২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে ৯ মাস হতে চলল। সেই বৈশ্বিক টুর্নামেন্টে ভরাডুবির পর কয়েকদিন আগে ঘরের মাঠে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। এ নিয়ে সমালোচনার ঝড় এখনও পুরোপুরি থামেনি। এর মধ্যে নতুন বিতর্ক যোগ হয়েছে, যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে এক দোকান থেকে ব্যাট কিনে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের এক ক্রিকেটারের বিরুদ্ধে!
সাংবাদিক ওয়াহেদ খানের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সে প্রতিবেদন অনুসারে, নিউ জার্সির এক দোকান থেকে তিনটি উন্নত মানের ব্যাট কেনেন পাকিস্তানের ওই ক্রিকেটার। দোকান মালিক নিজে নিউইয়র্কে এসে ব্যাটগুলো হস্তান্তর করে যান। এখনো সেই দোকান মালিক পাওনা অর্থ ফেরত পাওয়ার আশায় আছেন।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্টে ওয়াহেদ খান লিখেছেন, ‘গত বছর বিশ্বকাপ চলাকালে পাকিস্তানের একজন জনপ্রিয় খেলোয়াড় নিউ জার্সির এক দোকান থেকে তিনটি ব্যাট কেনেন। দোকান মালিক নিজে নিউইয়র্ক গিয়ে তাঁকে ব্যাট পৌঁছে দিয়েছিলেন। তিনি এখনো পাওনা অর্থের আশায় আছেন। ওই খেলোয়াড় তাঁর ফোন কলও রিসিভ করছেন না। খুবই দুঃখজনক ব্যাপার।’
ওয়াহেদ খান কিংবা এক্সপ্রেস ট্রিবিউন অভিযোগের প্রসঙ্গ তুললেও ওই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি। তবে এটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। ওই ক্রিকেটার কে হতে পারেন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে বিতর্ক চলছে।
অনেক সমালোচক উদ্বেগ প্রকাশ করেন যে, এ ঘটনা যদি সত্য হয়, তবে তা পাকিস্তান ক্রিকেটের সম্মান অনেকাংশে ক্ষুণ্ন করবে।
উল্লেখ্য, বর্তমানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে আছে পাকিস্তান দল। প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এ মুহূর্তে মাউন্ট মঙ্গানুইতে সিরিজের চতুর্থ ম্যাচ চলছে দুদলের।