ডোনাল্ড ট্রাম্প গতকালই ট্রাম্প কার্ড দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু অস্ত্রবিরতি ঘোষণার মাত্র তিন ঘণ্টা পরই সীমান্তে উত্তেজনার খবর পাওয়া গেল। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরসহ একাধিক জায়গায় গোলাগুলির শব্দ পেয়েছে সেখানকার বাসিন্দারা।
এর পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তির রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। ভারতই বরং যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। আর ভারতীয় ক্রিকেটাররা এ ইস্যুকে কাজে লাগিয়ে পাকিস্তানকে অপমান করছেন।
গতকাল রাতে গোলাগুলির খবর জানার পর সাবেক ব্যাটসম্যান ভিরেন্দর সেহওয়াগ এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘কুকুরের লেজ কখনো সোজা হবে না।’ ওদিকে ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে এর আগে শাহিদ আফ্রিদির সঙ্গে তর্কে নামা শিখর ধাওয়ান গতকাল টুইট করেছেন, ‘নোংরা দেশটা আবার পুরো বিশ্বের সামনে নিজেদের নোংরা আচরণ দেখিয়ে দিল।’
নতুন করে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব শুরু হয়েছে গত ২২ এপ্রিল। ভারত শাসিত কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ জন প্রাণ হারান। নয়াদিল্লি এ জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান।
গত ৭ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাকিস্তান এর পাল্টা জবাব দেয়। মধ্যস্থতায় এগিয়ে এসে গতকাল শনিবার বিকেল ৫টা থেকে ভারত ও পাকিস্তানকে তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি করে যুক্তরাষ্ট্র।