সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

পাকিস্তানকে কাঁচকলা দেখিয়ে হাত বাড়িয়েছেন ভারতের দিকে, খেপেছে পাকিস্তান

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১১:১০ পিএম

যে সুবিধার কথা ভেবে এই মৌসুম থেকে আইপিএলের সময়েই পিএসএল আয়োজনের কথা ভেবেছিল পাকিস্তান, সেটিকেই যেন প্রশ্নের মুখে ফেলে দিলেন সাউথ আফ্রিকান অলরাউন্ডার করবিন বশ! তাতে যা হওয়ার তা-ই হলো, খেপেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়া বশকে পিএসএল ড্রাফট থেকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের লিজার্ড উইলিয়ামস চোটে পড়ার পর মুম্বাই বশকে দলে টানতে চেয়েছে। বশও জালমির সঙ্গে চুক্তি বাতিল করে মুম্বাইয়ের সঙ্গে চুক্তি করেছেন। পিসিবি এতে খেপে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বশকে।

গত বছর পর্যন্ত পিএসএল যখন ফেব্রুয়ারি-মার্চে হতো, একই সময়ে সাউথ আফ্রিকায় এসএ টি২০, আমিরাতে আইএল টি২০ ও বাংলাদেশে বিপিএল হতো। ফলে বিদেশি ক্রিকেটারদের জন্য পিএসএলকে লড়তে হতো তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে। এবারই তাই আইপিএলের সময়ে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি। আইপিএল আগামী ২২ মার্চ শুরু হয়ে চলবে ২৫ মে পর্যন্ত, পিএসএল ১১ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১৮ মে।

এমন সিদ্ধান্তের পেছনে পিসিবির উদ্দেশ্য ছিল, আইপিএলের বাইরে থাকা সেরা বিদেশি ক্রিকেটারদের টেনে যাতে পিএসএলের মান বাড়ানো যায়। সেই একই কারণে আইপিএলের নিলাম শেষ হওয়ার পর পিএসএলের ড্রাফট আয়োজন করে পিসিবি। আইপিএলের নিলাম হয়েছে গত বছরের নভেম্বরে, আর পিএসএলের ড্রাফট গত জানুয়ারিতে।

কিন্তু তাতেও ঝামেলা এড়ানো গেল না। আইপিএলে দল না পাওয়া বশকে পিএসএলের ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরিতে দলে টানে জালমি। কিন্তু গত ৮ মার্চ মুম্বাই ইন্ডিয়ানস ঘোষণা দেয়, লিজার্ড উইলিয়ামসের বদলে তারা দলে নিচ্ছে বশকে।

এ নিয়ে খ্যাপা পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো চেয়েছে বশের বিরুদ্ধে যাতে কোনো ‘অ্যাকশনে’ যায় পিসিবি। কারণ তাদের শঙ্কা, এতে পিএসএলে দল পাওয়ার পরও চুক্তি বাতিল করে আইপিএলে যাওয়ার একটা উদাহরণ তৈরি হয়ে যাবে। অনানুষ্ঠানিক আলোচনায় বশকে পুরোপুরি নিষিদ্ধ করার কথাও এসেছে বলে জানিয়েছে ক্রিকইনফো।

পিসিবি আজ বিবৃতিতে লিখেছে, বশের এজেন্টের মাধ্যমে তাঁকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এভাবে পেশাদার একটা চুক্তির বাধ্যবাধকতা থেকে নিজের নাম উঠিয়ে নেওয়ার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে বশের কাছে। তাঁর কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরও চেয়েছে পিসিবি। সেই সময়টা কতদিনের, সেটা অবশ্য বিবৃতিতে জানানো হয়নি।

পিএসএলে এবার অবশ্য ডেভিড ওয়ার্নার, ড্যারিল মিচেল, জেসন হোল্ডার, র‍্যাসি ফন ডার ডুসেন ও কেইন উইলিয়ামসনের মতো বড় কিছু নাম আছে।

 

খেলোয়াড়ি জীবন শেষে ভীষণ বিপদে পড়েছিলেন ওয়াসিম আকরাম। মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। ২০২২ সালে নিজেই জানিয়েছিলেন, কোকেইন কতটা প্রভাব ফেলেছিল তাঁর জীবনে। বহু কষ্টে এ থেকে মুক্তি মেলার পর আবার ক্রিকেটে...
চেন্নাই সুপার কিংসের সময়টা ভালো যাচ্ছে না। ২০২২ আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করার পর ভরাডুবি হয়েছিল দলটির। এ মৌসুমেও রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক করেছিল চেন্নাই। চোটের...
কোপা দেল রে-র ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী উত্তাপ ছড়ানো ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এ ম্যাচ ঘিরে আলোচনা তুঙ্গে। বিশেষ করে ফাইনালের রেফারি বদল করা নিয়ে রীতিমতো...
তবে আগের তিন বার মাঠে নেমে কিছু না কিছু পেলেও গতকাল তেমন কিছুই পাননি রিশাদ। পেশোয়ার জালমির বিপক্ষে পুরোপুরি ভিন্ন অভিজ্ঞতার স্বাদ পেয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার। বল হাতে পিএসএলে প্রথমবার উইকেটশূন্য...
অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলা শুনতে বিব্রত প্রকাশ করেছেন আদালত। এরপর মামলাটি...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.