পল পগবাকে সর্বশেষ কবে মাঠে দেখা গেছে, সেটা অনেকেই মনে করতে পারবেন না। ২০২৩ সালে সর্বশেষ জুভেন্টাসের হয়ে নেমেছিলেন। এরপর ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ হয়েছেন ১৮ মাসের জন্য। নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত মাসেই কিন্তু এখনো মাঠে নামা হয়নি তাঁর।
একসময় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে ঘিরে নানা গুঞ্জন শোনা গেলেও শীর্ষ পর্যায়ে তাঁকে আসলেই দেখা যাবে কিনা, এ নিয়ে সন্দিহান অনেকেই।
নিষেধাজ্ঞার বেশ আগ থেকেই ছন্দে ছিলে না। ফ্রান্স জাতীয় দলে সর্বশেষ তাঁকে দেখা গেছে ২০২২ সালে।
আমেরিকা, ফ্রান্সের ক্লাব তো বটেই এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নাম জড়ালেও কোনো দলবদলের গুঞ্জনই খুব একটা শক্তিশালী না। ২০২৩ সালে সেপ্টেম্বরের পর থেকে পেশাদার ফুটবলে দেখা না গেলেও ৩২ বছর বয়সী এ নিয়ে খুব একটা ভাবছেন না। ভবিষ্যতে কী হবে তা নিয়ে না ভেবে বরং জীবন উপভোগের চেষ্টা করছেন।
পগবা আপাতত পার্টি করে বেড়াচ্ছেন। নিজের সেরা সময়েও মাঠের চেয়ে মাঠের বাইরের জীবনটা বেশি রঙিন ছিল। এখনও তাঁকে দেখা যাচ্ছে পার্টি করে বেড়াতে। স্ত্রী জুলে পগবার সঙ্গে বিভিন্ন পার্টিতে যাচ্ছেন। ইয়টের ওপর নেচে সে ভিডিও দিচ্ছেন ইনস্টাগ্রামে।
আগামী জুলাইয়ের আগে নতুন কোনো ক্লাবে যেহেতু যোগ দেওয়া হচ্ছে না, তাই পগবা এখন সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তাঁর জন্মদিনের পার্টিতে স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারেসকেও দেখা গেছে। আর পার্টির ছবি ইনস্টাগ্রামে লিখে বলেছেন, ‘সবার ভালোবাসা পেয়ে বিস্মিত। আমার অসাধারণ স্ত্রী ও বন্ধুদের অবিস্মরণীয় জন্মদিন পালনের জন্য ধন্যবাদ। আমি সত্যি ভাগ্যবান।’