ভারত-পাকিস্তান সংঘাতের কারণে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে সবকিছুর অবসান হয়েছে, বাংলাদেশ দল যাচ্ছে পাকিস্তান সফরে, যদিও পাঁচ টি-টোয়েন্টির বদলে সিরিজটা এখন হবে তিন টি-টোয়েন্টির। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ সিরিজের সূচিও প্রকাশ করেছে।
তবে বাংলাদেশ দল পাকিস্তান সফরে গেলেও সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন পেসার নাহিদ রানা। এর পাশাপাশি বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং ট্রেইনার ন্যাথান কেলিও যাচ্ছেন না পাকিস্তানে। এই তিনজনের পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
আজ (বুধবার) মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন নাহিদ রানা।
ডানহাতি এই পেসারের নাম প্রত্যাহারের বিষয়ে ফাহিম বলেছেন, ‘পাকিস্তান সফরের জন্য আমাদের ঘোষিত স্কোয়াড থেকে নাহিদ রানা নিজেকে সরিয়ে নিয়েছে। সে পাকিস্তানে যাচ্ছে না। কোচিং স্টাফদের মধ্যে থেকে ফিল্ডিং কোচ ও ট্রেইনারও যাচ্ছে না সেখানে। বাকিদের সবাই যাচ্ছে। তারা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। কিছুটা অস্বস্তি দুই একজনের মধ্যে ছিল। কিন্তু পরবর্তীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
ঠিক কী কারণে নাহিদ পাকিস্তানে যাচ্ছেন না - এ ব্যাপারে নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘(সম্প্রতি পাকিস্তানে) যে ধরনের ঘটনার মুখোমুখি ওদের হতে হয়েছে, নাহিদ রানা বা রিশাদকে, সেটা কিছুটা যদি ট্রমাটাইজড করে একজনকে, তাঁদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। সে কারণে সম্ভবত ও (নাহিদ) নিজেকে উইথড্র (সরিয়ে) করেছে।’
গত মাসে পাকিস্তানে পিএসএল খেলতে গিয়ে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আটকা পড়েছিলেন নাহিদ ও রিশাদ। ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় জড়ালে পিএসএল এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। এমনকি নাহিদদের দল পেশোয়ার ও রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচ যে ভেন্যুতে হওয়ার কথা ছিল, সেই রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায়ও ড্রোন হামলা হয়েছিল। সেবার পাকিস্তান থেকে নিরাপদে দেশে ফিরলেও এবার জাতীয় দলের হয়ে পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাহিদ রানা।