ভারত আর পাকিস্তানের সংঘাতের কারণে সিরিজটা হবে কি না, এটাই বড় প্রশ্ন। প্রতিবেশি দুই দেশ ‘যুদ্ধবিরতি’তে রাজি হলেও উত্তেজনা একেবারে মিলিয়ে তো যায়নি। এর মধ্যেই আগামী ২৫ মে পাকিস্তানে শুরু হওয়ার কথা বাংলাদেশের পাঁচ টি-টোয়েন্টির সিরিজ।
সিরিজটা হবে কি না, এর সঙ্গে আজ আবার যোগ হয়েছে নতুন প্রশ্ন – সিরিজটা হলেও সূচি কি একই থাকবে? ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর পাকিস্তান তাদের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ পিএসএলের বাকি অংশের যে সূচি দিয়েছে, সেটা যে আবার বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচির সঙ্গে সাংঘর্ষিক!
তবে এমন সব প্রশ্নের মুখে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি জানাচ্ছে, সিরিজটা হবে, তবে সূচিতে কিছুটা বদল আসতে পারে। ২৫ মে-র বদলে ২৭ বা ২৮ মে থেকে শুরু হতে পারে সিরিজ। ভেন্যুতেও আসতে পারে বদল।
ভারত আর পাকিস্তানের সংঘাতের কারণে ভারতের আইপিএল আর পাকিস্তানের পিএসএল – দুটিই স্থগিত হয়ে গিয়েছিল। যুদ্ধবিরতির পর দুই দেশের ক্রিকেট বোর্ডই তাদের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোর পরিবর্তিত সূচি প্রকাশ করেছে আজ, দুটিই আবার মাঠে ফিরছে আগামী শনিবার। তবে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ পিএসএলের বাকি অংশের যে পরিবর্তিত সূচি দিয়েছে, তাতে ফাইনালের দিন হিসেবে ২৫ মে-র কথা বলা হয়েছে।
ওদিকে বাংলাদেশ আর পাকিস্তানের সিরিজের ঘোষিত সূচি অনুযায়ী, সেখানে প্রথম টি-টোয়েন্টিও তো ২৫ মে! সে কারণেই প্রশ্ন জাগে, সিরিজটা শেষ পর্যন্ত হলেও সূচি ঠিকঠাক থাকবে?
এ নিয়ে ‘সূত্রে’র কাছ থেকে পাওয়া খবর জানিয়ে পাকিস্তানের সামা টিভি লিখেছে, বাংলাদেশ-পাকিস্তানের সিরিজটা ২৫ মে থেকে পিছিয়ে ২৭ বা ২৮ মে শুরু হতে পারে। পেছানোর কারণ হিসেবে পিএসএলের পর পাকিস্তান-বাংলাদেশের সিরিজ শুরু করার মাঝে ‘লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্টে’র কথা জানিয়েছেন ওই সূত্র।
শুধু তারিখই বদল নয়, ভেন্যুও বদলাতে পারে বলে জানাচ্ছে সামা টিভি। তাদের প্রতিবেদনে লেখা, পূর্বঘোষিত সূচিতে সিরিজের প্রথম দুটি ম্যাচ ফয়সালাবাদে হওয়ার কথা থাকলেও সেটির ভেন্যু বদলে লাহোরে নিয়ে যাওয়া হতে পারে। পূর্বঘোষিত সূচিতে সিরিজের শেষ তিন ম্যাচের ভেন্যু ছিল লাহোর, সেটিতে বদল আসবে না বলেই জানাচ্ছে সামা টিভি। অর্থাৎ, তাদের প্রতিবেদনের তথ্য সত্যি হলে পুরো সিরিজই আয়োজিত হবে লাহোরে।
পিসিবির সূত্রের কাছ থেকে পাওয়া খবর জানিয়ে সামা টিভি এ-ও লিখেছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানে দল পাঠাতে রাজি। বিসিবির দিক থেকে অবশ্য এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তিন দিন আগে বিসিবি বিবৃতিতে জানিয়েছে, সিরিজ হবে কি না এ নিয়ে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে পিসিবির সঙ্গে, সিদ্ধান্ত পরে নেওয়া হবে।