সংযুক্ত আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি খেলে পাকিস্তানে তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে যাবে বাংলাদেশ – প্রাথমিক সূচি অনুযায়ী তা-ই হওয়ার কথা ছিল। তবে ভারত-পাকিস্তানের সংঘাতের প্রভাবে বাংলাদেশের আরেকটি টি-টোয়েন্টি খেলার সুযোগ আপাতত তৈরি হলো।
আমিরাতে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামবে বাংলাদেশ। তার আগেই খবর এল, সিরিজটা দুই টি-টোয়েন্টিতেই শেষ হচ্ছে না, সিরিজে আরেকটি টি-টোয়েন্টি যুক্ত হচ্ছে। আগের দুই ম্যাচের মতো সেই টি-টোয়েন্টিও শারজাতেই হবে, আগামী ২১ মে।
ক্রিকইনফো লিখেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) আমিরাতের ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে আরেকটি টি-টোয়েন্টি যোগ করার অনুরোধ করেছে, ইসিবি তাতে রাজি হয়েছে। এর নেপথ্যের কারণ হিসেবে জানা যাচ্ছে ভারত-পাকিস্তানের সংঘাতের প্রভাবের কথা।
ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে ভারতের আইপিএল আর পাকিস্তানের পিএসএল – দুই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টই সপ্তাহখানেকের জন্য স্থগিত ছিল। সংঘাতের পর দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, এরপর আবার দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়িয়েছে। তবে তাতে দুটি ঝামেলা তৈরি হয়েছে।
একদিকে সংঘাত পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশ দল আদৌ পাকিস্তান সফরে যাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। এখনো বিসিবির দিক থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। যদিও সম্প্রতি বিসিবি জানিয়েছে, সরকারের দিক থেকে পাকিস্তানে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত মিলেছে। এখন খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। এ তো গেল এক সমস্যা, অন্যদিকে আবার শুরু হওয়া পিএসএলের ফাইনালের তারিখ সাংঘর্ষিক হয়ে গেছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রাথমিক সূচির প্রথম ম্যাচের সঙ্গে। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি অবশ্য কদিন আগে এক প্রতিবেদনে জানিয়েছে, ২৫ মে-র বদলে সিরিজটি পিছিয়ে ২৭ বা ২৮ মে শুরু করা হতে পারে, আর ভেন্যু বদলে সব ম্যাচই শুধু লাহোরে আয়োজন করা হতে পারে।
ক্রিকইনফো লিখেছে, এমন পরিস্থিতিতে বিসিবি চেয়েছে, পাকিস্তান সিরিজ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে দলকে আমিরাতেই রাখতে। সিরিজে যাওয়ার সিদ্ধান্ত হলে সে ক্ষেত্রে আমিরাত থেকেই পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। সে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত দল যেহেতু আমিরাতেই থাকছে, সে ক্ষেত্রে এমনি এমনি থাকার চেয়ে একটা ম্যাচ খেলে ফেললেই তো হয়! বছরখানেক পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে প্রতিটি ম্যাচই প্রস্তুতির উপলক্ষ। সে ধারণা থেকেই ইসিবিকে সিরিজে আরেকটি ম্যাচ যোগ করার অনুরোধ করেছে বিসিবি।