গত রোববার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়ে পিএসএল অভিষেক রাঙিয়েছিলেন রিশাদ হোসেন। সে ম্যাচে তাঁর দল লাহোর কালান্দার্স জিতেছিল ৭৯ রানে। ওই ম্যাচের ছন্দ পরের ম্যাচেও টেনে এনেছেন বাংলাদেশি লেগ স্পিনিং অলরাউন্ডার। গতকাল করাচি কিংসের বিপক্ষে আরও ক্ষুরধার ছিলেন রিশাদ। এবার মাত্র ২৬ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি।
রিশাদের এমন আগুনে পারফরম্যান্সের দিনে লাহোর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ফখর জামান (৪৭ বলে ৭৬ রান) ও ড্যারিল মিচেলের ফিফটিতে (৪১ বলে ৭৫) ভর করে ৬ উইকেটে ২০১ রান তোলে লাহোর। রান তাড়ায় নেমে রিশাদ-শাহিন আফ্রিদির বোলিং তোপে ১৩৬ রানে আটকে যায় করাচি।
অবশ্য আগের ম্যাচের মতো এ ম্যাচেও ব্যাট হাতে তেমন কিছু করার সুযোগ ছিল না রিশাদ হোসেনের। ইনিংসের ১৯তম ওভারে ব্যাটিংয়ে নেমেছিলেন বটে, তবে স্ট্রাইক পেয়েছিলেন মোটে ৩ বল। তাতে ২ রান নিয়েছেন রিশাদ। আর ইনিংসের শেষ বলে হয়েছেন রান আউট। ব্যাট হাতে কিছু না করতে পারার আক্ষেপটা বল হাতে পুষিয়ে দিয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার।
রিশাদ বোলিংয়ে আসার আগে করাচিকে বড় আঘাত করেন শাহিন আফ্রিদি। ইনিংসের প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নার (০) ও জেমস ভিনসকে (০) ফিরিয়ে করাচিকে বিপাকে ফেলেন পাকিস্তানি পেসার। সপ্তম ওভারে এসে টিম সেইফার্টের উইকেট শিকার করেন আব্বাস আফ্রিদি।
৭ ওভার শেষে করাচির স্কোরবোর্ডে ৩ উইকেটে ৪৫ রান। পরের ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন রিশাদ। ওভারের প্রথম বলেই উইকেটের দেখা পেয়ে যান বাংলাদেশি স্পিনার। রিশাদের বলে রিভার্স সুইপের চেষ্টা করেছিলেন শান মাসুদ, তবে ঠিকঠাক ব্যাটে-বলে করতে না পারায় উইকেটের পেছনে ক্যাচে পরিণত হন পাকিস্তানি ব্যাটসম্যান (১৮)। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে মাসুদের উইকেটটা পায় লাহোর।
একই ওভারে রিশাদ আরও একটি উইকেটের দেখা পেয়ে যান। ওভারের পঞ্চম বলে রিশাদের দারুণ এক ডেলিভারিতে লং অনে মিচেলের হাতে ক্যাচ দেন ইরফান খান (৬)। ওভার শেষে রিশাদের নামের পাশে ১ রানে ২ উইকেট।
ইনিংসের ১০ম ওভারের দ্বিতীয় দফা বোলিংয়ে এসে আব্বাস আফ্রিদির উইকেট শিকার করেন রিশাদ। বাংলাদেশি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে পয়েন্ট অঞ্চলে ক্যাচ দেন আব্বাস (১)। ওই ওভারে রিশাদ দেন ৩ রান। তাতে দুই ওভার শেষে রিশাদের বোলিং ফিগার ২-০-৪-৩!
শেষ দুই ওভার অবশ্য কিছুটা খরুচে ছিলেন রিশাদ। পরের দুই ওভারে ২২ রান দিলেও আর কোনো উইকেট পাননি। তাতে ৪ ওভার শেষে রিশাদের নামের পাশে ২৬ রানে ৩ উইকেট। টানা দুই ম্যাচে ৩ উইকেট করে নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন রিশাদ।
রিশাদের দুর্দান্ত দিনে শাহিন আফ্রিদিও বল হাতে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন। লাহোর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ইনিংসের ৫ বল বাকি থাকতেই গুটিয়ে যায় করাচি। আর লাহোর পেয়ে যায় ৬৫ রানের বড় জয়।
লাহোরের এ জয়ে যে রিশাদের বড় অবদান আছে, সেটা ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতেও বলেছেন দলটির অধিনায়ক শাহিন আফ্রিদি। রিশাদ প্রসঙ্গে আফ্রিদি বলেছেন, ‘রিশাদ বাংলাদেশের হয়ে ভালো পারফর্ম করেছে, ও তাদের ভবিষ্যতের তারকা। ও মাঝের ওভারগুলোতে দুর্দান্ত বোলিং করছে, ওদের (করাচি) মিডল অর্ডারকে ধসিয়ে দিয়েছে।’