সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

বদলে যেতে পারে বাংলাদেশ-পাকিস্তানের সূচি

আপডেট : ১৩ মে ২০২৫, ০৬:০৩ পিএম

ভারত আর পাকিস্তানের সংঘাতের কারণে সিরিজটা হবে কি না, এটাই বড় প্রশ্ন। প্রতিবেশি দুই দেশ ‘যুদ্ধবিরতি’তে রাজি হলেও উত্তেজনা একেবারে মিলিয়ে তো যায়নি। এর মধ্যেই আগামী ২৫ মে পাকিস্তানে শুরু হওয়ার কথা বাংলাদেশের পাঁচ টি-টোয়েন্টির সিরিজ।

সিরিজটা হবে কি না, এর সঙ্গে আজ আবার যোগ হয়েছে নতুন প্রশ্ন – সিরিজটা হলেও সূচি কি একই থাকবে? ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর পাকিস্তান তাদের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ পিএসএলের বাকি অংশের যে সূচি দিয়েছে, সেটা যে আবার বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচির সঙ্গে সাংঘর্ষিক!

তবে এমন সব প্রশ্নের মুখে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি জানাচ্ছে, সিরিজটা হবে, তবে সূচিতে কিছুটা বদল আসতে পারে। ২৫ মে-র বদলে ২৭ বা ২৮ মে থেকে শুরু হতে পারে সিরিজ। ভেন্যুতেও আসতে পারে বদল।

ভারত আর পাকিস্তানের সংঘাতের কারণে ভারতের আইপিএল আর পাকিস্তানের পিএসএল – দুটিই স্থগিত হয়ে গিয়েছিল। যুদ্ধবিরতির পর দুই দেশের ক্রিকেট বোর্ডই তাদের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোর পরিবর্তিত সূচি প্রকাশ করেছে আজ, দুটিই আবার মাঠে ফিরছে আগামী শনিবার। তবে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ পিএসএলের বাকি অংশের যে পরিবর্তিত সূচি দিয়েছে, তাতে ফাইনালের দিন হিসেবে ২৫ মে-র কথা বলা হয়েছে।

ওদিকে বাংলাদেশ আর পাকিস্তানের সিরিজের ঘোষিত সূচি অনুযায়ী, সেখানে প্রথম টি-টোয়েন্টিও তো ২৫ মে! সে কারণেই প্রশ্ন জাগে, সিরিজটা শেষ পর্যন্ত হলেও সূচি ঠিকঠাক থাকবে?

এ নিয়ে ‘সূত্রে’র কাছ থেকে পাওয়া খবর জানিয়ে পাকিস্তানের সামা টিভি লিখেছে, বাংলাদেশ-পাকিস্তানের সিরিজটা ২৫ মে থেকে পিছিয়ে ২৭ বা ২৮ মে শুরু হতে পারে। পেছানোর কারণ হিসেবে পিএসএলের পর পাকিস্তান-বাংলাদেশের সিরিজ শুরু করার মাঝে ‘লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্টে’র কথা জানিয়েছেন ওই সূত্র।

শুধু তারিখই বদল নয়, ভেন্যুও বদলাতে পারে বলে জানাচ্ছে সামা টিভি। তাদের প্রতিবেদনে লেখা, পূর্বঘোষিত সূচিতে সিরিজের প্রথম দুটি ম্যাচ ফয়সালাবাদে হওয়ার কথা থাকলেও সেটির ভেন্যু বদলে লাহোরে নিয়ে যাওয়া হতে পারে। পূর্বঘোষিত সূচিতে সিরিজের শেষ তিন ম্যাচের ভেন্যু ছিল লাহোর, সেটিতে বদল আসবে না বলেই জানাচ্ছে সামা টিভি। অর্থাৎ, তাদের প্রতিবেদনের তথ্য সত্যি হলে পুরো সিরিজই আয়োজিত হবে লাহোরে।

পিসিবির সূত্রের কাছ থেকে পাওয়া খবর জানিয়ে সামা টিভি এ-ও লিখেছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানে দল পাঠাতে রাজি। বিসিবির দিক থেকে অবশ্য এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তিন দিন আগে বিসিবি বিবৃতিতে জানিয়েছে, সিরিজ হবে কি না এ নিয়ে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে পিসিবির সঙ্গে, সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

পরপর দুবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি বিজয়। ইনিংসের পঞ্চম ওভারে আশিথার দারুণ এক ডেলিভারিতে ইনসাইড এজে বোল্ড হয়েছেন। তাতে ১০ বল খেলে ০ রানেই ড্রেসিংরুমের পথ ধরেছেন ৩২ বছর বয়সী এ ব্যাটসম্যান।
লঙ্কানদের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে আজ বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স জানিয়ে দিয়েছেন শান্ত ঠিক আছেন। 
গলে ১২ বছর পর টেস্ট ড্র করে লঙ্কানদের বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী শেষ টেস্টের আগে স্কোয়াডে দুইপরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। আজ বিবৃতিতে স্কোয়াডে নতুন দুই ক্রিকেটারের যুক্ত...
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে পারেন শান্ত। এমন সংবাদ চাউর হওয়ার পর আজ কলম্বোতে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।  গল টেস্টে দুই ইনিংসে দুই...
স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওর আলোচিত সিরিজগুলোর মাঝে অন্যতম ‘দ্য ফ্যামিলি ম্যান’। বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর এই সিরিজের তৃতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা। আগেই আমাজন প্রাইম...
একসময় ছিল ব্যাগে ঝুলে থাকা কিউট পুতুল লাবুবু। এখন তা বিলাসবহুল নিলামের তারকা। লাবুবু পুতুলের দাম শুনে চমকে উঠছে নেটিজেনরা। কে ভেবেছিল, হাজার টাকার নিচে বিক্রি হওয়া খেলনা একদিন কোটি টাকা ছাড়িয়ে...
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলছে, রাজনৈতিক অনিশ্চয়তাসহ কয়েকটি কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও খারাপ অবস্থায় রয়েছে। তবে চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতি সামনে এগিয়ে যাচ্ছে।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.