ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান ৬৯ কোটি রুপি (প্রায় ৯৮ কোটি টাকার মতো) দিয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
রিয়েল এস্টেট ডাটা অ্যানালিটিক ফার্ম সিআরই ম্যাট্রিক্সের বরাতে বলা হচ্ছে গুরুগ্রামে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ডিএলএফ এর বিলাসি নির্মাণ প্রকল্পের অধীনের একটি অ্যাপার্টমেন্টের মালিক এখন সাবেক ভারতীয় ওপেনার।
সিআরই ম্যাট্রিক্স জানিয়েছে ২০২৫ এর ৪ ফেব্রুয়ারি হয়েছে এই চুক্তি। গুরুগ্রামের গলফ কোর্স রোডের ‘দ্য ডাহলিয়াসের’ অধীনে ৬ হাজার ৪০ বর্গফিটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন ধাওয়ান।
এই অ্যাপার্টমেন্টের জন্য ২৬৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ধাওয়ানকে ৬৫ কোটি ৬১ লাখ রুপি খরচ। আর স্ট্যাম্প ডিউটির জন্য ৩ কোটি ২৮ লাখ রুপি খরচ হয়েছে।
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ধাওয়ান ২০২২ সালে ভারতের পক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছেন। এর আগেই পারিবারিক জীবনে বিপর্যয় নেমে এসেছিল তাঁর জীবনে। ২০২১ সালে স্ত্রী আয়েশা মুখার্জির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। ২০২৩ সালে আদালতের হস্তক্ষেপে ছেলের সঙ্গে যোগাযোগ রাখার অধিকার পান তিনি।
গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া এই ক্রিকেটার বর্তমানে আইরিশ সোফি শাইনের সঙ্গে সম্পর্ক গড়েছেন।