সেকশন

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

শেয়ার আর চিংড়ির ব্যবসায়ে দুর্নীতির অভিযোগ

সাকিব বললেন, ‘কিছু লুকাচ্ছি না, চুরি করে পালিয়েও যাচ্ছি না’

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পিএম

আগস্টের পর থেকে কত ঝামেলাতেই না পড়তে হয়েছে সাকিব আল হাসানকে! হত্যা মামলায় তাঁকে আসামী করা হয়েছে, তাঁর চিংড়ির ঘেরের ব্যবসায়ের ঋণ পরিশোধ না হওয়ার কারণে সাকিবের সম্পত্তি জব্দ করা হয়েছে, দুর্নীতির অভিযোগ এসেছে শেয়ারের ব্যবসায়। এসব নিয়ে সাকিবের অনুভূতি কী?

বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি সানের সঙ্গে বিস্তারিত সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেছেন সাকিব। তাঁর দুটি ব্যবসায়ের ক্ষেত্রে আসলে কী হয়েছে, আর তাঁকে কীভাবে দোষী করা হচ্ছে, সেসব নিয়ে নিজের দিক থেকে একটা ব্যাখ্যা দিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। দুই ব্যবসায়ের কোনোটিতেই তিনি অর্থ বিনিয়োগের বাইরে কোনো কাজেকর্মে জড়িত ছিলেন না দাবি করে সাকিব বলেছেন, তদন্তে প্রয়োজন হলে তিনি সব তথ্য দিতে প্রস্তুত। সে প্রসঙ্গেই বলেছেন, তিনি কিছু লুকাচ্ছেন না, কারও কাছ থেকে কিছু চুরি করেও পালিয়ে যাচ্ছেন না।

সাক্ষাৎকারে প্রসঙ্গটা এসেছে সাকিবের রাজনীতিতে যোগ দেওয়া, সংসদ সদস্য হওয়া এবং আগস্টের পর থেকে তাঁর বিভিন্ন মামলা ও শাস্তির মুখোমুখি হওয়া নিয়ে। এসব দেখে রাজনীতিতে যোগ দেওয়ার কারণে এখন পরিতাপ হচ্ছে কি না, তাঁর বিরুদ্ধে মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত কি না – এসব নিয়েই কথা বলেছেন সাকিব।

মামলার ব্যাপারে সাকিব বললেন, ‘উকিলের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বললেন যে মামলাগুলো সাধারণ গতিতে যাচ্ছে না, স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। দেখুন, ক্রিকেটের বাইরে কোনো কিছুতে তো কখনো সেভাবে সময় দিইনি, স্বাভাবিকভাবেই ব্যবসা আর লাভের দিকে নজর দিতে পারিনি। আমি মূলত দুটি ব্যবসার সঙ্গে জড়িত – একটা চিংড়ির ফার্ম, আরেকটা শেয়ার মার্কেটের ব্যবসা।’

এরপর চিংড়ির ঘেরের ব্যবসায়ে তিনি কতটা জড়িয়ে ছিলেন, সে ব্যাখ্যা দিয়েছেন সাকিব, ‘কোভিডের আগে ২০১৯ সাল পর্যন্ত চিংড়ির ফার্মটা ভালোই চলছিল। কোনো ইনস্টলমেন্ট বাকি ছিল না। কিন্তু কোভিডের কারণে প্রজেক্টটা আটকে গেল, কিছু পণ্য নষ্ট হলো, যেটার কারণে অনেক বড় লস হলো। আমরা ব্যাপারগুলো সামলে নিতে পারতাম, কিন্তু ভেতরে ভেতরে কিছু সমস্যা ছিল, দু-একজন অংশীদার টাকা নিয়ে বেরিয়ে গেলেন। এখন এখানে একটা ব্যাপার আছে, আমি ফার্মের ৩৫ পার্সেন্টের মালিক, বাকি ৬৫ পার্সেন্টের মালিকানা অন্যদের। কিন্তু কী কারণে যেন মানুষ শুধু সাকিব আল হাসানের নামটাই জানতে পারল! ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের নাম সামনেই এল না। ফার্মের দিক থেকে ভাবলে তাঁরা উল্টোপাল্টা কিছু করেননি, আমিও ওখানে কয়েক ঘণ্টার জন্যই গিয়েছিলাম শুধু। আমি নিয়মিত যাইনি, কী হচ্ছে না হচ্ছে সেসবের খোঁজখবর রাখিনি। কিন্তু যখন শুনলাম ঝামেলা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে নিজের পকেট থেকে ওদের টাকা দিয়েছি, কারণ আমি চেয়েছি যাতে প্রজেক্টটা বন্ধ না হয়।’

