দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য এখন সংযুক্ত আরব আমিরাতে আছে বাংলাদেশ দল। এই সফরের পর পাকিস্তান যাওয়ার কথা লিটন দাসদের। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাবে পাকিস্তান সফর নিয়ে বিসিবি এতদিন নিশ্চিত করে কিছু জানায়নি। বাংলাদেশ সরকারের সবুজ সংকেত পেলেই পাকিস্তানে যাবে ক্রিকেট দল, এমনটাই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ অবশেষে বাংলাদেশ সরকার থেকে পাকিস্তান সফরে যাওয়ার সবুজ সংকেত পাওয়া গেছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
‘আমরা সবুজ সংকেত পেয়েছি, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো চিঠি পাইনি। আমরা আশা করছি দ্রুতই এটি পেয়ে যাব। কিন্তু আমি যতদূর জানি সরকার সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে আমাদের আসন্ন সফরের জন্য পাকিস্তানের যেতে দেবে’ - বিসিবির সেই কর্মকর্তাকে উদ্ধৃত করে লিখেছে ক্রিকবাজ।
পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ২৫ মে শুরু হয়ে সিরিজটি শেষ হওয়ার কথা ছিল ৩ জুন। তবে এখন সিরিজটি হলেও সূচিতে বদল আসতে পারে।
পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি দিন দুয়েক আগে এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বদলে যাওয়া সূচির কারণে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দুই দিন পিছিয়ে ২৭ বা ২৮ মে শুরু হতে পারে। পিএসএলের পরিবর্তিত সূচিতে যে ফাইনালের তারিখ ২৫ মে!
বাংলাদেশের সিরিজের ভেন্যুতেও বদল আসতে পারে, ফয়সালাবাদে দুটি ম্যাচ হওয়ার কথা থাকলেও এখন সিরিজের পাঁচটি টি-টোয়েন্টিই লাহোরে হতে পারে বলে জানিয়েছে সামা টিভি। পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আরব আমিরাতে সিরিজ শেষে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও কয়েকজন ক্রিকেটার ইতিমধ্যে নিরাপত্তাশঙ্কার কারণে এই সফরে যেতে অনীহা প্রকাশ করেছেন বলে জানা গেছে। এই ব্যাপারে ক্রিকবাজে বিসিবির সেই কর্মকর্তা বলেন, ‘আমরা জেনেছি আমাদের কয়েকজন খেলোয়াড় নিরাপত্তাশঙ্কার কারণে যেতে অনিচ্ছুক। এই কারণে সরকার থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার পর আমরা ওদের সঙ্গে কথা বলা শুরু করব। একটি বিষয় নিশ্চিত, আমরা কাউকে জোর করব না।’