পাকিস্তান ক্রিকেটে কোচ বদলের সংস্কৃতি নতুন কিছু নয়। জেসন গিলেস্পির পদত্যাগের পর থেকে অন্তর্বর্তীকালীন কোচ আকিভ জাভেদের অধীনেই খেলছিলেন বাবর আজমরা। তবে আসন্ন বাংলাদেশ সিরিজের আগে এবার নতুন হেড কোচ নিয়োগ দিল পিসিবি।
ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য পাকিস্তানের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক কিউই তারকা মাইক হেসনকে। ৫০ বছর বয়সী এই কোচ তাঁর কোচিং ক্যারিয়ারের শুরুতে আর্জেন্টিনা ও কেনিয়ার হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন। তবে তাঁর সবচেয়ে সফল অংশটা কেটেছে নিউজিল্যান্ডের কোচ হিসেবেই।
রিজওয়ানদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের হেড কোচ হিসেবে পথচলা শুরু করবেন চলতি মাসের ২৬ মে থেকে। এই মুহূর্তে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হেসন। ২৫ মে পিএসএল শেষ হবে, তার পরের দিন থেকে পাকিস্তানের দায়িত্বে নেমে পড়বেন হেসন।
ওদিকে কারস্টেন-গিলেস্পিদের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্বে পাকিস্তানের কোচ বনে যাওয়া আকিভ জাভেদকে এখন পিসিবির হাই পারফরম্যান্সের পরিচালক বানিয়ে দেওয়া হয়েছে। ক্রিকইনফো জানাচ্ছে, পিসিবির নির্বাচক কমিটিতে যে পাঁচ জনের ভোটেই সিদ্ধান্ত হয়, তাঁদের একজন হিসেবে বহালই থাকবেন আকিভ জাবেদ। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় থেকেই নির্বাচক প্যানেলে ভোটাধিকার ছিল জাভেদের।
হেসনকে কোচ হিসেবে নিয়োগের ব্যাপারে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে উদ্ধৃত করে বোর্ডের বিবৃতিতে বলছে, ‘সাদা বলের ক্রিকেটে পাকিস্তান ছেলেদের জাতীয় দলের কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও খ্যাতিমান কোচ মাইক হেসনকে নিয়োগ দেওয়ার খবর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ে তোলার সফল রেকর্ড এবং আন্তর্জাতিক ক্রিকেটের প্রচুর অভিজ্ঞতা নিয়ে যোগ দেবেন হেসন। পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে আমরা তার দক্ষতা এবং নেতৃত্বের জন্য উন্মুখ। দলে আপনাকে স্বাগতম, মাইক!’
২০০৩ সালে আর্জেন্টিনা, ২০০৫ সালে কেনিয়ার পর ২০১২ সালে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পান হেসন। তাঁর হাত ধরে ২০১৫ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল নিউজিল্যান্ড। ছয় বছর কিউইদের সঙ্গে ছিলেন তিনি।
এর মাঝেই ২০১৯ সালে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালক হন হেসন। দীর্ঘ চার বছর কাজ করার পর ২০২৩ সালে ছাড়েন দায়িত্ব।
আগামী ২৫ মে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা পাকিস্তানের। সেই সিরিজ হবে কি না, হলেও পূর্বঘোষিত সূচি অনুযায়ীই হবে কি না – এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদি সিরিজটা হয়, তাহলে এই সিরিজ দিয়েই পাকিস্তানের হেড কোচ হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন হেসন।
তবে ২৫ মে পিএসএলের ফাইনাল হওয়ায় স্বাভাবিকভাবেই বাংলাদেশ সিরিজের সূচিতে পরিবর্তন আসতে যাচ্ছে।