এই ব্যবসায়ের ভবিষ্যৎ সম্ভাবনা ভালো বলে মনে হচ্ছে তাঁর, সে কারণে ব্যবসায়ের বিপরীতে নেওয়া ঋণটা পুনঃবিন্যাস করে ব্যবসাটা চালিয়ে নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন সাকিব, ‘পুরো প্রজেক্টের দায়িত্বে যিনি ছিলেন, তাঁর উচিত ছিল অংশীদারদের সঙ্গে কথা বলা, মূল সমস্যাটা বোঝা। কিন্তু কীভাবে কীভাবে যেন সব দোষ আমার ঘাড়েই ফেলা হলো, কারণ আমার নামই কোম্পানির সঙ্গে জড়িয়ে গিয়েছিল। আমার আরও খোঁজখবর নেওয়া উচিত ছিল, পারিনি কারণ আমাকে ক্রিকেটে ফোকাস করতে হয়েছে। আমি যদি ক্রিকেটে, অনুশীলনে ফোকাস না করে ওখানে গিয়ে প্রতি মাসে দু-তিন থাকতে পারতাম, তাহলে হয়তো ব্যবসাটা ঠিকঠাকই থাকত। এমনকি এখনো আমি চাই লোনটা রি-শিডিউল করে ব্যবসাটা আবার শুরু করতে, কারণ এটার বাজারের দখল নেওয়ার ভালো সম্ভাবনা আছে, আমরা বিদেশি মুদ্রাও আয় করতে পারব। সরকারের দিক থেকেও এই ব্যবসায়ে কিছু প্রণোদনা আছে। সে কারণে আমি চাইছি লোনটা রিশিডিউল করতে।’

তাঁর দেনার পরিমাণ অনেক অল্প জানিয়ে এই ঋণের বিপরীতে তাঁর সম্পত্তি জব্দ করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাকিব, ‘যদি তারা আমাকে সেই (লোন রিশিডিউল) অনুমতি দেয়…না দেওয়ার কোনো কারণ নেই অবশ্য। আমি টাকা নিয়েছি, আমি সেটা ফেরত দিতে চাই। কিন্তু তারা যদি আমাকে সেই সুযোগটা না দেয়, তাহলে ব্যাপারটা কঠিন হয়ে যায়। মানুষ শত শত কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দেয়নি, আর এখানে তো মাত্র ৪.৫ কোটি টাকা। আমার ৩৫ পার্সেন্টের ভাগ হিসাব করলে আমাকে ১ কোটি ২০ লাখ টাকার মতো দিতে হবে। কিন্তু যেভাবে আমার সম্পত্তি জব্দ করা হলো, আমার মনে হয় না সেটা স্বাভাবিক।’

এ তো গেল চিংড়ির ঘেরের ব্যবসা, শেয়ার ব্যবসায়েও তো সাকিবকে নিয়ে বিভিন্ন সময়ে অনেক বিতর্ক ছড়িয়েছে। এ নিয়ে সাকিবের কথা, ‘কেউ যদি দেখাতে পারে যে আমি শেয়ার মার্কেটে একটা সিঙ্গেল ট্রেডও করেছি, আমি আমার সবকিছু তাদের দিয়ে দেব। বাংলাদেশের স্টক মার্কেটে কীভাবে ট্রেড করতে হয়, আমি তো সেটাই জানি না। আমার ফোনে কোনো অ্যাপও নেই। হ্যাঁ, আমি একজনকে টাকা দিয়েছি আমার হয়ে বিনিয়োগ করার জন্য, কিন্তু পুরো বিনিয়োগই লসে পরিণত হয়েছে। কেউ যদি দেখাতে পারে যে আমি একটা টাকাও লাভ করেছি শেয়ার মার্কেট থেকে, আমি খুশি মনে সবকিছু তাকে দিয়ে দেব।… আমার এখানে কোনো লাভ হয়নি, এই ব্যবসার প্রসেসের সঙ্গে আমি জড়িতও নই। কোনো মিটিং করিনি, সেখানে যাইও-নি। তাহলে এখানে আমি কীভাবে কালপ্রিট হলাম?’

