উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতে সিঙ্গাপুরে যাচ্ছেন ক্রিকেটার তামিম ইকবাল। সাথে যাবেন স্ত্রী। বিসিবি মেডিকেল টিম ইংল্যান্ডের যাওয়ার পরামর্শ দিয়েছিল। ভিসা জটিলতায় সেটা হচ্ছে না। শঙ্কা না থাকলেও, চেকআপ ও ভবিষ্যৎ করণীয় জানতে তামিমের সিঙ্গাপুর যাওয়া।
মাঠে ঘটে যাওয়া দুর্ঘটনার পেরিয়ে গেল, প্রায় দুই সপ্তাহ। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে, সুস্থতার পথে রয়েছেন তামিম। ঈদ করেছেন ঢাকাতেই। জাতীয় দলের সাবেক অধিনায়ক শঙ্কা মুক্ত তবে এখনও রয়েছে দুর্বলতা।
বেশি কাজ অথবা অনেক প্রিয়জনদের সাথে দেখাও করতে পারছেন না। উন্নত চেক আপের জন্য তামিম যাচ্ছেন সিঙ্গাপুরে। যদিও বিসিবির মেডিক্যাল টিম থেকে পরামর্শ ছিল ইংল্যান্ডের। তামিম ছাড়া পরিবারের সদস্যদের ভিসা না থাকায় সিঙ্গাপুরকে বেছে নিতে হয়েছে।
সেখানে তামিম মাউরিস চু' নামক বিখ্যাত চিকিৎসককে দেখাবেন। নিজ থেকে গেলেও বিসিবি সব সময় খোঁজ খবর রাখবে, প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করবে।
গত মাসে ঈদের ছুটির আগে শেষ ম্যাচে তামিম বুকে ব্যথা অনুভব করেন। নানা নাটকীয়তায় করেন হার্ট অ্যাটাক। এরপর কেপিজে হাসপাতালে দুই দিনের চিকিৎসা ও রিং পড়ানোর পর ঢাকা নেয়া হয় তামিমকে।
ঢাকাতে এভারকেয়ার হাসপাতেও দুই দিন চেক আপ ও চিকিৎসা করানোর পর বাড়ি ফেরেন সাবেক ওপেনার। শঙ্কা অথবা উন্নত চিকিৎসার প্রয়োজন না হলেও, চেক আপ করানোর জন্য দেশের বাইরে যাওয়ার পরামর্শ ছিল অনেকের।