সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

‘নিষিদ্ধ’ সাকিব সাহায্য চেয়েছিলেন, পাত্তা দেয়নি বিসিবি

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১২:২৫ পিএম

ভারত সফর চলাকালে সাকিব আল হাসান জানিয়েছিলেন, চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটাতে চান। কিন্তু সাকিবের সে ইচ্ছে পূরণ হয়নি। বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকায় শুধু ব্যাটসম্যান সাকিবকে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে বিবেচনা করেননি জাতীয় দলের নির্বাচকেরা।

সম্প্রতি ইংল্যান্ডে তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করেছেন সাকিব। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতেই জড়িয়েছেন নতুন বিতর্কে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমর্থকদের প্রকাশ্যে জুয়া খেলার আহ্বান জানিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।

সেটার রেশ থাকতে এবার সাকিব জানিয়েছেন, বোলিংয়ে নিষিদ্ধ হওয়ার পর বিসিবি যেভাবে বিষয়টা পরিচালনা করেছে, তাতে সন্তুষ্ট নন তিনি। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতি অভিযোগ না থাকলেও সাকিব জানিয়েছেন, যোগাযোগটা আরও ভালো হতে পারত। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

ক্রিকবাজকে সাকিব বলেছেন, ‘দেখুন, আমি অভিযোগ করছি না। কিন্তু যোগাযোগটা ভালো হলে আমি আরও খুশি হতাম।’

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে গত বছরের সেপ্টেম্বরে কাউন্টিতে সারের হয়ে খেলার সময়। এর ফলে বোলিংয়ে নিষিদ্ধ হন তিনি। পরবর্তীতে ইংল্যান্ড ও ভারতে দুই দফা পরীক্ষা দিয়েও নিজের বোলিংকে বৈধ প্রমাণ করতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার।

গত জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে নির্বিচারে হত্যার কোনো প্রতিবাদ না জানানোয় ছাত্র-জনতার তোপের মুখে পড়েন সাকিব। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পর দেশে ফিরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানাও হয়নি। এর মধ্যেই আসে বোলিংয়ে নিষেধাজ্ঞা।

ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইংল্যান্ডে প্রথম পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর চ্যাম্পিয়নস ট্রফির আগেই নিষেধাজ্ঞা কাটাতে চেয়েছিলেন সাকিব। সেক্ষেত্রে দ্বিতীয় পরীক্ষায় নামার আগে দীর্ঘদিনের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে এক সপ্তাহ ক্যাম্প করতে চেয়েছিলেন তিনি। এজন্য বিসিবির কাছে অনুরোধও করেন সাকিব। এর আগেও ফর্ম হারিয়ে ফেলাসহ নানা সমস্যায় তাঁর সঙ্গে কাজ করে সমস্যার সমাধান পেয়েছিলেন এই অলরাউন্ডার।

কিন্তু বর্তমানে জাতীয় দলের সহকারী কোচের ভূমিকায় থাকা সালাহউদ্দিনকে শুধু একজন ক্রিকেটারের জন্য অন্য দেশে পাঠানোর সে অনুরোধ উপেক্ষা করে বোর্ড।

বিসিবির সাড়া না পাওয়ার পর চেন্নাইয়ের বোলিং পরীক্ষাতেও পাস করতে পারলেন না সাকিব। এরপর ডাক পাননি চ্যাম্পিয়নস ট্রফির দলেও। তবে হাল ছাড়েননি সাকিব। বোর্ডকে অনুরোধ করেছিলেন চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখতে, তাহলে সালাহউদ্দিনের সঙ্গে কাজ করে টুর্নামেন্টের আগেই বোলিং টেস্ট দিতে পারতেন। কিন্তু বিসিবি সে অনুরোধও উপেক্ষা করেছে।

এরপর সারের প্রধান কোচ গ্যারেথ বেটি ও বন্ধু সিরাজুল্লাহ খাদেম নিপুর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে সাকিব তৃতীয় বারের চেষ্টায় বোলিং পরীক্ষায় উতরে যান।

এর আগে সিলেটে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নেমেছিল বাংলাদেশ। তবে প্রথম টেস্টের পর তরুণ পেসার নাহিদ রানা পিএসএল খেলতে পাকিস্তান গেছেন। নাহিদ রানার পরিবর্তে আজ একাদশে নেওয়া হয়েছে আরেক পেসার তানজিম...
গত কিছুদিনে বাংলাদেশের জাতীয় দল ছাপিয়েও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটই যত খবরের শিরোনামে। তামিম ইকবাল অসুস্থ হওয়ার পর থেকে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাঁর বদলে মোহামেডানের অধিনায়কত্ব করতে থাকা তাওহীদ...
সিলেট পর্বে একরাশ হতাশা নিয়ে আগামীকাল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামবেন শান্তরা। সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নামার আগে আজ রোববার সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন কোচ সিমন্স। ম্যাচের...
সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে বসেছে বাংলাদেশ। ২০১৮ সালের পর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছেন মুশফিকুর রহিমরা। অহমে চোট লাগা স্বাগতিক দল দ্বিতীয় টেস্টে তেড়েফুঁড়ে...
জাপানের ই-কমার্স খাতে যোগ দিতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তাঁদের ই-কমার্স উদ্যোগ ‘টিকটক শপ’ আগামী কয়েক মাসের মধ্যেই জাপানে চালু হতে যাচ্ছে বলে জানা গেছে। গতকাল রোববার (২৭...
ফ্রান্স থেকে ৯০ হাজার কোটি টাকা দিয়ে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। আজ সোমবার সরকার পর্যায়ে এই চুক্তি সই করা। এমন এক সময় ভারত এই চুক্তি করল, যখন প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে তাদের...
গত কয়েক মাস ধরে রেমিট্যান্স ও রপ্তানিতে বড় প্রবৃদ্ধি এবং আমদানি বিল পরিশোধের চাপ কমাসহ নানা কারণে টাকার বিপরীতে ডলারের দাম কমছে। সামনের দিনে দাম আরও কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.