বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে কম আলোচনা হয়নি। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে এক সময় সিরিজ না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। অবশেষে সব শঙ্কার অবসান ঘটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও একটি সিরিজ খেলছে বাংলাদেশ।
তবে দুই সিরিজের সূচিতেই পরিবর্তন এসেছে। আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজ হওয়ার কথা থাকলেও এক ম্যাচ বেড়েছে। আর পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ কমে এলো তিন ম্যাচে। এমনকি ম্যাচ ভেন্যুতেও এসেছে পরিবর্তন।
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ তাদের এক প্রতিবেদনে সিরিজের ম্যাচ সংখ্যা কমে আসার খবরটি জানিয়েছে। দুই বোর্ডের কর্মকর্তাদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত এসেছে বলে জানাচ্ছে জিও নিউজ।
দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীনের এক বৈঠকের পর বাংলাদেশের পাকিস্তান সফর নিশ্চিত করা হয়েছে।
দুই পক্ষের চুক্তি অনুযায়ী বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান সফর করবে বলে জানাচ্ছে জিও নিউজ। আর তিনটি ম্যাচই হবে লাহোরে।
তবে বাংলাদেশের সফরসূচি এখনো চূড়ান্ত করা হয়নি। লাহোরে ২৫ মে পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ গড়াবে লাহোরে। বাংলাদেশ দল এখন আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। দুই ম্যাচ শেষে সিরিজে এখন সমতা।
আগামী ২১ মে আরব আমিরাত ও বাংলাদেশের সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে।