সেকশন

সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

নতুন কোচ হেসন 

বাংলাদেশ সামনে অপেক্ষায়, তার আগেই পাকিস্তানে বড় বদল

আপডেট : ১৩ মে ২০২৫, ০৫:০৭ পিএম

পাকিস্তান ক্রিকেটে কোচ বদলের সংস্কৃতি নতুন কিছু নয়। জেসন গিলেস্পির পদত্যাগের পর থেকে অন্তর্বর্তীকালীন কোচ আকিভ জাভেদের অধীনেই খেলছিলেন বাবর আজমরা। তবে আসন্ন বাংলাদেশ সিরিজের আগে এবার নতুন হেড কোচ নিয়োগ দিল পিসিবি।

ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য পাকিস্তানের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক কিউই তারকা মাইক হেসনকে। ৫০ বছর বয়সী এই কোচ তাঁর কোচিং ক্যারিয়ারের শুরুতে আর্জেন্টিনা ও কেনিয়ার হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন। তবে তাঁর সবচেয়ে সফল অংশটা কেটেছে নিউজিল্যান্ডের কোচ হিসেবেই। 

রিজওয়ানদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের হেড কোচ হিসেবে পথচলা শুরু করবেন চলতি মাসের ২৬ মে থেকে। এই মুহূর্তে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হেসন। ২৫ মে পিএসএল শেষ হবে, তার পরের দিন থেকে পাকিস্তানের দায়িত্বে নেমে পড়বেন হেসন। 

ওদিকে কারস্টেন-গিলেস্পিদের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্বে পাকিস্তানের কোচ বনে যাওয়া আকিভ জাভেদকে এখন পিসিবির হাই পারফরম্যান্সের পরিচালক বানিয়ে দেওয়া হয়েছে। ক্রিকইনফো জানাচ্ছে, পিসিবির নির্বাচক কমিটিতে যে পাঁচ জনের ভোটেই সিদ্ধান্ত হয়, তাঁদের একজন হিসেবে বহালই থাকবেন আকিভ জাবেদ। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় থেকেই নির্বাচক প্যানেলে ভোটাধিকার ছিল জাভেদের। 

হেসনকে কোচ হিসেবে নিয়োগের ব্যাপারে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে উদ্ধৃত করে বোর্ডের বিবৃতিতে বলছে, ‘সাদা বলের ক্রিকেটে পাকিস্তান ছেলেদের জাতীয় দলের কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও খ্যাতিমান কোচ মাইক হেসনকে নিয়োগ দেওয়ার খবর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ে তোলার সফল রেকর্ড এবং আন্তর্জাতিক ক্রিকেটের প্রচুর অভিজ্ঞতা নিয়ে যোগ দেবেন হেসন। পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে আমরা তার দক্ষতা এবং নেতৃত্বের জন্য উন্মুখ। দলে আপনাকে স্বাগতম, মাইক!’

২০০৩ সালে আর্জেন্টিনা, ২০০৫ সালে কেনিয়ার পর ২০১২ সালে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পান হেসন। তাঁর হাত ধরে ২০১৫ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল নিউজিল্যান্ড। ছয় বছর কিউইদের সঙ্গে ছিলেন তিনি।  

এর মাঝেই ২০১৯ সালে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালক হন হেসন। দীর্ঘ চার বছর কাজ করার পর ২০২৩ সালে ছাড়েন দায়িত্ব।

আগামী ২৫ মে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা পাকিস্তানের। সেই সিরিজ হবে কি না, হলেও পূর্বঘোষিত সূচি অনুযায়ীই হবে কি না – এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদি সিরিজটা হয়, তাহলে এই সিরিজ দিয়েই পাকিস্তানের হেড কোচ হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন হেসন।

তবে ২৫ মে পিএসএলের ফাইনাল হওয়ায় স্বাভাবিকভাবেই বাংলাদেশ সিরিজের সূচিতে পরিবর্তন আসতে যাচ্ছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় চার মাস পর এ সংস্করণে খেলতে নামবে বাংলাদেশ। এ সিরিজকে সামনে রেখে নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন বিসিবির...
চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে রেয়াল মাদ্রিদের শুরুটা ভালো হয়নি। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শাবি আলোনসোর দল। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্প্যানিশ ক্লাবটি। এ...
গল টেস্ট জয়ের জন্য বাংলাদেশ সম্ভাবনাও তৈরি করেছিল, হাতে ৩৫ ওভারের বেশি ছিল লঙ্কানদের অলআউট করা জন্য। কিন্তু শেষ পর্যন্ত তাইজুল-নাঈমরা শ্রীলঙ্কার ৪টি উইকেট নিতে পেরেছিলেন। দিনের আরও কয়কে ওভার বাকি...
হেডিংলিতে গতকাল রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক শুবমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি, অপরাজিত আছেন ১২৭ রানে। সেই সঙ্গে ভারতের হয়ে অধিনায়কত্বে অভিষেকেই সেঞ্চুরি করা পঞ্চম...
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ সোমবার শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন।
সুফিয়া কামাল ছিলেন একজন সংগঠক, নারী আন্দোলনের পুরোধা। তাঁর জীবনে বিশাল একটি ক্ষেত্র ছিল। তিনি সকলকেই নিজের সন্তানের মতো স্নেহ করতেন। তিনি সংগ্রাম, কাব্য চর্চা এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নারী...
বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সিনিয়র সদস্য ও সিলেট–৬ আসনের বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী আ ম অহিদ আহমদের উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়েছে। রোববার...
গত বিশ বছর ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে জর্জ ডব্লিউ বুশ নামটা জড়ানো ছিল। এখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করছেন যেন এই যুদ্ধের সঙ্গে তাঁর নামও জড়ায়। ট্রাম্পের হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.