সেকশন

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
Independent Television
 

৬ মাস পর ফিরলেন, কিন্তু নিজেকে চেনাতে পারলেন না সাকিব

আপডেট : ১৯ মে ২০২৫, ১০:১২ এএম

জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসানকে শেষবার দেখা গিয়েছিল গত বছরের অক্টোবরে। আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন নভেম্বর পর্যন্ত। সেই থেকেই সব ধরনের ক্রিকেটের বাইরে বাঁহাতি এ অলরাউন্ডার।

প্রায় ৬ মাস মাঠের বাইরে থাকা সাকিব অনেকটা অপ্রত্যাশিতভাবেই ডাক পান পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। গতকাল রোববার লাহোর কালান্দার্সের হয়ে মাঠেও নেমেছিলেন সাকিব। কিন্তু প্রত্যাবর্তনটা রাঙাতে পারেননি বাংলাদেশি তারকা। ব্যাটিংয়ে গোল্ডেন ডাক মেরেছেন। বল হাতেও ছিলেন খরুচে। ২ ওভারে ১৮ রান হজম করে কোনো উইকেটও আদায় করতে পারেননি সাকিব।

এমন হতাশাজনক পারফরম্যান্সের দিনে অবশ্য তাঁর দল জিতেছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে লাহোর। একইসঙ্গে টুর্নামেন্টের প্লে-অফ খেলাও নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

বৃষ্টির বাগড়ায় ১৩ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৪৯ রান তোলে লাহোর। দলটির হয়ে ৩৬ বলে ৭ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেছেন ফখর জামান। এর বাইরে আর কেউ ২৫ এর গন্ডিও পেরোতে পারেননি। আর সাতে নামা সাকিব তো উইকেটে গিয়ে প্রথম বলেই বোল্ড হয়েছেন।

লাহোরের ইনিংসের ১১তম ওভারের উইকেটে যান সাকিব। আহমেদ দানিয়েলের করা লেগ স্ট্যাম্পের বাইরে করা মুখোমুখি প্রথম বলে র‍্যাম্প শট খেলার চেষ্টা করেছিলেন বাংলাদেশি তারকা। কিন্তু ব্যাটে-বলে হয়নি। বলটা অবশ্য ওয়াইড হয়েছে। পরের বলে আবারও র‍্যাম্প শটই খেলতে গিয়েছিলেন। এবার দানিয়েলের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি। বল সরাসরি আঘাত করে মিডল স্ট্যাম্পে।

ব্যাট হাতে ব্যর্থতা ঢাকার সুযোগ ছিল বল হাতে। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি সাকিব। যদিও শুরুটা ভালোই করেছিলেন। ইনিংসের ৫ম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে মোটে ৫ রান দিয়েছেন। তবে ১০ম ওভারে আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। সাকিবের ওই ওভারে টানা ২ ছক্কাসহ ১৩ রান তোলেন দানিয়েল।

সাকিব খরুচে হলেও সালমান মির্জা-শাহিন আফ্রিদিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পেশোয়ারকে ১২৩ রানেই আটকে দেয় লাহোর।

জাতীয় দলে খেলছেন না প্রায় এক বছর হয়ে গেছে। মধ্যে পেয়েছিলেন বোলিং নিষেধাজ্ঞা, তা কাটিয়ে পিএসএল দিয়ে ফিরেছেন। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ ছাড়া এখন সাকিব আল হাসানকে আর ক্রিকেট দেখা যায় না। পিএসএলের পর...
বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাকিব শেষবার মাঠে নেমেছিলেন গত বছরের অক্টোবরে। কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলার আগে জানিয়েছিলেন, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলকে...
রেকর্ড রান তাড়ায় ইসলামাবাদকে ছুঁয়ে ইংল্যান্ডকে একটা ধন্যবাদ দিতেই পারে লাহোর! ম্যাচের ভাগ্য যখন সুতোয় ঝুলছিল, শেষ মুহূর্তে ৭ বলে ২ চার ও ২ ছক্কায় ২২ রানের অপরাজিত ইনিংস খেলে লাহোরকে জিতিয়ে মাঠ...
ফাইনালে টসের মিনিট দশেক আগে লাহোরের বিমানবন্দরে নেমেছেন রাজা। তিনি শেষ পর্যন্ত ঠিক সময়ের মধ্যে পৌঁছাতে পারবেন কি না, এ নিয়ে সংশয়ের কারণে লাহোর দুটি একাদশ সাজিয়ে রেখেছিল – একটি রাজাকে নিয়ে, অন্যটি...
রাতে ম্যাচ, তার আগে বিকেল বেলা ইউভেন্তুসের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকজনকে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আর ট্রাম্প...
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইতি টানতে গত সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনজন কূটনীতিকের বরাতে দিয়ে এ তথ্য...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.