বাংলাদেশের পাকিস্তান সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে পিসিবি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মে। আজ এক বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আগামী ২৫ মে বাংলাদেশ দল লাহোরে পৌঁছাবে। এরপর ২৬ ও ২৭ মে লিটন দাসদের অনুশীলন করার কথা রয়েছে। ২৮ মে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
এরপর একদিন বাদে দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মে। সিরিজের তৃতীয় ও সর্বশেষ ম্যাচ ১ জুন। সিরিজের সবকটি ম্যাচ লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে।
সিরিজের সবকটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে।
বর্তমানে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। শারজায় আজ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯ টায় মাঠে নামবে লিটন দাসের দল। বর্তমানে সিরিজে ১-১ ব্যবধানে সমতা।