৫৪ বলে ৫ চার ৯ ছক্কায় ১০০ – সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই ছিল পারভেজ হোসেন ইমনের ব্যাটিং রেকর্ড। তামিম ইকবালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান বনে যাওয়া সেই ইমনকে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেই একাদশে রাখা হয়নি। তাঁর জায়গায় দলে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত।
শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে এরই মধ্যে টস হয়ে গেছে। আগের ম্যাচের মতোই আজও সংযুক্ত আরব আমিরাত টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
মোস্তাফিজুর রহমান আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে খেলতে চলে যাওয়ায় একাদশে একটা পরিবর্তন তো হতোই, বাংলাদেশ আজ নেমেছে চার পরিবর্তন নিয়ে। ইমনের জায়গায় শান্ত, মোস্তাফিজের জায়গায় সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম। এর বাইরে এই সিরিজে দলের সহ-অধিনায়ক শেখ মেহেদীর জায়গায় সুযোগ পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, আর হাসান মাহমুদের বদলে দলে ঢুকেছেন নাহিদ রানা।
ইমনের কোনো চোটের খবর পাওয়া যায়নি। তবে ক্রিকইনফো সরাসরি ধারাভাষ্যে লিখেছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে পরিকল্পনা সাজাতে থাকা বাংলাদেশ ঘুরিয়ে-ফিরিয়ে খেলোয়াড়দের সুযোগ দেওয়ার চেষ্টা করছে, সে কারণেই আজ একাদশে চার বদল।
সিরিজের প্রথম ম্যাচে ২৭ রানে জয়ী বাংলাদেশ আজ নামছে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে। আজ ম্যাচের আগেই ঘোষণা এসেছে, প্রাথমিকভাবে দুই ম্যাচের হওয়ার কথা থাকলেও আরও এক ম্যাচ যোগ করে সিরিজটিকে তিন ম্যাচের বানিয়ে নিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটওয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও নাহিদ রানা।