সেকশন

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
Independent Television
 

সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণার বাড়ি নির্মাণে বাধার অভিযোগ

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৪:০৮ পিএম

বাংলাদেশের হয়ে পরপর দুবার সাফ চ্যাম্পিয়ন হয়েছেন জাতীয় নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা। প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর রাঙামাটি জেলার এই কৃতি সন্তানকে  অনেক কিছুর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

২০২৪ সালে ফের বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় স্থানীয় প্রশাসন ঋতুপর্ণার বাড়ি নির্মাণের কাজ এগিয়ে নেওয়ার অনুমোদন দেন। কিন্তু এবার সেই নির্মাণ কাজে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন জাতীয় দলের এই ফুটবলার।  

আজ দীর্ঘ এক ফেসবুক পোস্টে ঋতুপর্ণা নিজেই এই অভিযোগ করেছেন। শনিবার সকালে ঋতুপর্ণা তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখেন, ‘২০২২ সালে প্রথমবারের মতো যখন সাফ চ্যাম্পিয়ন হই, তখন পাবর্ত্য চট্টগ্রাম বিভাগের পাঁচজন সদস্য ছিলাম। আমি আর রুপনা চাকমা রাঙামাটি জেলার আর বাকি তিনজন খাগড়াছড়ি। রাঙামাটি জেলা আমাদের পাঁচজনকে রাজকীয়ভাবে সংবর্ধনা এবং সম্মানিত করেন। সেসময়  স্বয়ং জেলা প্রশাসক আমার নিজ গ্রামের বাড়িতে এসেছেন আমার ঘরবাড়ি ও যাতায়াতের  অবস্থান দেখে যান। সেবার রুপনা চাকমাকে বাড়ি নির্মাণ করে দেয় জেলা প্রশাসন। যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, সবই বাস্তবায়ন করে দেন।‘  

সতীর্থকে দেয়া সব কিছু বাস্তবায়ন হলেও নিজের জন্য তেমন কিছু চাননি ঋতুপর্ণা। এলাকাবাসীর জন্য রাস্তা চেয়েছিলেন জানিয়ে এই ফুটবলার লেখেন, ‘আমাকে যখন জিজ্ঞেস করা হলো আমার কী চাওয়া পাওয়া আছে প্রশাসন থেকে, তখন আমি চেয়েছিলাম আমার এলাকাবাসী সুবিধার্তে যাতায়াতের জন্য রাস্তা। কারণ আমার বাড়িতে যাওয়ার রাস্তা নেই। আমি আমার নিজের জন্য কিচ্ছু চাইনি। রাঙামাটি জেলা প্রশাসন আশ্বাস দিয়েছিলেন, রাস্তা সংস্কার করে দেবেন এবং সেই সাথে আমাকে জায়গাসহ বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।’

ঋতুপর্ণার বাড়ির জন্য জায়গা নির্ধারণ করা হলেও সেটি আর বাস্তবায়ন করেনি আগের প্রশাসন তা জানিয়ে তিনি আরও লেখেন, ‘স্বয়ং আমাকে ডেকে নিয়ে ঘাগড়া বাজারে খাস জায়গা নির্ধারণ করেছেন এবং জায়গাটা আমারও পছন্দ হয়। সবকিছু ঠিকঠাক হয়। যাই হোক রুপনার সবকিছু বাস্তবায়ন হয়েছে। আমার মনেও বিশ্বাস, আশা ছিল প্রশাসনের কাছ থেকে, আমারও সবকিছু বাস্তবায়ন হবে। দুঃখের বিষয় আমার কোনোকিছু বাস্তবায়ন হয়নি। যাই হোক ওই বিষয় নিয়ে আমি আর মাথা ঘামাইনি। অনুশোচনাও হয়নি। ২০২২ গেল; সবকিছু ভুলে আমি আমার ক্যারিয়ার নিয়ে মনোযোগী হই।’

‘২০২৪ দ্বিতীয়বারে মতো বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়। সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় পুরস্কার জিতেছি। দ্বিতীয়বারের মতো দেশবাসী সবাই মিলে আনন্দ, উল্লাস  ভাগাভাগি করে উদযাপন করি। একইভাবে ২০২২ সালে যেভাবে আমাদের সংবর্ধনা দিয়েছিলেন, ঠিক সেভাবেই আমাদের রাজকীয়ভাবে সংবর্ধনা দিয়ে সম্মানিত করেন রাঙামাটি জেলা প্রশাসন। ২০২২ সালে যে আমাকে মিথ্যা আশ্বাস এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই নতুন বাংলাদেশ, এই নতুন প্রশাসনের কাছ থেকে দৃঢ় বিশ্বাস ছিল বিগত ২০২২ সালে জায়গাসহ বাড়ির করে দেওয়া এবং যাতায়াতের জন্য রাস্তা সংস্কার করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেইটা বাস্তবায়ন হবে।’