যেভাবে সবকিছু দেখানো হচ্ছে, তেমন কোনো অপরাধ তিনি করেননি দাবি করে সাকিবের কথা, ‘আমি ইস্যুটা থেকে গা বাঁচিয়ে পালাচ্ছি না। আমিও চাই এসে সব ঠিক করতে। আমার মনে হচ্ছে সেই সুযোগটা আমার প্রাপ্য। সেটা যদি তাঁরা আমাকে দেয়, খুশি হব। আমার মনে হয় না যেভাবে সব দেখানো হচ্ছে, তেমন কোনো ধরনের অপরাধ আমি করেছি। ওই সময়ে (জুলাই-আগস্টের পরপর) সবকিছু অন্যরকম ছিল, কিন্তু এখন তো সব শান্ত হয়েছে। মানুষও নিশ্চয়ই দেখছে যে শুধু একটা ছবির জন্য একজন মানুষকে এত শাস্তির মুখে পড়তে হওয়া ঠিক হচ্ছে না।’

তদন্তেও সরকার চাইলে পূর্ণ সহায়তা করতে আগ্রহী বলে জানালেন সাকিব, ‘(তদন্তে) তাঁদের যে তথ্য দরকার, আমি সেটা দিতে আগ্রহী – সেটা চিংড়ির ব্যবসার ক্ষেত্রে যেমন, তেমনি শেয়ারের বেলায়ও। তাঁদের যদি মনে হয় যথাযথ ও পূর্ণ তদন্তের স্বার্থে আমার (বাংলাদেশে) আসা উচিত, আমি খুশি মনেই সেটা করব। আমি কোনো কিছু লুকাচ্ছি না, কারও কাছ থেকে কিছু চুরি করে পালিয়েও যাচ্ছি না।’

 

বাছাইপর্বে নিজেদের প্রথম তিন ম্যাচ জেতা বাংলাদেশ সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসেছে। এতে ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন জ্যোতিরা। বাংলাদেশ নিজেদের শেষ...
বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার
ওয়েস্ট ইন্ডিজকে হারালেই এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের টিকিট পেয়ে যেত বাংলাদেশ। আজ এমন সমীকরণে লাহোরে ক্যারিবিয়ানদের বিপক্ষে নেমে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।
ডিপিএলে সন্দেহজনক আউট 
ক্যারিয়ারের প্রায় শেষ দেখা ফেলা সাকিব আল হাসান এখনও জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেন। আজ বাংলাদেশের ইংরেজি পত্রিকা দ্য ডেইলি সান-এ সাক্ষাৎকারে নিজের বর্তমান অবস্থানসহ সামনে কী করতে চান সেসব...
রাজনীতিতে যোগদানের পর সাকিবকে অনেকেই ভিন্ন নজরে দেখছেন। কিন্তু সাকিব স্পষ্ট জানিয়েছেন, তাঁকে ১৮ বছরের ক্যারিয়ার নাকি ৬ মাসের রাজনীতি দিয়ে বিবেচনা করা হবে সেটি সম্পূর্ণ সমর্থকদের ইচ্ছা। সাক্ষাৎকারে...
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াই টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মেরুং...
জানা গেছে, গত ১ এপ্রিল রাত পৌনে ২টার দিকে পূর্বশত্রুতার জেরে জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার মো. রাশেদুজ্জামান রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আলিনুর পাভেলসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন।...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া উত্তর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের ভবন থেকে শামীম হোসেন (৩১) নামের এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চেকপোস্টের ইমিগ্রেশন বিভাগে কর্মরত ছিলেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.