির প্রধান জয় শাহর সঙ্গেও নাকি আলোচনা হয়েছে।

বিশ্বের কাছে সৌদি আরবকে নতুন করে তুলে ধরার জন্য ক্রীড়াঙ্গনকে ব্যবহার করতে চাইছেন দেশটির বাদশাহ। এরই মধ্যে সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারের মতো তারকার পা পড়েছে। ফর্মুলা ওয়ানের মতো ইভেন্টের ভেন্যু হবে দেশটি। ২০৩৪ ফিফা বিশ্বকাপও আয়োজন করবে তারা। ইউরোপিয়ান দেশগুলো একে 'স্পোর্টসওয়াশিং' বলছে- দেশটির বিরুদ্ধে ওঠা নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ধামাচাপা দিতেই নাকি এ আয়োজন। 

সিডনি মর্নিং হেরাল বলছে, এই লিগের একটা নতুনত্ব থাকবে। টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে আয়োজিত হবে এই ক্রিকেট লিগ। টেনিসের মতোই বছরের চার সময়ে খেলা হবে, থাকবে আটিটি দল। বছরের চারটি ভিন্ন সময়ে ম্যাচ হওয়ায় আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের মতো লিগগুলোর সঙ্গে সূচি নিয়ে ঝামেলাও হবে না লিগটির।

বলা হচ্ছে, বিভিন্ন দেশ থেকেই ফ্র্যাঞ্চাইজি নেওয়া হবে। অস্ট্রেলিয়া থেকেও থাকবে দল। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, শুধু ছেলে নয়, মেয়েরাও খেলবে এই লিগে। ফাইনাল হবে সৌদি আরবে। 

গম্ভীরকে হুমকি দেওয়া ছাত্র গ্রেপ্তার
ভারত জাতীয় ক্রিকেট দলের কোচ ও বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। সে অভিযোগে গুজরাটের ২১ বছর বয়সী এক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে গত...
আইপিএল দলের সঙ্গে রিকি পন্টিং জড়িত থাকা মানেই সে দলে অস্ট্রেলিয়ানদের ভিড়। কলকাতা, মুম্বাই ও দিল্লির পর এখন পাঞ্জাবেও তাই অস্ট্রেলিয়ানদের জয়জয়কার। আর ফর্মে না থাকা বিদেশি ক্রিকেটারদের জন্য ভারতীয়দের...
চেন্নাই সুপার কিংসের সময়টা ভালো যাচ্ছে না। ২০২২ আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করার পর ভরাডুবি হয়েছিল দলটির। এ মৌসুমেও রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক করেছিল চেন্নাই। চোটের...
কোপা দেল রে-র ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী উত্তাপ ছড়ানো ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এ ম্যাচ ঘিরে আলোচনা তুঙ্গে। বিশেষ করে ফাইনালের রেফারি বদল করা নিয়ে রীতিমতো...
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ চারজন মারা গেছে। আজ সোমবার মুরাদনগর ও বরুড়া উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এক শিশু আহত হয়েছে বলে জানা গেছে। 
মাদারীপুরের শিবচরে সাপের ছোবলে শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের মালেককান্দি গ্রামে এই ঘটনা ঘটে। গৃহবধূ শারমিন ওই গ্রামের খলিল...
কংগ্রেসের শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি হয়েছিল। ওই চুক্তিকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে নিশিকান্ত দুবে বলেন, ‘পাকিস্তান পানি সরবরাহ বন্ধ করতে ভারতকে প্ররোচিত করেছিল...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.