ভারত-পাকিস্তান সংঘাত শেষে আইপিএল-পিএসএল মাঠে গড়াচ্ছে আগামী ১৭ মে (শনিবার)। দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়ানোর আগেই আরেক ‘যুদ্ধ’ শুরু হয়েছে। দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে।
পিএসএল শুরু হওয়ার আগেই তাদের লিগে খেলা বিদেশি ক্রিকেটারদের এক প্রকার ছিনিয়ে নিচ্ছে আইপিএল। দুই দেশের লিগে খেলা বিদেশি ক্রিকেটারদের অনেকেই ফের ভারত-পাকিস্তানে যেতে চাচ্ছেন না।
এই পরিস্থিতির মাঝে বাবর আজমের পেশোয়ার জালমিতে খেলা অস্ট্রেলিয়ান মিচেল ওয়েনকে দলে টেনেছে আইপিএলের পাঞ্জাব কিংস। শুধু তা-ই নয়, পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়ের্টসের হয়ে খেলা শ্রীলঙ্কান উইকেটকিপার কুশল মেন্ডিসকেও দলে ভিড়িয়েছে আইপিএলের আরেক দল গুজরাট টাইটানস।
পাকিস্তান সুপার লিগের ক্রিকেটারদের আইপিএলে চলে যাওয়ার পেছনে অবশ্য রয়েছে একাধিক কারণ। ওয়েন-মেন্ডিসের মতো ক্রিকেটাররা আইপিএলের মেগা নিলামে দল পাননি।
তবে আইপিএলের বাকি অংশের জন্য এবার তাদের চাহিদা বেড়েছে অন্য ক্রিকেটারের ইনজুরি ও ভারতে না যাওয়ার কারণে। মূলত পাঞ্জাব কিংসের গ্লেন ম্যাক্সওয়েল চোটে পড়ায় তাঁর বদলি হিসেবে মিচেল ওয়েনকে দলে টেনেছে শ্রেয়াস আইয়াররা। পিএসএলে ৭ ইনিংসে ১৯২.৪৫ স্ট্রাইক রেটে ১০২ রান করেছেন ওয়েন।
অপরদিকে ইংলিশ উইকেটকিপার জস বাটলারের বদলি হিসেবে গুজরাট কুশল মেন্ডিসকে দলে টেনেছে। মূলত ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থাকায় আর ভারতে আসছেন না বাটলার। তাঁর পরিবর্তে নেয়া লঙ্কান মেন্ডিস পিএসএলে ছিলেন দারুণ ছন্দে। কোয়েটা গ্ল্যাডিয়ের্টসের হয়ে ৫ ইনিংসে ১৬৮ স্ট্রাইক রেটে ১৪৩ রান করেছেন মেন্ডিস।