পাকিস্তানের জার্সিতে ২০১৮ সালেই অভিষেক হয়েছিল সাহিবজাদা ফারহানের। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে মেলে ধরতে পারেননি ডানহাতি এ ব্যাটসম্যান। দীর্ঘ ৭ বছরে ৯টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, তাতে দুই অঙ্কে যেতে পেরেছেন মোটে দুবার। আলোচনায় আসার আগেই সাহিবজাদার ক্যারিয়ারের শেষ দেখছিলেন অনেকে। সেই ‘অচেনা’ এ ব্যাটসম্যানই এবার আলোচনার ঝড় তুলেছেন একের পর এক সেঞ্চুরি করে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল সোমবার পেশোয়ার জালমির মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। এ ম্যাচে সাহিবাজাদার দুর্দান্ত সেঞ্চুরিতে (৫২ বলে ১০৬ রান) ভর করে ২৪৩ রানে ভর করে ইসলামাবাদ। রান তাড়ায় পেশেয়ার আটকে যায় ১৪১ রানেই। ইসলামাবাদের ১০২ রানের বড় জয়ের ভিতটা যে সাহিবজাদা গড়েছেন, এটা বোধহয় না বললেও চলে।
পিএসএলে সাহিবজাদার এটি প্রথম সেঞ্চুরি হলেও গত এক মাসে টি-টোয়েন্টিতে চারবার তিন অঙ্ক ছুঁলেন ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যান। তাতেই রেকর্ডে উঠেছে সাহিবজাদার নাম। স্বীকৃত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এক ক্যালেন্ডার ইয়ারে ৪ সেঞ্চুরি করা পঞ্চম ব্যাটসম্যান হলেন সাহিবজাদা।
এর আগে এ কীর্তি গড়েছিলেন ক্রিস গেইল, বিরাট কোহলি, জস বাটলার ও শুভমান গিল। তবে একটা জায়গায় সবাইকেই ছাড়িয়ে গেছেন সাহিবজাদা। সবচেয়ে কম সময়ে এবং কম ইনিংসে ৪ সেঞ্চুরি করলেন পাকিস্তানি ব্যাটসম্যান।
টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ সেঞ্চুরি
ক্রিকেটার | দেশ | সেঞ্চুরি | ইনিংস | বছর |
ক্রিস গেইল | ওয়েস্ট ইন্ডিজ | ৪ | ৩০ | ২০১১ |
বিরাট কোহলি | ভারত | ৪ | ২৫ | ২০১৬ |
জস বাটলার | ইংল্যান্ড | ৪ | ১৬ | ২০২২ |
শুবমান গিল | ভারত | ৪ | ২২ | ২০২৩ |
সাহিবজাদা ফারহান | পাকিস্তান | ৪ | ০৯ | ২০২৫ |
ব্যাটহাতে সাহিবজাদার স্বর্গসময়ের শুরুটা গত ১৪ মার্চ শুরু হওয়া পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে। ওই টুর্নামেন্টে ৭ ম্যাচে ৩ সেঞ্চুরি আর ২ ফিফটিতে ৬০৫ রান করেন সাহিবজাদা। সাহিবজাদা কতটা দুর্দান্ত ছিলেন, সেটা ছোট একটা পরিসংখ্যানেই বোঝা যায়। সাহিবজাদার সর্বোচ্চ ৬০৫ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ২৮২! ওই টুর্নামেন্টে সাহিবজাদা ছক্কা মেরেছিলেন ৪০টি, আর দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ছিল ১৩টি!
অথচ সাহিবজাদা শুরুতে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে কোনো দলই পাননি। পরে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাঁকে দলে ভেড়ায় ইসলামাবাদ। কিন্তু কে-ই জানত, এভাবে আকস্মিক দানব হয়ে উঠবেন সাহিবজাদা, যাতে রেকর্ড এসে জমা হবে তাঁর পায়ের নিচে।