ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে গত সপ্তাহের শেষ দিকে স্থগিত হয়ে যায় দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ- আইপিএল ও পিএসএল। গত শনিবার দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় গতকাল সোমবার রাতে এক বিবৃতিতে পুনরায় আইপিএল শুরু হওয়ার ঘোষণা দিয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মে শনিবার থেকে মাঠে গড়াবে আইপিএলের বাকি থাকা ১৭ ম্যাচ।
এবার ভারতের দেখানো পথেই যেন হাঁটার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ঘোষণা করেছেন, স্থগিত হওয়া পিএসএল আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পিসিবি চেয়ারম্যান লিখেছেন, ‘পিএসএল যেখানে থেমেছিল, ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে। ছয়টি দল, ভয়ডরহীন ক্রিকেট। আসুন আমরা এক হয়ে ক্রিকেটের চেতনাকে উদযাপন করি।’
পিএসএলের সময়সূচি সম্পর্কে মহসিন নাকভি লিখেছেন, ‘১৭মে শুরু হতে যাওয়া উত্তেজনাপূর্ণ ৮টি ম্যাচের জন্য প্রস্তুত হোন। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। সব দলকে শুভকামনা।’
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর থেকেই পিএসএল শুরুর জন্য তোড়জোড় শুরু করে পিসিবি। টুর্নামেন্টের বাকি থাকা ম্যাচগুলো নির্বিঘ্নে আয়োজন করতে সব ভেন্যুতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।