জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসানকে শেষবার দেখা গিয়েছিল গত বছরের অক্টোবরে। আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন নভেম্বর পর্যন্ত। সেই থেকেই সব ধরনের ক্রিকেটের বাইরে বাঁহাতি এ অলরাউন্ডার।
প্রায় ৬ মাস মাঠের বাইরে থাকা সাকিব অনেকটা অপ্রত্যাশিতভাবেই ডাক পান পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। গতকাল রোববার লাহোর কালান্দার্সের হয়ে মাঠেও নেমেছিলেন সাকিব। কিন্তু প্রত্যাবর্তনটা রাঙাতে পারেননি বাংলাদেশি তারকা। ব্যাটিংয়ে গোল্ডেন ডাক মেরেছেন। বল হাতেও ছিলেন খরুচে। ২ ওভারে ১৮ রান হজম করে কোনো উইকেটও আদায় করতে পারেননি সাকিব।
এমন হতাশাজনক পারফরম্যান্সের দিনে অবশ্য তাঁর দল জিতেছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে লাহোর। একইসঙ্গে টুর্নামেন্টের প্লে-অফ খেলাও নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বৃষ্টির বাগড়ায় ১৩ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৪৯ রান তোলে লাহোর। দলটির হয়ে ৩৬ বলে ৭ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেছেন ফখর জামান। এর বাইরে আর কেউ ২৫ এর গন্ডিও পেরোতে পারেননি। আর সাতে নামা সাকিব তো উইকেটে গিয়ে প্রথম বলেই বোল্ড হয়েছেন।
লাহোরের ইনিংসের ১১তম ওভারের উইকেটে যান সাকিব। আহমেদ দানিয়েলের করা লেগ স্ট্যাম্পের বাইরে করা মুখোমুখি প্রথম বলে র্যাম্প শট খেলার চেষ্টা করেছিলেন বাংলাদেশি তারকা। কিন্তু ব্যাটে-বলে হয়নি। বলটা অবশ্য ওয়াইড হয়েছে। পরের বলে আবারও র্যাম্প শটই খেলতে গিয়েছিলেন। এবার দানিয়েলের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি। বল সরাসরি আঘাত করে মিডল স্ট্যাম্পে।
ব্যাট হাতে ব্যর্থতা ঢাকার সুযোগ ছিল বল হাতে। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি সাকিব। যদিও শুরুটা ভালোই করেছিলেন। ইনিংসের ৫ম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে মোটে ৫ রান দিয়েছেন। তবে ১০ম ওভারে আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। সাকিবের ওই ওভারে টানা ২ ছক্কাসহ ১৩ রান তোলেন দানিয়েল।
সাকিব খরুচে হলেও সালমান মির্জা-শাহিন আফ্রিদিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পেশোয়ারকে ১২৩ রানেই আটকে দেয় লাহোর।