ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতায় ২০০৮ সালের পর থেকে পাকিস্তান সফরে যায়নি ভারত ক্রিকেট দল। দুদলের দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ আছে এক দশকের বেশি সময় ধরে। শুধু আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচের দেখা মেলে না আজকাল। এবার সেখানেও শঙ্কার মেঘ জড়ো হয়েছে।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা আরও চরমে রূপ নেয়। দুদেশ সংঘাতে জড়িয়ে পড়লে এর প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। এক সপ্তাহের বেশি সময় বন্ধ ছিল দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট- আইপিএল ও পিএসএল। তখনই গুঞ্জন ছড়িয়েছিল, আসন্ন এশিয়া কাপে খেলতে চায় না ভারত।
সে শঙ্কাটাই সত্যি হতে চলছে। আগামী সেপ্টেম্বরে হতে যাওয়া মহাদেশীয় এ টুর্নামেন্টে না খেলার কথা ভাবছে ভারত। বিষয়টি এরই মধ্যে মৌখিকভাবে এসিসিকে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এছাড়া আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ থেকেও নিজেদের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ভারত কেন এশিয়া কাপ খেলতে চায় না, সেটার কারণও উঠে এসেছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে। সেখানে উল্লেখ করা হয়েছে, এসিসির চেয়ারম্যান একজন পাকিস্তানি। আর পাকিস্তানি কোনো নেতৃত্বের অধীনে টুর্নামেন্ট অংশ নিতে চায় না ভারত।
বর্তমানে এসিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মহসীন নাকভি। তিনি একইসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশটির ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) প্রধান।
এ প্রসঙ্গে বিসিসিআই সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘ভারতীয় দল এমন কোনো টুর্নামেন্টে অংশ নেবে না, যার আয়োজক এসিসি এবং সেটার প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী। এর সঙ্গে পুরো দেশের আবেগ জড়িয়ে আছে। আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপে আমাদের নাম তুলে নিতে আমরা এসিসির সঙ্গে মৌখিকভাবে কথা বলেছি। এবং ভবিষ্যতেও তাদের ইভেন্টগুলোতে আমাদের অংশগ্রহণ স্থগিত রাখার ব্যাপারে বলেছি। আমরা ভারত সরকারের সঙ্গেও সবসময় যোগাযোগ রাখছি।’
আর ভারত যদি এশিয়া কাপে অংশ না-ই নেয়, এসিসি বড় ধরনের লোকসানের মুখে পড়বে। ভারতীয় আরেক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, এশিয়া কাপের বেশিরভাগ স্পনসর ভারত থেকে। দেশটিতে বর্তমানে পাকিস্তান-লবিদ্বেষ প্রবল হওয়ায় ভারত না খেললে স্পনসর কোম্পানিগুলো চুক্তি চালিয়ে যাবে কি না, সে নিয়েও শঙ্কার কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি।
গত বছর ১৭ কোটি মার্কিন ডলারে এশিয়া কাপের মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে সনি পিকচার্স নেটওয়ার্ক। ভারত টুর্নামেন্টে অংশ না নিলে সনি এসিসিকে এই পরিমাণ অর্থ দেবে কি না, সেটা নিশ্চিত নয়। আবার কোনো কারণে এশিয়া কাপ যদি না হয়, সেক্ষেত্রে এ চুক্তি নতুন করে হতে পারে বলে জানিয়েছে এনডিটিভি।