চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারত- এটা পুরনো খবর। এবার আইসিসির এফটিপিতে থাকা সেই সাদা বলের সিরিজের সূচি জানিয়েছে বিসিবি। সব ঠিক থাকলে আগামী ১৩ আগস্ট বাংলাদেশে পা রাখবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।
বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সিরিজের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। এই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ।
আজ (মঙ্গলবার) ভারতের সাদা বলের দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে বিসিবি। সফরসূচি অনুযায়ী ১৭ ও ২০ অগাস্ট মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম দুই ওয়ানডে।
এরপর সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে ২৩ আগস্ট। চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ রহুল আমিন স্টেডিয়ামে (আগের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) শেষ ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচও সেখানেই অনুষ্ঠিত হবে।
২৬ অগাস্ট চট্টগ্রামের প্রথম টি-টোয়েন্টির পর বাকি দুটি টি-টোয়েন্টির জন্য ঢাকা ফিরবে দুদল। ২৯ ও ৩১ অগাস্ট সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে মিরপুরে।
এর আগে ভারতে টি-টোয়েন্টি সিরিজ খেললেও এই প্রথম বাংলাদেশের মাঠে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।
এক নজরে ভারতের বাংলাদেশ সফরের সূচি:
ম্যাচ ডে | ম্যাচ | ভেন্যু |
১৭ অগাস্ট | প্রথম ওয়ানডে | মিরপুর |
২০ অগাস্ট | দ্বিতীয় ওয়ানডে | মিরপুর |
২৩ অগাস্ট | তৃতীয় ওয়ানডে | চট্টগ্রাম |
২৬ অগাস্ট | প্রথম টি-টোয়েন্টি | চট্টগ্রাম |
২৯ অগাস্ট | দ্বিতীয় টি-টোয়েন্টি | মিরপুর |
৩১ অগাস্ট | তৃতীয় টি-টোয়েন্টি | মিরপুর |