বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের ব্যাটে ১০০ অহরহই দেখা যায়। লিস্ট ‘এ’তে সৌম্য ২০০ রানও করেছেন। চারদিনের ক্রিকেটে ৩০০ রানও পেয়েছেন দুজন। কিন্তু ৪০০ রানের ইনিংসের দেখা আজকের আগে কোনো ধরনের ক্রিকেটেই দেখা যায়নি।
তবে আজ সেই ‘অসাধ্য’ কাজটি করে দেখিয়েছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মোস্তাকিম হাওলাদার।
জাতীয় স্কুল ক্রিকেট অবিশ্বাস্য ৪০৪ রানের ইনিংস খেলেছেন মোস্তাকিম। ১৭০ বলের সেই ইনিংসে মোস্তাকিম চারই মেরেছেন ৫০টি, সঙ্গে ছয় ২২টি। শেষ পর্যন্ত মোস্তাকিমকে কেউ আউটও করতে পারেনি।
বাংলাদেশের ক্রিকেটে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আজ জাতীয় স্কুল ক্রিকেটে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে এই কীর্তি গড়েছেন মোস্তাকিম।
জাতীয় স্কুল ক্রিকেটের এই টুর্নামেন্টে মোস্তাকিমের সঙ্গে একই ম্যাচে আলো কেড়েছেন সতীর্থ সোয়াদ পারভেজ। ১২৪ বল খেলে ৪২ চার ও ১৩ ছক্কায় ২৫৬ রান অপরাজিত ছিল পারভেজ।
মোস্তাকিমের ৪০৪ রান ও পারভেজের ২৫৬ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৭০ রান করেছ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। মোস্তাকিম-পারভেজ মিলে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের জুটি গড়েন।
পাহাড় সমান লক্ষ্যে নেমে মাত্র ১১.৪ ওভারে ৩২ রানে গুটিয়ে যায় সেন্ট গ্রেগরি স্কুল। হাসান হৃদয় পান ৬ উইকেট ও পারভেজ নেন ৪ উইকেট।