সেকশন

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

গেইল-বাটলার-কোহলিদের লেগেছিল এক বছর, এক মাসেই সে রেকর্ড ভাঙলেন পাকিস্তানের সাহিবজাদা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১১:১৯ এএম

পাকিস্তানের জার্সিতে ২০১৮ সালেই অভিষেক হয়েছিল সাহিবজাদা ফারহানের। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে মেলে ধরতে পারেননি ডানহাতি এ ব্যাটসম্যান। দীর্ঘ ৭ বছরে ৯টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, তাতে দুই অঙ্কে যেতে পেরেছেন মোটে দুবার। আলোচনায় আসার আগেই সাহিবজাদার ক্যারিয়ারের শেষ দেখছিলেন অনেকে। সেই ‘অচেনা’ এ ব্যাটসম্যানই এবার আলোচনার ঝড় তুলেছেন একের পর এক সেঞ্চুরি করে।  

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল সোমবার পেশোয়ার জালমির মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। এ ম্যাচে সাহিবাজাদার দুর্দান্ত সেঞ্চুরিতে (৫২ বলে ১০৬ রান) ভর করে ২৪৩ রানে ভর করে ইসলামাবাদ। রান তাড়ায় পেশেয়ার আটকে যায় ১৪১ রানেই। ইসলামাবাদের ১০২ রানের বড় জয়ের ভিতটা যে সাহিবজাদা গড়েছেন, এটা বোধহয় না বললেও চলে।

পিএসএলে সাহিবজাদার এটি প্রথম সেঞ্চুরি হলেও গত এক মাসে টি-টোয়েন্টিতে চারবার তিন অঙ্ক ছুঁলেন ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যান। তাতেই রেকর্ডে উঠেছে সাহিবজাদার নাম। স্বীকৃত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এক ক্যালেন্ডার ইয়ারে ৪ সেঞ্চুরি করা পঞ্চম ব্যাটসম্যান হলেন সাহিবজাদা।

এর আগে এ কীর্তি গড়েছিলেন ক্রিস গেইল, বিরাট কোহলি, জস বাটলার ও শুভমান গিল। তবে একটা জায়গায় সবাইকেই ছাড়িয়ে গেছেন সাহিবজাদা। সবচেয়ে কম সময়ে এবং কম ইনিংসে ৪ সেঞ্চুরি করলেন পাকিস্তানি ব্যাটসম্যান।

 

টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ সেঞ্চুরি

ক্রিকেটার

দেশ

সেঞ্চুরি

ইনিংস

বছর

ক্রিস গেইল

ওয়েস্ট ইন্ডিজ

৩০

২০১১

বিরাট কোহলি

ভারত

২৫

২০১৬

জস বাটলার

ইংল্যান্ড

১৬

২০২২

শুবমান গিল

ভারত

২২

২০২৩

সাহিবজাদা ফারহান

পাকিস্তান

০৯

২০২৫

 

ব্যাটহাতে সাহিবজাদার স্বর্গসময়ের শুরুটা গত ১৪ মার্চ শুরু হওয়া পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে। ওই টুর্নামেন্টে ৭ ম্যাচে ৩ সেঞ্চুরি আর ২ ফিফটিতে ৬০৫ রান করেন সাহিবজাদা। সাহিবজাদা কতটা দুর্দান্ত ছিলেন, সেটা ছোট একটা পরিসংখ্যানেই বোঝা যায়। সাহিবজাদার সর্বোচ্চ ৬০৫ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ২৮২! ওই টুর্নামেন্টে সাহিবজাদা ছক্কা মেরেছিলেন ৪০টি, আর দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ছিল ১৩টি!

অথচ সাহিবজাদা শুরুতে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে কোনো দলই পাননি। পরে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাঁকে দলে ভেড়ায় ইসলামাবাদ। কিন্তু কে-ই জানত, এভাবে আকস্মিক দানব হয়ে উঠবেন সাহিবজাদা, যাতে রেকর্ড এসে জমা হবে তাঁর পায়ের নিচে।

ইনিংসের ১০ম ওভারের দ্বিতীয় দফা বোলিংয়ে এসে আব্বাস আফ্রিদির উইকেট শিকার করেন রিশাদ। বাংলাদেশি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে পয়েন্ট অঞ্চলে ক্যাচ দেন আব্বাস (১)। ওই ওভারে রিশাদ দেন ৩ রান। তাতে দুই...
প্রথম ওভারে ৭ রান দিলেও কোনো উইকেট পাননি বাংলাদেশি লেগ স্পিনার। রিশাদের পরের ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন রুশো। প্রতিশোধ নিতে দেরি করেননি রিশাদ। পরের বলেই দারুণ এক গুগলিতে বোল্ড করেন কোয়েট্টার...
যুদ্ধাহত ফিলিস্তিনের পাশে থাকতে ব্যাটসম্যানদের প্রত্যেক ছক্কা আর বোলারদের প্রতি উইকেটের জন্য এক লাখ পাকিস্তানি রূপি করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে মুলতান কর্তৃপক্ষ। আর সে ঘোষণা অনুযায়ী, প্রথম...
অলিম্পিক ক্রিকেটে বাছাইপ্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা
দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ ভারত-পাকিস্তানের মধ্যে। এ কারণে বৈশ্বিক বা এশিয়া কাপে যে করেই হোক ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের ব্যবস্থা করে আইসিসি। কারণ, বিজ্ঞাপনের বাজারে এই ম্যাচের মূল্য অনেক। অতীতে...
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াই টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মেরুং...
বাছাইপর্বে নিজেদের প্রথম তিন ম্যাচ জেতা বাংলাদেশ সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসেছে। এতে ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন জ্যোতিরা। বাংলাদেশ নিজেদের শেষ...
জানা গেছে, গত ১ এপ্রিল রাত পৌনে ২টার দিকে পূর্বশত্রুতার জেরে জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার মো. রাশেদুজ্জামান রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আলিনুর পাভেলসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন।...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া উত্তর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.