সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

লিস্ট এ-তে খরুচে বোলিংয়ের রেকর্ড

৬০ বল, ১৫ চার, ৫ ছক্কা, ১০৭ রান – বাংলাদেশের ‘সেরা’ সেঞ্চুরি তাসকিনের

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৩:২৬ পিএম

সর্বশেষ বিপিএলে বল হাতে নতুন রেকর্ড গড়েছিলেন তাসকিন আহমেদ। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন ডানহাতি এ পেসার। যা ছিল বিপিএল ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেওয়ার নতুন রেকর্ড। সে ঘটনার সাড়ে ৩ মাস পরেই আবারও রেকর্ড বইয়ে উঠেছে তাসকিনের নাম। এবার ৬০ বলে ১৫ চার ও ৫ ছক্কায় ‘সেঞ্চুরি’ করে লিস্ট এ-তে বাংলাদেশের হয়ে নতুন রেকর্ড গড়েছেন ডানহাতি এ পেসার!

তবে সেঞ্চুরিটা ব্যাট হাতে নয়, তাসকিন গড়েছেন বল হাতে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিজের ১০ ওভারে ৩ উইকেট নিলেও ১০৭ রান দিয়েছেন তাসকিন। বাংলাদেশি বোলারদের ক্ষেত্রে লিস্ট ‘এ’ ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এখন এটিই।

লজ্জার রেকর্ড গড়ার দিনে তাসকিনের বলে তাণ্ডব চালিয়েছেন সাদিকুর রহমান, এনামুল হক বিজয় আর তোফায়েল আহমেদ। এর মধ্যে বিজয় তো ১৪৩ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। সাদিকুর ৭৫ বলে ৬০ রান করে আউট হলেও শেষ দিকে তোফায়েল মাত্র ২৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৩ রান তুলেছেন। তাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৬ রান তুলেছে গাজী গ্রুপ।

এ প্রতিবেদন লেখার সময় রান তাড়ায় নেমে ৩৬ ওভারে ৪ উইকেটে ১৮৮ রান তুলেছে মোহামেডান। তামিম ইকবাল ৪৮ (৩৪ বলে), মাহিদুল ইসলাম অঙ্কন ৩ (১২ বলে), তাওহীদ হৃদয় ৩৬ (৫২ বলে) ও রনি তালুকদার ৭৪ রান (৯০ বলে) করে আউট হয়েছেন। এই মুহূর্তে মুশফিকুর রহিম ২০ রানে ও আরিফুল ইসলাম ২ রানে ব্যাটিং করছেন।

বিব্রতকর রেকর্ডটা নিজের নামের পাশে নেওয়ার দিনে ইনিংসের প্রথম ওভারে মোটে একটা বাউন্ডারি দেখেছেন তাসকিন। ওভারের চতুর্থ বলে লং অফ দিয়ে চার মারেন গাজী গ্রুপ ওপেনার সাদিকুর রহমান। তাসকিনের পরের ওভারে ফাইন লেগ আর স্কয়ার লেগ অঞ্চল দিয়ে আরও ৩টি চার মারেন তিনি।

ব্যক্তিগত তৃতীয় ওভারে বোলিংয়ে তাসকিন যেন নিজের লাইন লেংথই ভুলে গেলেন। ওই ওভারের প্রথম বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারেন সাদিুকুর। ওভারের তৃতীয় আর চতুর্থ বলে চার-ছক্কা মেরে বাউন্ডারি উৎসবে যোগ দেন বিজয়ও। চতুর্থ ওভার করতে এসে আরও দুটি বাউন্ডারি হজম করার পর পঞ্চম ওভারে গিয়ে প্রথম সাফল্য পান তাসকিন। ডানহাতি এ পেসারের বলে ক্যাচ দেন ৭৫ বলে ৭ চারে ৬০ রান করা সাদিকুর।

এরপর প্রতিবার বোলিংয়ে এসে যেন নিয়ম করে বাউন্ডারি হজম করেছেন (ব্যক্তিগত ৮ম ওভার বাদে) তাসকিন। মাঝে শামসুর রহমান শুভর উইকেটটা নিয়েছেন। তবে ইনিংসের ৪৬তম ওভারে তোফায়েল আর বিজয়ের ঝড়ের কবলে পড়েন তিনি। একই ওভারে তোফায়েল ২ চার ১ ছক্কা এবং বিজয় ১ চার ১ ছক্কায় ২৫ রান তোলেন।

ব্যক্তিগত শেষ ওভারে এসে তোফায়েলকে ফিরিয়েছেন বটে, তবে ওই ওভারেও ২ ছক্কা ১ চারে ২০ রান দিয়েছেন তাসকিন। তাতে লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটা যুক্ত হয় বর্তমানে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে বেশি বেতনভোগী এ ক্রিকেটারের নামের পাশে।

এতদিন লিস্ট এ-তে বাংলাদেশের বোলারদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটা ছিল শাহাদাত হোসেন ও ইকবাল হোসেনের। জাতীয় দলের সাবেক পেসার শাহাদাত ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১০৪ রান দিয়েছিলেন। আর ইকবাল ১০৪ রান হজম করেছিলেন গত বছর, ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে সেদিন ৯ ওভারে এত রান দেন গাজী টায়ার্সের এ পেসার।

এর আগে সিলেটে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নেমেছিল বাংলাদেশ। তবে প্রথম টেস্টের পর তরুণ পেসার নাহিদ রানা পিএসএল খেলতে পাকিস্তান গেছেন। নাহিদ রানার পরিবর্তে আজ একাদশে নেওয়া হয়েছে আরেক পেসার তানজিম...
গত কিছুদিনে বাংলাদেশের জাতীয় দল ছাপিয়েও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটই যত খবরের শিরোনামে। তামিম ইকবাল অসুস্থ হওয়ার পর থেকে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাঁর বদলে মোহামেডানের অধিনায়কত্ব করতে থাকা তাওহীদ...
সিলেট পর্বে একরাশ হতাশা নিয়ে আগামীকাল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামবেন শান্তরা। সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নামার আগে আজ রোববার সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন কোচ সিমন্স। ম্যাচের...
সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে বসেছে বাংলাদেশ। ২০১৮ সালের পর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছেন মুশফিকুর রহিমরা। অহমে চোট লাগা স্বাগতিক দল দ্বিতীয় টেস্টে তেড়েফুঁড়ে...
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ চারজন মারা গেছে। আজ সোমবার মুরাদনগর ও বরুড়া উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এক শিশু আহত হয়েছে বলে জানা গেছে। 
মাদারীপুরের শিবচরে সাপের ছোবলে শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের মালেককান্দি গ্রামে এই ঘটনা ঘটে। গৃহবধূ শারমিন ওই গ্রামের খলিল...
কংগ্রেসের শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি হয়েছিল। ওই চুক্তিকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে নিশিকান্ত দুবে বলেন, ‘পাকিস্তান পানি সরবরাহ বন্ধ করতে ভারতকে প্ররোচিত করেছিল...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.