‘দেরিতে হলেও কিছুদিন আগে আমাকে ইউএনও মহোদয় কাজী আতিকুর রহমান স্যার খুশির সংবাদটি জানিয়ে দেন- আমার এলাকার  গ্রামবাসীর জন্য রাস্তা নির্মাণ বাবদ রাঙ্গামাটি জেলা পরিষদ হতে ইতোমধ্যে  বরাদ্দ প্রদান করা হয়েছে। একমাস আগে  জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা পরিষদ সদস্য রাস্তাটি পরিদর্শনও করেছেন। ইউএনও স্যার উনার নিজ উদ্যোগে আমার বাড়িতে সুপেয় পানির জন্য নিজেই গভীর নলকূপ স্থাপন করে দিয়েছেন।’

কদিন আগে প্রশাসন ঋতুপর্ণাকে বাড়ি দেওয়ার সংবাদ জানালে এই ফুটবলার অনেক খুশি ছিলেন। তবে একটি মহল তাঁর বাড়ি নির্মাণে বাধা হয়ে দাঁড়াচ্ছে জানিয়ে ঋতুপর্ণা ফেসবুক পোস্টে লেখেন, ‘ইতোমধ্যে জেলা প্রশাসক মহোদয় আমাকে একটা ঘর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন। প্রশাসন রাস্তা এবং জায়গাসহ বাড়ির করে দেওয়ার অনুমোদন সম্মতি  দিয়েছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি এবং কৃতজ্ঞতা প্রকাশ  করছি প্রশাসনকে। খুবই এক্সাইটেড ছিলাম সংবাদটা শুনে। এতদিন পর প্রশাসন আমাকে  বাড়ি করে দেওয়ার  সদয় সম্মতি দিয়েছে, কিন্তু এর মধ্যে আমি শুনতে পাচ্ছি কোনো এক মহল থেকে বাধা আসতে শুরু করেছে!’

বাড়ির কাজে এমন বাধা আসায় হতাশা প্রকাশ করে এই ফুটবলার আরও লেখেন,  ‘তাহলে আমার ঘাগড়ায় কি কোনো ঠাঁই নেই? এখন আমার অনুশোচনা হচ্ছে, ২০১৭ সাল থেকে আমি দেশের জন্য খেলতেছি দেশের প্রতিনিধিত্ব করতেছি, নিজে জেলার মানুষের কাছে মূল্যায়নটা পাইলাম কই? লেখায় যদি ভুলক্রটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।’

 

চলতি বছর জুনের শেষে বা জুলাইয়ে শুরু হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। তবে দক্ষিণ এশিয়া অঞ্চলের ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের ভেন্যু ও সূচি নির্ধারণ করা হচ্ছিল না। শেষ পর্যন্ত আসরটি ২০২৬ স্থগিত...
প্রথমার্ধে ১-১ সমতায় থাকা ম্যাচটার স্কোরলাইন দ্বিতীয়ার্ধ শেষেও একই, অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষেও তা-ই। এরপর কী আশা করেছিলেন? অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ হবে, তাতেও ব্যবধান তৈরি না হলে...
কদিন আগে খবর এসেছিল, চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে কিছু সময় চেয়েছেন সামিত, কিছু প্রশ্নও ছিল তাঁর বাফুফের কাছে। সবকিছুর শেষে আজ বাফুফে জানিয়েছে, বাংলাদেশের...
হামজা ফেসবুক পেজে ৩টি ছবি শেয়ার করেন। যার একটাতে হাসি মুখে বসে আছেন তিনি। কালো পাঞ্জাবি পরিহিত হামজার হাতে বাঁ হাতের কবজির কাছে একটি ব্যান্ড (ব্রেসলেট) দেখা যায়। দ্বিতীয় ছবিটা ঈদের নামাজের সময়কার।...
২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের জনপ্রিয় পর্যটনস্থল পাহেলগামে ঘটে যায় এক মর্মান্তিক সন্ত্রাসী হামলা। যেখানে নিহত হন অন্তত ২৬ জন, যাদের মধ্যে ২৫ জন ছিলেন ভারতীয় পর্যটক এবং একজন...
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় স্কলার্স বিশ্ববিদ্যালয়ের ২ নারী শিক্ষার্থীকে আটক করার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া...
লক্ষ্মীপুরের সদর ও রায়পুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন সাবেক ব্যাংক কর্মকর্তা ও একজন মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনাগুলো ঘটে।
কাশ্মীরের পেহেলগামে জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনা কাঁপিয়ে দিয়েছে ভারতকে। ২৬ পর্যটকের প্রাণহানির এই ঘটনার শোক ছুঁয়ে গেছে সবাইকেই। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.