প্রথমে এল পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পাঁচ টি-টোয়েন্টির সফরের সূচি। এরপর এল আরেক খবর, পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতেও দুই টি-টোয়েন্টির সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সপ্তাহখানেকের মধ্যে এই দুই দেশে সফরের সূচি নির্ধারিত হতে দেখা বাংলাদেশ দল আজ পেল শ্রীলঙ্কা সফরের সূচিও।
আগামী জুন-জুলাইয়ে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। একেবারে পূর্ণাঙ্গ সিরিজ! ২০১৭ সালের পর এবারই প্রথম শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
প্রায় এক মাসের লম্বা সফর! সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের পর এই সফর মিলিয়ে হিসেব করলে আগামী দু-তিন মাসে বেশ ব্যস্ত সময়ই যাবে বাংলাদেশ দলের!
৩ জুন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে বাংলাদেশ দলের। আর শ্রীলঙ্কার উদ্দেশে বাংলাদেশ দল রওনা দেওয়ার কথা আগামী ১৩ জুন। গলে প্রথম টেস্ট দিয়ে সিরিজে পথচলা শুরু হবে ১৭ জুন। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জুন, কলম্বোতে।
টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচও কলম্বোতে, ২ ও ৫ জুলাই। পাল্লেকেলেতে শেষ ওয়ানডে ৮ জুলাই। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই দিবারাত্রির।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ জুলাই, পাল্লেকেলেতেই। ডাম্বুলায় ১৩ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি খেলে কলম্বোতে ১৬ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ করবে বাংলাদেশ দল।
একদিক থেকে দেখলে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ দুটি বাড়তি গুরুত্ব নিয়ে আসছে। টেস্টের ক্ষেত্রে এই সিরিজ দিয়েই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পথচলা শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলেরই। আর টি-টোয়েন্টি সিরিজের গুরুত্ব? ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পাশাপাশি সহ-আয়োজক হিসেবে যে শ্রীলঙ্কাও আছে। সেদিক থেকে এই সিরিজ বাংলাদেশের জন্য একটা ‘শিক্ষাসফর!’
বিশ্বকাপের ম্যাচগুলো কোন ভেন্যুতে হবে তা এখনো নির্ধারিত হয়নি। তবে ক্রিকইনফো জানাচ্ছে, কলম্বো ও পাল্লেকেলের ভেন্যু দুটির বিশ্বকাপের ম্যাচ পাওয়া বলতে গেলে নিশ্চিতই, ডাম্বুলায়ও হতে পারে ম্যাচ। বাংলাদেশের বিশ্বকাপের কোনো ম্যাচ এই তিন ভেন্যুতে পড়তে সে ক্ষেত্রে এই সিরিজে বিশ্বকাপের ‘ভেন্যু-পরিচিতি’ও সেরে নিতে পারবেন লিটনরা।